Spread the love

ব্রণর সমস্যা? ত্বক উজ্জ্বল করতে হলুদ ব্যবহার করুন – Acne Problem? Use Turmeric To Brighten The Skin


ত্বকের যত্নে হলুদের জুড়ি মেলা ভার। রূপটানের কথা উঠলে প্রথমে থাকবে হলুদের নাম। মুখের নিষ্প্রাণ বিবর্ণভাব কাটিয়ে সতেজ উজ্জ্বলতা এনে দিতে, মুখের কালো দাগছোপ হালকা করতে, ব্রণ-ফুসকুড়ি নির্মূল করার কাজে, মুখের যে কোনও প্রদাহ কমাতে হলুদের ব্যবহার বহু প্রাচীন।




IMG_20221204_194624-1670163396917 ব্রণর সমস্যা? ত্বক উজ্জ্বল করতে হলুদ ব্যবহার করুন - Acne Problem? Use Turmeric To Brighten The Skin

ব্রন দূর করতে কাচা হলুদের ব্যবহার

নীচে কয়েকটা দুর্দান্ত হলুদের প্যাকের কথা বলে দিলাম আমরা৷ ব্যবহার করুন আর দেখুন কেমন আপনার ধারেকাছেও ঘেঁষতে পারছে না ব্রণ।।


মধু আর হলুদ

এক চাচামচ হলুদ আর আধ চাচামচ মধু মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। ব্রণর উপর লাগিয়ে দশ-বারো মিনিট রেখে ধুয়ে ফেলুন। ব্রণ না শুকোনো পর্যন্ত দিনে একবার লাগাতে হবে।


হলুদ আর টক দইয়ের মাস্ক

দু’ টেবিলচামচ টকদই আর আধ চাচামচ হলুদ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। ব্রণর জায়গাগুলোতে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।


নিমপাতা ও কাঁচা হলুদ মুখে দিলে কি হয়

নিম আর হলুদ

১০-১২টা টাটকা নিমপাতা আর অল্প হলুদগুঁড়ো। নিমপাতাগুলো জলে ফুটিয়ে বেটে নিন। এবার তাতে হলুদগুঁড়ো মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। ব্রণর উপর লাগান। শুকিয়ে গেলে ঠান্ডা জলের ঝাপটায় ধুয়ে ফেলুন।


মুখে কাচা হলুদের উপকারীতা


চন্দন আর হলুদ


দু’ টেবিলচামচ চন্দনগুঁড়ো নিন (পরিমাণমতো চন্দন বেটেও নিতে পারেন)। তার সঙ্গে আধ চাচামচ হলুদগুঁড়ো (বাটা হলেও চলবে) আর পরিমাণমতো গোলাপজল দিয়ে ভালোভাবে মিশিয়ে পেস্ট করে নিন।


Screenshot_3-1670163397084 ব্রণর সমস্যা? ত্বক উজ্জ্বল করতে হলুদ ব্যবহার করুন - Acne Problem? Use Turmeric To Brighten The Skin

ত্বকের ব্রণ দূর করতে হলুদের ব্যবহার


চোখের নিচে কালচে দাগ


অনেকের চোখের নিচে কালচে দাগ পড়ে। এই কালো দাগ তুলতেও কার্যকরী ভূমিকা নেয় হলুদ। এক্ষেত্রে হলুদ বাটার সঙ্গে ২ চামচ টক দই, ১ চামচ চালের গুঁড়ো, ১ চামচ মধু মিশিয়ে নিতে হবে। তার পর ওই মিশ্রন হাত, পা, মুখে ভাল করে লাগাতে হবে।২০ মিনিট পরে ঠান্ডা জলে হাত-মুখ ধুয়ে নিন।।


ত্বক হবে ঝকেঝকে! বাড়তি যত্নে শুধু এক চিমটে হলুদ


ত্বকের প্রদাহ কমাতে

যাদের ত্বক সেনসিটিভ, একটুতেই মুখে জ্বালা করে, ত্বক লালচে হয়ে যায়। হলুদের প্যাক প্রদাহ কমিয়ে ত্বক শীতল রাখতে পারে। এক চাচামচ পরিমাণ হলুদবাটার সঙ্গে আধ চাচামচ পরিমাণ অ্যালো ভেরা জেল আর এক চাচামচ গোলাপজল মিশিয়ে নিন। এরপর ত্বকে অ্যাপ্লাই করুন,,।।


ত্বকের যত্নে হলুদ


খোস-পাঁচড়ার মতো চর্মরোগ সারাতে পরিমাণ মতো হলুদ বাটার সঙ্গে কচি নিমপাতা ভাল করে বেটে নিয়ে গায়ে লাগাতে হবে। পর পর কয়েকদিন লাগালে নিশ্চিতভাবে চর্মরোগের উপশম হবে।




Tags – Skin Care Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *