বিয়ের মরসুমে আকর্ষণীয় জেল্লাদার ত্বক পেতে কি করবেন – Attractive Jelladar Skin During Wedding Season
বিয়ের মরসুমে আমাদের একের পর এক বিয়ে বাড়ির ইনভাইট থাকবে,, তাই এই ক’দিনের মধ্যেই ত্বককে জেল্লাদার করে তুলতে আমরা মুখে কতই না কিছুই মুখে মাখি,,, কিন্তু সেগুলো বাদ দিয়ে আমি যদি বলি কিছু টিপস্ ফলো করেই আপনি পেয়ে যেতে পারেন আকর্ষণীয় জেল্লাদার ত্বক…….তবে তার জন্য কিছু নিয়ম মেনে চলতেই হবে…….
ত্বকের জেল্লা ধরে রাখতে এই নিয়মগুলি মেনে চলবেন
প্রতি দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে ক্লেনজার দিয়ে ভাল করে মুখ পরিষ্কার করুন। এর পর লাগান টোনার। যে কোনও ধরনের ত্বকের জন্য গোলাপ জলের চেয়ে ভাল টোনার আর হয় না। আর টোনার আপনার ত্বককে ভিতর থেকে পুষ্টি জোগাবে।।।
এরপর ময়শ্চারাইজার ব্যবহার করুন। বয়স পঁয়ত্রিশ না হলে অ্যান্টি এজিং ক্রিম বা সেরাম ব্যবহার করবেন না। আমরা অনেকেই অনেক রাতে খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরলে আর মেক আপ তোলার চেষ্টা করি না। এই ভুল আর নয়। যত ক্লান্তই থাকুন, ত্বক পরিষ্কার রাখতে নিয়মিত মেক আপ তুলুন। ।
দাগছোপহীন জেল্লাদার ত্বক পেতে যা করবেন
শরীরের টক্সিন দূর করতে সবচেয়ে কার্যকর উপায় এক গ্লাস লেবু জল এড়িয়ে চলুন অতিরিক্ত তেল-মশলা। আপনার ত্বকের জন্য উপযুক্ত কোনও ক্লিনজার বা টোনার ব্যবহার করুন। বাইরে বেরনোর সময় শরীরের খোলা অংশে অবশ্যই সানস্ত্রিন ব্যবহার করুন। মেক আপ করার দরকার পরলে বাড়ি ফিরে অবশ্যই ক্লিনজার ও টোনার সহযোগে ভাল করে মেক আপ তুলে ময়শ্চারাইজার মাখুন।
বিয়ের মরসুমে ত্বকের জেল্লা বাড়াবেন কীভাবে
সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না যেন
শুধু গরম কালে নয়, শীতকালেও সূর্যের ইউভি রশ্মির প্রভাব বেশ ভালই থাকে। তাতে ত্বকের নানা ক্ষতি হতে পারে। সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে পিগমেন্টেশন, ট্যান, টান-টান ভাব ইত্যাদির সমস্যা দেখা যায়। তাই শীতকালে বাড়ির বাইরে বের হলেই SPF 30 ও PA+++ সহ সানস্ক্রিন ব্যবহার করুন।
ঝলমলে উজ্জ্বল ত্বক পাওয়ার টিপস্
ময়েশ্চারাইজার
শরীরের তুলনায় মুখের ত্বকে কম তেলগ্রন্থি থাকে, তাই ডিহাইড্রেশনের সম্ভাবনা সবচেয়ে বেশি হয়। ল্যানোলিন, শিয়া বাটার, পেট্রোলিয়াম জেল, হায়ালুরোনিক অ্যাসিড-যুক্ত ময়েশ্চারাইজারগুলি এই আবহাওয়ায় ব্যবহার করুন।
হ্যান্ড ক্রিম কাছেই রাখুন
প্রতিবার হাত ধোওয়ার পর, আর্দ্রতা ফিরে পেতে নন-গ্রিসি হ্যান্ড ক্রিম ব্যবহার করুন। জোজোবা তোল, শিয়া বাটার ও ডাইমেথিকোন-যুক্ত হ্যান্ড ক্রিম ব্যবহার করলে হাত থাকবে সুন্দর, মসৃণ ও কোমল।
ত্বকের জেল্লা ফেরাতে কি করা উচিত
ফেস মাস্ক
এই সময় ত্বককে শান্ত, কোমল, ময়েশ্চারাইজড করে তোলার জন্য পছন্দ মত ফেসমাস্ক প্রয়োগ করতে পারেন। তাতে ত্বক থাকে উজ্জ্বল ও আর্দ্র।
গোলাপজল আইস ফেস প্যাক
জেল্লাদার ত্বক পাওয়ার উপায়
টোনার হিসেবে এটি ত্বকের জন্য অত্যন্ত ভালো কাজ করে। মেক-আপ তোলার জন্য এটি ব্যবহার করা যেতে পারে।
গোলাপজল আইস ট্রে’তে জমিয়ে আইস কিউব বানিয়ে রেখে দিন। মেক-আপ তোলার সময় আইস কিউব টোনার হিসেবে ব্যবহার করে মেকাপ তুলতে পারেন।।।।