Spread the love

বাজারের সেরা ফেস মাস্ক – The Best Face Mask In The Market


আমাদের প্রতিদিনের কাজের ব্যস্ততায় ত্বক নিস্তেজ হয়ে পড়ে,, পরিষ্কার, দাগ-ছোপহীন উজ্জ্বল ত্বক (beautiful clear skin) কার না ভাল লাগে! তবে শুধু সপ্তাহে একদিন ফেস মাস্ক আপনি ব্যবহার করেন, তাহলেও কিন্তু আপনার ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও দাগ-ছোপহীন। এখানে কয়েকটি বাজারের সেরা ফেস মাস্কের (fruit face mask) বিষয়ে জানাবো যা অনায়াসে আপনি বাজারে পেয়ে যাবেন –


IMG_20230310_122516-1678431329883 বাজারের সেরা ফেস মাস্ক - The Best Face Mask In The Market

ফেস মাস্ক ব্যবহারের নিয়ম


১/ ওলে লাইমিনাউস ওভারনাইট মাস্ক
উজ্জ্বল ত্বক চান? তবে এই জেল-ভিত্তিক মাস্কটি ব্যাবহার করুন,,কালো দাগ, মসৃণ সূক্ষ্ম রেখা এবং বলিরেখা দূর করতে, আর্দ্রতা বাড়াতে এবং সারা রাত আপনার মুখকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে।

এই গরমে ত্বকের যত্নে সেরা ফেস মাস্ক

২/ সেন্ট ইভস জেন্টল স্মুদিং ওটমিল স্ক্রাব অ্যান্ড মাস্ক
সেন্ট ইভস জেন্টল স্মুদিং ওটমিল স্ক্রাব অ্যান্ড মাস্ক/ St. Ives Gentle Smoothing Oatmeal Scrub & Mask হল আংশিক স্ক্রাব আর আংশিক ফেস মাস্ক। ত্বকের পক্ষেও এটি অসাধারণ! ফেস মাস্কের ওটমিল ত্বকে জমে থাকা মৃত কোষ তুলে দেয়, অন্যদিকে মধু ত্বক শীতল আর স্নিগ্ধ রাখে। এই মাস্কটি কোমলভাবে ত্বক এক্সফোলিয়েট করে এবং ত্বকের প্রাকৃতিক দীপ্তি বের করে আনে।

51SzUn43PyL._SL1000_-1678431330354 বাজারের সেরা ফেস মাস্ক - The Best Face Mask In The Market

ফেস মাস্ক এর উপকারিতা

৩/ ডার্মালজিকা সেবাম ক্লিয়ারিং মাস্ক
ব্রণ আর প্রদাহযুক্ত ত্বকের জন্য ডার্মালজিকা সেবাম ক্লিয়ারিং মাস্ক Dermalogica Sebum Clearing Masque আদর্শ! স্যালিসাইলিক অ্যাসিড, লিউকোরাইস, নিয়াসিনামাইড, কেওলিন আর বেন্টোনাইট ক্লে দিয়ে তৈরি এই মাস্কটি রোমছিদ্রের মুখ খুলে দেয়, ব্রণ কমায়, পিগমেন্টেশন কমায়, ত্বক উজ্জ্বল করে, আর সেই সঙ্গে মুখ থেকে অকালে বয়সের দাগও কমায়!

ত্বকের বেস্ট মাস্ক

a27e971104513_2-1678431330136 বাজারের সেরা ফেস মাস্ক - The Best Face Mask In The Market
আরও পড়ুন,

তৈলাক্ত ত্বকের শিট মাস্ক


৪/ দ্য বডি কেয়ার লেমন পিল অফ ফেস মাস্ক (The Body Care Lemon Peel Off Mask)
ত্বকের লোমকূপ পরিস্কার করে ত্বক উজ্জ্বল করে তোলে,, এই ফেস মাস্ক এ কোনো রাসায়নিক নেই,,
ব্ল্যাকহেডস দূর করতে দারুন কার্যকরীত্বকে কোনও অ্যালার্জি, র‍্যাশ বা চুলকানি হয় না ,,খুব একটা দামী নয়।।

শিট মাস্ক ব্যবহারের নিয়ম

৫/ বায়োটিক বায়ো পিচ ক্ল্যারিফাইং অ্যান্ড রিফাইনিং পিল অফ মাস্ক (Biotique Bio Peach Clarifying and Refining Peel Off Mask)
এই মাস্কটিতে কোনওরকম প্রেজারভেটিভ দেওয়া নেই, ফলে ত্বকে কোনও রাসায়নিক বিক্রিয়া হয় না
নিমেষে ত্বক উজ্জ্বল করে তোলে,,যাদের অ্যাকনের সমস্যা আছে তারাও এই পিল অফ মাস্কটি ব্যবহার করতে পারেন।।ত্বকের গভীর থেকে ময়লা টেনে বার করে,,লোমকূপ সংকুচিত করতে সাহায্য করে,,,ত্বকে একটা ইভেন টোন দেয়,,সুন্দর লেবুর গন্ধ রয়েছে।।




By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *