Spread the love


ব্রণ থেকে চিরতরে মুক্তির উপায় ৭ টি ঘরোয়া পদ্ধতিতে – How To Remove Pimples
At Home Fast?

IMG_20210917_232916 ব্রণ থেকে চিরতরে মুক্তির উপায় ৭ টি ঘরোয়া পদ্ধতিতে - How To Remove Pimples At Home Fast?

ব্রণ দূর করার ঘরোয়া উপায়

ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে আপনার মুখে ব্রণ দেখতে পারছেন? এতে খুব
বিরক্তি লাগছে। ঝট পট এর থেকে মুক্তি পেতে নিচে দাওয়া টিপস্ গুলো ফলো করুন।।


শসার রস: ব্রণ দূর করতে শসার রস খুব ভালো কাজ করে।। শসার রস দিয়ে আপনি
আপনার মুখ পরিষ্কার করতে পারেন। আপনি এটি আইস কিউবগুলি তৈরি করতে ব্যবহার করতে
পারেন। এতে আপনি খুব উপকার পাবেন।।
কাচা হলুদ: কাচা হলুদ আমাদের পেটের সমস্যা সমাধান করার সাথে ত্বকের
কাজেও ব্যাবহৃত হয়। কাচা হলুদ আর সামান্য চন্দনের গুঁড়ো নিয়ে একটা প্যাক
বানিয়ে ফেলুন এবং মুখে ভালো করে ম্যাসাজ করুন কিছুক্ষণ পর ঠান্ডা জল দিয়ে
ধুয়ে ফেলুন দেখবেন ব্রণ অনেকটা কমে গেছে।।
IMG_20210917_233210 ব্রণ থেকে চিরতরে মুক্তির উপায় ৭ টি ঘরোয়া পদ্ধতিতে - How To Remove Pimples At Home Fast?

ব্রণ দূর করার উপায় কী ?

তুলসীর রস: তুলসীর রস আমাদের ব্রোনো দূর করতে অনেকটা কাজে লাগে। ব্রণের
জায়গাগুলিতে অল্প করে তুলসির রস কিছুক্ষণ দিয়ে রাখলে তারপর জল দিয়ে ধুয়ে
ফেললে ব্রোনো অনেক তাড়াতাড়ি কমে যায়।
অ্যালোভেরা জেল: দিনে দুবার করে অ্যালোভের দিয়ে মুখে ম্যাসাজ করলে
ব্রণের দাগ তাড়াতাড়ি দূর হয়ে যায় এর পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বেড়ে
যায়।।

ছেলেদের মুখে ব্রণ দূর করার উপায়

টমেটো রস: একটা বড় আকারের টমেটো কেটে তার থেকে রস বের করে এবং
কিছুটা পরিমাণের শসার রস নিয়ে দশ মিনিট ফেস এ রাখুন।কিছুটা শুকিয়ে গেলে জল
দিয়ে ধুয়ে ফেলুন এতে ব্রণের দাগ সারাতে অনেক সাহায্য করে ,এর পাশাপাশি রোদে
পোড়া দাগ গুলো কমে যায়।।।

নিম পাতা দিয়ে ব্রণ দূর করার উপায়

নিমপাতা: পাঁচটা নিম পাতা ভালো করে ধুয়ে পিষে নিতে হবে। এর মধ্যে
এক চামচ মুলতানি মাটি, অল্প গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করতে হবে। প্যাকটা
সপ্তাহে দু তিন দিন ব্যবহার করুন দেখবেন ব্রোনো দ্রুত কমে গিয়েছে।।
IMG_20210917_233221 ব্রণ থেকে চিরতরে মুক্তির উপায় ৭ টি ঘরোয়া পদ্ধতিতে - How To Remove Pimples At Home Fast?
ব্রণ হওয়ার মূল বসন্ত কারণ এর মধ্যে অন্যতম কারণ হলো ত্বক অপরিষ্কার রাখা
।আপনাদের মাথায় রাখতে হবে ত্বক সব সময় পরিষ্কার রাখতে হবে ।ত্বক পরিষ্কার
রাখার জন্য আপনারা অ্যালোভেরা জেল ,পেঁপের রস শসার রস ,এমনকি গোলাপ জলের
ব্যবহার করতে পারেন ।এতে আপনাদের ত্বক পরিষ্কার হওয়ার সাথে সাথে ত্বক কোমল হবে
এবং উজ্জ্বলতা বাড়বে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *