Spread the love

মসৃণ ও উজ্জ্বল ত্বক পেতে আলুর ব্যাবহার – Use Potatoes To Get Smooth And Radiant Skin

IMG_20220615_160700-1655289431583 মসৃণ ও উজ্জ্বল ত্বক পেতে আলুর ব্যাবহার - Use Potatoes To Get Smooth And Radiant Skin

মসৃণ ও উজ্জ্বল ত্বকের জন্য আলুর ফেস প্যাক


ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে আলু দারুন কাজে লাগে।।। এতে থাকা অ্যাসিডিক উপাদান দ্রুত সময়ে ত্বকের কালচে দাগ দূর করতে পারে। এছাড়া মসৃণ ও কোমল ত্বক আমাদের দান করে। ভাজা হোক কিংবা সেদ্ধ, আলুর যে কোনও রান্না সকলেই পছন্দ করে। তবে কেবল খাওয়া নয়, রূপচর্চাতেও আলুর গুরুত্ব আছে। আলুর ব্যবহারে ত্বক উজ্জ্বল হয়, মুখের দাগছোপ কমে, ত্বকে বার্ধক্যের ছাপ আসতে দেয় না, ডার্ক সার্কেলও এক নিমেষে উধাও হয়।


জেনে নিন কীভাবে ব্যবহার করবেন আলুর ফেস প্যাক।


** ১ টেবিল চামচ আলুর রসের সঙ্গে ২ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। মুখ ও গলার ত্বকে মিশ্রণটি লাগিয়ে রাখুন। তারপর ধুয়ে ফেলুন। ত্বককে ময়েশ্চারাইজ করবে প্যাকটি। ত্বক থাকবে কোমল এবং উজ্জ্বল।


**১ টেবিল চামচ আলুর রস ও ১ টেবিল চামচ টমেটোর রস মিশিয়ে নিন একসঙ্গে। এবার ১ টেবিল চামচ মধু দিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত।

**১ চা চামচ আলুর রস এবং ১ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণে আধা চা চামচ মধু দিয়ে ব্লেন্ড করুন। মুখে ও গলায় লাগিয়ে রাখুন। ত্বকের অতিরিক্ত তেল দূর হবে।

দাগহীন উজ্জ্বল ত্বক পেতে ব্যবহার করুন আলুর ফেস প্যাক!

**একটা সেদ্ধ আলু খোসা ছাড়িয়ে চটকে নিন। তাতে এক টেবিল চামচ দুধ, হাফ টেবিল চামচ ওটস, এক চা চামচ লেবুর রস মেশান ভাল করে। মসৃণ পেস্ট তৈরি করুন। এটি মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। তারপর হালকা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।এই ফেস মাস্ক ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে, ধুলো-ময়লা দূর করে এবং ত্বককে ময়েশ্চারাইজ করে।


**আলুর মধ্যে থাকা পটাশিয়াম ত্বকের বয়স কমিয়ে দেয়।এছাড়াও আলুতে থাকে বিভিন্ন ফাইবার, খনিজ, ভিটামিন।যা ত্বকের মধ্যে রক্ত সঞ্চালন ভালো রাখে,, তাই একটা আলু কেটে ত্বকে ম্যাসেজ করতে পারেন কয়েক মিনিট।


IMG_20220615_160650-1655289431892 মসৃণ ও উজ্জ্বল ত্বক পেতে আলুর ব্যাবহার - Use Potatoes To Get Smooth And Radiant Skin



**আলু পাতলা করে কেটে নিয়ে চোখের উপর চাপা দিয়ে ১৫ মিনিট রাখুন। কমবে চোখের ফোলাভাব। সেই সঙ্গে আলু থেঁতো করে নিয়ে চোখের নীচে মলমের মতো লাগান। এতে কমবে ডার্ক সার্কলও। আলুর রস তৈরি করে ফ্রিজে রাখুন। কোথাও যাওয়ার আগে ফ্রিজ থেকে তা বের করে ১০ মিনিট মুখে লাগিয়ে রাখুন।



Tags – Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *