Spread the love

বাস্তু অনুযায়ী ঠাকুর ঘর নির্ধারণ – Determining The House According To The Habitat

IMG_20220613_201005-1655131231260 বাস্তু অনুযায়ী ঠাকুর ঘর নির্ধারণ - Determining The House According To The Habitat

বাস্তু মতে ঠাকুর ঘর কোন দিকে হলে তা সবচেয়ে শুভ


মন্দির বা বাড়ির ঠাকুর ঘর সবচেয়ে গুরুতপূর্ণ।। তাই ঠাকুর ঘর সাজান মনের মতো করে।।বাড়ির ঠাকুর ঘর এমন স্থানে থাকা উচিত, যেখানে গিয়ে ব্যক্তি নিজের সমস্ত দুশ্চিন্তা ভুলে যেতে পারে। বাস্তু শাস্ত্র মতে, ভুল স্থানে ঠাকুর ঘর নির্মাণ করলে সেই পরিবারের সদস্যদের জীবনে নানান সমস্যা দেখা দিতে পারে। তাই বাস্তু মেনে সঠিক স্থানে ঠাকুর ঘর নির্মাণ করা উচিত।

১.বাড়ির প্রবেশ দ্বারের সামনে মন্দির থাকলে, তাতে অশুভ ফল পাওয়া যায়।


২. যে বাড়িতে মন্দিরের ছায়া পড়ে, সেখানকার আর্থিক পরিস্থিতি খারাপ।


৩.আমাদের বাড়ির ঠাকুরঘরটি এমনদিকে নির্মাণ করতে হবে যাতে পুজো করার সময় আমরা পূর্বদিকে মুখ করে পুজো করতে পারি।


৪. অনেকেই বাড়ির প্রথম তলে মন্দির তৈরি করে থাকেন, কিন্তু বাস্তু মতে, মন্দিরের উচ্চতা এমন হওয়া উচিত যাতে ইশ্বরের পা ও আমাদের হৃদয়ের স্থান একই থাকে।


বাস্তু মেনে বাড়িতে ঠাকুরঘর কোনদিকে হওয়া উচিত জানেন কী


৫.বাস্তুর মতে আপনার বাড়ি যদি বড় হয়, তবে আলাদা ঘরে মন্দির তৈরি করুন। তবে যদি জায়গার অভাব থাকে তবে বাড়ির সঠিক স্থান নির্ধারণ করে ঠাকুর ঘর করবেন।


৬.ঠাকুর ঘরকে সাজিয়ে ফেলুন টাটকা ফুল দিয়ে৷ ঠাকুরঘরে প্রবেশের দরজার মাথায়, সিংহাসনে হলুদ-কমলা রঙের গাঁদা ফুল, রজনীগন্ধা, গোলাপ ও জুঁই ফুলের মালা দিয়ে ডিজাইনে সাজাতে পারেন৷


৭.টাটকা ফুলের মৃদু সুবাস ঘরের পবিত্রতা বাড়িয়ে দেবে বহুগুণ৷ জরির মালা, সোলার সাজসজ্জার বদলে টাটকা ফুল দিয়ে ঠাকুরঘর, ঠাকুরের আসন সাজানোই বাস্তুমতে ভালো।


৮.আলপনা বাস্তুমত ঠাকুরঘরের জন্য অত্যন্ত উপযোগী। আপনার কাঁচা-পাকা হাতের আলপনায় ঠাকুর ঘরের মেঝেকে সাজিয়ে নিন আপনার মনের মত করে৷


IMG_20220613_200951-1655131239631 বাস্তু অনুযায়ী ঠাকুর ঘর নির্ধারণ - Determining The House According To The Habitat


৯.বাস্তু মতে, ঠাকুর ঘরের রঙ সবসময় হাল্কা হওয়া দরকার। হলুদ, সবুজ বা হাল্কা গোলাপি রঙ উপাসনা ঘরের জন্য সঠিক।


১০.ইশ্বরের মন্দির কাঠ দিয়ে তৈরি করা সঠিক। যদি জায়গা থাকে তবে মার্বেল দিয়েও তৈরি করা যেতে পারে।


১১.ঠাকুরের সিংহাসনের দুপাশে বড় দুটো নকশা করা পিতলের প্রদীপ রাখতে পারেন।।৷

১২.অনেকেই শৌচালয়ের পাসে ঠাকুর ঘর তৈরি করে থাকেন। তবে বাস্তু মতে শৌচালয়ের পাশে ঠাকুর ঘর থাকলে বাস্তু দোষ উৎপন্ন হয়।


টয়লেটের কাছে ঠাকুর ঘর থাকলে এবং তা সরানো সম্ভব না-হলে শৌচালয়ের দরজা সব সময় বন্ধ রাখা উচিত। আবার ভুল দিকে ঠাকুর ঘর থাকা সত্ত্বেও সেখানে যদি পরিষ্কার-পরিচ্ছন্নতা থাকে, তা হলে বাস্তুদোষ নিজে থেকেই দূর হয়ে যাবে।


Tags – Life Style Vastu Tantra

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *