Spread the love

ভিনিগার দিয়ে ত্বকের যত্ন নিন – Take Care Of The Skin With Vinegar


শুধু রান্নার স্বাদ বৃদ্ধিতেই নয়, আপনার ত্বক সুস্থ রাখতেও ভিনিগার দারুণ কাজের। ভিনিগারের অ্যাসেটিক, ম্যালিক আর সাইট্রিক অ্যাসিড আর সেই সঙ্গে নানাধরনের জরুরি ভিটামিন আর এনজ়াইম ত্বকের পক্ষে দারুণ উপকারী। প্রতিদিনের বিউটি রুটিনে ভিনিগার রাখলে ত্বকের ছোটখাটো সমস্যা থেকে সহজেই মুক্তি পেতে পারেন আপনি।

ত্বক সুন্দর রাখতে ভীষণ কার্যকরী ভিনেগার। ভিনিগারের অ্যাসেটিক, ম্যালিক আর সাইট্রিক অ্যাসিড আমদের ত্বক কে সুন্দর রাখে।প্রতিদিনের বিউটি রুটিনে ভিনেগার রাখলে ত্বকের ছোটখাটো সমস্যা থেকে সহজেই মুক্তি পেতে পারেন-


ত্বকের সমস্যায় ম্যাজিকের মতো কাজ করে অ্যাপেল সিডার ভিনিগার!


রূপচর্চায় অ্যাপেল সাইডার ভিনিগারকে কাজে লাগালে ত্বকের ভিতরে ক্যাটাচিনের মাত্রা বাড়তে শুরু করে। নিয়মিত এটি লাগালে ত্বকের বলিরেখা দেখা যায় না। ফলে ত্বকের বয়স কমে।


সারা দিন রোদে ঘুরে যদি ত্বকে পুড়ে কালো হয়ে যায়, তবে কোনও চিন্তা নেই! হাতের কাছে অ্যাপেল সিডার ভিনিগার থাকলে এক বালতি স্নানের জলে আধ কাপ অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে স্নান সেরে ফেলুন। যে কারণে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পাবে।

মাঝেমাঝেই মুখে ব্রণ হচ্ছে! সমাধান রয়েছে ভিনিগারে। তুলোয় করে ভিনিগার নিয়ে ব্রণয় লাগান, ঝটপট শুকিয়ে যাবে সমস্ত ব্রেকআউট। ভিনিগার স্বভাবতই অ্যান্টিসেপটিক আর অ্যান্টিব্যাকটেরিয়াল, তাই ইনফেকশনের ভয় কিছু নেই।



IMG_20220712_230403-1657647264128 ভিনিগার দিয়ে ত্বকের যত্ন নিন - Take Care Of The Skin With Vinegar

ত্বকের পরিচর্যা করুন ভিনেগার ও জলের মিশ্রণ দিয়ে, জেনে নিন এর উপকারিতা


মাথার ত্বক অর্থাৎ স্ক্যাল্প বেশি শুকনো হয়ে গেলে খুসকির উপদ্রব শুরু হয়, তা ছাড়া চুলকানির সমস্যা হওয়াও খুব স্বাভাবিক। এই সমস্যা থেকে বাঁচতে ভিনিগার ব্যবহার করে দেখুন। চুল ফাঁক করে করে ভিনিগার লাগিয়ে খানিকক্ষণ ভালো করে মাসাজ করুন। তারপর শ্যাম্পু করে নিন।



ভিনিগারে অ্যাস্ট্রিনজেন্টের গুণ রয়েছে, তাই যাঁদের ত্বক তেলতেলে তাঁরা টোনারের মতো করে ভিনিগার ব্যবহার করতে পারেন।


ভিনেগারে অ্যাস্ট্রিনজেন্টের গুণ রয়েছে, তাই যাদের ত্বক তেলতেলে তারা টোনারের মতো করে ভিনেগার ব্যবহার করতে পারেন। এক চামচ জলে দু’ তিন ফোঁটা ভিনেগার মিশিয়ে তুলোয় করে মুখ মুছে নিন। তৈলাক্তভাব দূর হয়ে মুখ সতেজ হয়ে উঠবে, ব্রণও কাছে ঘেঁষতে পারবে না।


দূষণের কারণে ত্বক হয়ে পড়ে শুষ্ক ও নির্জীব। এই ভিনিগারে থাকা ভিটামিন বি-১, বি-২, বি-৬ এবং সি ত্বক মসৃণ ও কোমল করে।


নিয়মিত ব্যবহারে অ্যাপল সাইডার ভিনিগার ব্যবহারে বয়সের ছাপ যেমন- ভাঁজ, বলিরেখা, দাগ ও অন্যান্য সমস্যা কমায়।


একটা বাটিতে মধু নিন। এতে ভিনিগার নিয়ে ভালো মতো মেশান। মিশ্রণটি মুখে মেখে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর কুসুম গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর ত্বকের লোমকূপ বন্ধ করতে বরফের টুকরা ঘষুন। এতে ত্বক হবে টান টান।এই মাস্ক ব্যবহারে ত্বক মসৃণ হবে, ত্বক গভীর থেকে পরিষ্কার হবে এবং প্রদাহ কমবে।


Tags – Skin Care Skin Care Summer Skin Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *