Spread the love

বাস্তু দোষ কাটাতে শুঁকনো লংকা ও নুন কে কাজে লাগান – Use Dried Chilli And Salt To Reduce Ecological Defects

শুকনো লঙ্কা দিয়ে আপনি আপনার জীবন সমস্যা হীন জিবন করে তুলুন,,দেখুন কিভাবে শুকনো লঙ্কার সহজ টিপস আপনার জীবনকে নিমেষের মধ্যে পাল্টে দেবে,, আপনার সকল ইচ্ছা কেউ পুরন করবে।।


IMG_20220619_150123-1655631286997 বাস্তু দোষ কাটাতে শুঁকনো লংকা ও নুন কে কাজে লাগান - Use Dried Chilli And Salt To Reduce Ecological Defects

বাস্তু দোষ দূর হবে নুনের ও শুকনো লঙ্কা গুণে, জেনে নিন কীভাবে ব্যবহার করবেন এই টোটকা


সফলতা অর্জন করতে শুকনো লঙ্কা কে ব্যাবহার করুন। একটি জগের মধ্যে শুকনো লঙ্কার রেখে দিন। পরে যার জন্য সফলতা চাইছেন তার মাথার দুপাশে দিয়ে এই জগের জল অন্যত্র ফেলে দিন। দেখবেন সফলতা কত তাড়াতাড়ি চলে এসেছে।

ধনসম্পত্তি বৃদ্ধি করতে ২ টা শুকনো লঙ্কাকে সাদা পরিস্কার রুমাল এর মধ্যে বেঁধে রাখুন, আর এই রুমাল আপনি যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিন। দেখবেন মা লক্ষী আপনার ঘরে আসবে।

শত্রু দমন করতে পাঁচটি শুকনো লঙ্কা মাটিতে পুঁতে দিন। একটি কাগজে করে শত্রুর নাম লিখে সেটিও মাটিতে পুঁতে দিন। কিছুদিন পরেই দেখবেন আপনার সহজেই শত্রু দমন হয়েছে।


বাস্তু দোষ কাটাতে বাড়িতে রাখুন এই জিনিসগুলি


নজর দোষ কাটাতে বাড়ির সদর দরজার ওপরে একটি পাতিলেবু এবং শুকনো লঙ্কা দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখুন। এতে আপনার গৃহের মধ্যে কোনো নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না।


শারীরিক জটিলতা, আর্থিক ক্ষতি, পারিবারিক অশান্তির কারণ হতে পারে এই নেতিবাচক শক্তি। এই সমস্যা দূর করতে হাতিয়ার করুন নুন দিয়ে। বাস্তু দোষ দূর হবে নুনের গুণে, জেনে নিন কীভাবে ব্যবহার করবেন এই টোটকা


IMG_20220619_150111-1655631302876 বাস্তু দোষ কাটাতে শুঁকনো লংকা ও নুন কে কাজে লাগান - Use Dried Chilli And Salt To Reduce Ecological Defects



ঘর মোছার সময় বালতিতে ১ চামচ নুন ফেলে দিন। সেই নুন দিয়ে ঘর মুছুন। এতে দোষ কেটে যাবে। তেমনই ঘরের জীবাণুও দূর হয়। তেমনই মানসিক অবসাদ কাটাতে হাতিয়ার করতে পারেন নুন।


নানা কারনে মানসিক অবসাদে ভুগছেন অনেকে। অনেক সময় নেতিবাচক শক্তি কিংবা বাস্তুদোষ এই অবসাদের কারণ হতে পারে। তাই ঘরের এক কোণে বাটি জল নিন। তাতে অল্প পরিমাণ নুন দিন। সেই জল ঘরের কোণায় রেখে দিন। এতে দূর হবে বাস্তুদোষ।


স্নানের সময়ও নুন জলে স্নান করতে পারেন। স্নানের বালতিতে চিমটে নুন ফেলে দিন। এই জল দিয়ে স্নান করুন। এতে আপনার ওপর যদি কারও কু দৃষ্টি পরে তা হলে তা দূর করে।


নুন রোগ, জীবাণ, ব্যাকটেরিয়া দূর করতে বেশ উপকারী। কোনও রকম জীবাণু সংক্রমণ থেকে মুক্তি পেতেও নুনকে হাতিয়ার করুন।



Tags – Vastu Shastra Life Style

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *