Spread the love

বিয়ের পরে মহিলারা কী সার্চ করেন গুগলে – What Women Search After Marriage On Google

বিয়ের পর মহিলারা সবথেকে বেশি কী সার্চ করেন গুগলে? জানতে চান! নববিবাহিত মহিলাদের গুগল সার্চ আপনাকে চমকে দিতে পারে। জেনে নিন কী কী সার্চ করে থাকেন তাঁরা বিয়ের পর প্রতিটি মেয়ের জীবনই পুরোপুরি বদলে যায়। এই পরিস্থিতিতে বিয়ের পরে মেয়েদের মনে নানা প্রশ্ন আসতে থাকে। গুগল বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন। যখন যা জানার কৌতূহল হয় সঙ্গে সঙ্গে গুগলে তা সার্চ করেন কমবেশি সবাই। বিশ্বের প্রায় প্রতিটি প্রশ্নের উত্তর সংরক্ষিত আছে গুগলে। বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও এই নিয়ম পরিবর্তন হয় না। মনে প্রশ্ন এলেই তাঁরা প্রথমে তা গুগলে সার্চ করেন। সম্প্রতি গুগল সার্চের একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে। গুগলের এই ডেটা প্রকাশ্যে আসার পরেই হইচই পড়ে গিয়েছে। এই রিপোর্টে দেখা গিয়েছে, বিয়ের পর মহিলারা গুগলে সবচেয়ে বেশি কী সার্চ করেন…

গুগলের প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, মহিলারা তাঁদের স্বামীর পছন্দের বিষয়টি জানতে চান। এটিই সবচেয়ে বেশি সার্চ করেন তাঁরা। বিয়ের পর প্রতিটি নারীর মনেই প্রশ্ন থেকে যায় কীভাবে তাঁর স্বামী এবং পরিবারের মন জয় করা যায়।


IMG_20220717_132725-1658044665212 বিয়ের পরে মহিলারা কী সার্চ করেন গুগলে - What Women Search After Marriage On Google

মহিলারা কি জানতে চান বিয়ের পর



মেয়েরা প্রায়ই এটি সার্চ করে থাকেন। কীভাবে স্বামীকে হাতে রাখা যায়। কীভাবে স্বামীকে নিজের সঙ্গে একমত করা যায়, তাও খেয়াল রাখেন তাঁরা। এটিও সার্চ করেন।

মেয়েরা কিন্তু শুধুই স্বামীর পছন্দ-অপছন্দের খেয়াল রাখেন, তাই নয়। বরং তার সঙ্গে পরিবারের দিকও খেয়াল রাখেন তাঁরা। পরিবার পরিকল্পনার কথা সব সময়ই খেয়াল করেন।

তাই তাঁদের সার্চ হিস্ট্রিতে এই তথ্য পাওয়া যায়। এর পাশাপাশি তাঁদের স্বামীর স্বাস্থ্য নিয়েও চিন্তা করতে হয়। সেই কথাও গুগলে সার্চ করেন তাঁরা।

বিয়ের পর মেয়েরা কীভাবে তাঁরা স্বামী ও তাঁর পরিবারের মন জয় করবেন, এই বিষয়ে অবশ্যই সার্চ করেন। এছাড়াও সংসারের দায়িত্ব কীভাবে নিতে হবে, সেটাও জানতে চান মহিলারা।


মহিলারা কী সার্চ করেন গুগলে


IMG_20220717_132734-1658044664909 বিয়ের পরে মহিলারা কী সার্চ করেন গুগলে - What Women Search After Marriage On Google


নারীরা কীভাবে তাদের স্বামীর মন জয় করবেন কিংবা খুশি রাখবেন তাও অনুসন্ধান করেন গুগলে। এই সমীক্ষায় আরও উঠে এসেছে, ‘কোন কৌশলে স্বামীকে স্ত্রীনিষ্ঠ করা যায়’।


বিয়ের পর সন্তান ধারণের উপযুক্ত সময় কখন?’ সাধারণত স্ত্রীদের প্রায়ই সন্তান-ধারণ বিষয়টি নিয়ে আলাদা উত্তেজনা ও উৎকণ্ঠা থাকে।


নারীরা গুগল সার্টে জানার চেষ্টা করেন চান বিয়ের পর তাদের নতুন পরিবারে তাদের আচরণ কেমন হওয়া উচিত, কীভাবে তারা সেই পরিবারের, শ্বশুরবাড়ির সদস্য হয়ে উঠবেন ইত্যাদি।


কীভাবে আপনার পরিবারের দায়িত্ব পালন করবেন ইত্যাদি। এমনকি বিয়ের পর কীভাবে নিজের ব্যবসা চালানো উচিত কিংবা পরিবার কীভাবে ব্যবসা পরিচালনা করতে সাহায্য ও সহযোগিতা করতে পারে এসব বিষয় জানার জন্যও গুগলে সার্চ করেন।




Tags – Life Style

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *