বাড়ির ভিতরে এই গাছগুলি লাগাবেন না, অর্থলাভে বাধা হয়ে দাঁড়াবে – Do Not Plant These plants Inside The House, It Will Hinder Money
অনেকে ঘরে গাছ বিভিন্ন ধরনের গাছ লাগান। কিন্তু আপনি কি জানেন, এই গাছগুলির মধ্যে এমন গাছও রয়েছে,যেগুলি বাড়িতে লাগালে বাস্তু দোষ হয়। বাধা আসে বাড়ির উন্নতিতে। বাড়িতে কোন গাছগুলি লাগাবেন না-
বাস্তু মেনে ঘর সাজালে পরিবারে সুখ-স্বাচ্ছন্দ্য ও অর্থের জোগান থাকে বলে বিশ্বাস। বাস্তু অনুসারে কাজ করলে জীবনে কোনও সমস্যা হয় না। অন্যদিকে, যাঁরা বাস্তুর নিয়ম মানেন না, তাঁদের ঘরে বাস্তুদোষ দেখা দেয়। সমস্ত কাজে বাধা আসে।,
এই গাছগুলি জীবনে দুর্ভাগ্য এনে দিতে পারে
ভুল করেও যে গাছগুলি বাড়িতে লাগাবেন না-
ক্যাকটাস- বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে ক্যাকটাস গাছ লাগানো উচিত নয়। কাঁটা দেওয়া গাছ বাধা নিয়ে আসে জীবনে। তাই বাড়ির দরজার কাছে কখনও ক্যাকটাস লাগাবেন না।
বনসাই- বনসাই দেখতে খুবই আকর্ষণীয়। বাড়ির সৌন্দর্য বাড়াতে অনেকে পছন্দ করেন। কিন্তু বনসাই গাছ থেকে নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে।
তেঁতুল- বাস্তুশাস্ত্র অনুসারে দরজায় তেঁতুলের গাছ রোপণ করা উচিত নয়। এর ফলে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করে।
খেজুর- বাস্তুশাস্ত্র অনুসারে,বাড়িতে খেজুর গাছ লাগানো রাখা নয়। এর ফলে পরিবারের সদস্যরা নানাবিধ সমস্যায় পড়েন। আর্থিক অনটনের সম্মুখীন হন।
লঙ্কা- লঙ্কা গাছ রাখবেন না ঘরের দরজার সামনে। লঙ্কা স্বাদে ঝাল। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে এই গাছ লাগালে আপনার আর্থিক অবস্থা খারাপ হতে পারে।
বাবলা- বাবলা গাছের বিবিধ গুণের কথা বলা হয়েছে। নানা রোগের চিকিৎসায় সক্ষম বাবুল। কিন্তু এই গাছ কখনও বাড়ির ভিতরে বা কাছাকাছি লাগানো উচিত নয়। এই গাছ লাগালে ঘরে নেতিবাচক শক্তি আসে।
এই গাছগুলি লাগাবেন না, অর্থলাভে বাধা হয়ে দাঁড়াবে
কুল- কুল খেতে কে না পছন্দ করে! বাজারে টক ও মিষ্টি কুল পাওয়া যায়। কুল গাছও কাঁটাযুক্ত।
বাড়ির বাইরে যে সব গাছ অশুভ ফল দেয় তা হলো-
পূর্ব দিকে অশুভ গাছ-আম, অশ্বত্থ, জাম, কলা।
পশ্চিম দিকে অশুভ গাছ-আম, কলা, বট।
উত্তর দিকে অশুভ গাছ-ডুমুর, কলা।
দক্ষিণ দিকে অশুভ গাছ-আম।
দক্ষিণ-পশ্চিমদিকে অশুভ গাছ-কদম।
উত্তর-পূর্বদিকে অশুভ গাছ-কলা।
উত্তর-পশ্চিমদিকে অশুভ গাছ-যে কোনো কাঁটাযুক্ত গাছ।
বাস্তুমতে বাসস্থান সংলগ্ন জমির উত্তর-পশ্চিম দিকে বাগান করা উচিত।
বাগানের উত্তর-পূর্বদিকে বনৌষধি গাছ-গাছড়া লাগানো শুভ।
দক্ষিণ ও পশ্চিম দিকে যে গাছ লাগাবেন
বাড়ির দক্ষিণ বা পশ্চিম দিকে উঁচু গাছ লাগানো উচিত। বাস্তু মতে, ইতিবাচক শক্তির তরঙ্গ পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ ও উত্তর-পূর্ব থেকে দক্ষিণ-পশ্চিম কোণের দিকে প্রবাহিত হয়। তাই উত্তর ও পূর্ব দিকে কম ঘন এবং ছোট গাছ লাগানো উচিত। চাঁদনী, বেল, চামেলীর মতো সাদা রঙের ফুলের গাছ পশ্চিম দিকে লাগালে লাভের সুযোগ বৃদ্ধি পায়। বাচ্চাদের সৃজনশীল শক্তির বিকাশ ঘটায় এই সাদা রঙের ফুল গাছ।
দক্ষিণ-পূর্ব দিকে এই গাছ লাগান
বেদানা গাছ হৃদরোগ, সংগ্রহণী, বমনে লাভজনক ও শক্তিবর্ধক। একে বাড়ির বাইরে দক্ষিণ-পূর্ব দিকে লাগালে সুখ-সৌভাগ্য বৃদ্ধি পায়। লাল রঙের ফুল জীবনে নতুন শক্তি ও আশার সঞ্চার করে। তাই দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ দিকে লাল ফুলের গাছ লাগালে তা আমাদের প্রসিদ্ধি ও যশ প্রদান করে থাকে।
সমৃদ্ধি ও ইতিবাচক শক্তি বৃদ্ধি করে এই গাছ
বাস্তু শাস্ত্র অনুযায়ী মানিপ্লান্ট, বাঁশ এবং ক্রিসমাস ট্রি সমৃদ্ধি বৃদ্ধি করে থাকে। অশোক ও বাঁশ গাছ লাগালে পরিবারে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। পরিবারে সুখ-সমৃদ্ধির আগমন ঘটে এবং সদস্যদের পদোন্নতি হয়।।
Tags – Vastu Shastra