Spread the love

মাত্র ৫ মিনিটেই পূজোর মেকাপ সম্পূর্ণ করুন – 5 Minute Makeup Tips In Bengali


৫ মিনিটে কিভাবে মেকআপ করব : পুজোর সময় অঞ্জলী দিয়ে বন্ধুদের সাথে ঘুরতে বেরোনোর আগে রেডি হওয়া এর জন্য আমাদের হাতে একেবারই সময় থাকে না,,,কিন্তু সারা বছর যেমন তেমন ভাবে কাটানো যায় কিনতু পূজোর সময় একটু মেকাপ না করলে হয়….. আচ্ছা হাতে যদি মিনিট পাঁচেক সময় থাকে, তার মধ্যে চটজলদি তৈরি হতে গেলে কী কী করতে হবে? সেটি দেখুন একবার —-


IMG_20230928_113201-1695881905785 মাত্র ৫ মিনিটেই পূজোর মেকাপ সম্পূর্ণ করুন - 5 Minute Makeup Tips In Bengali

মেকআপ করুন মাত্র ৫ মিনিটে! পূজোর আগেই শিখে নিন সহজ টেকনিক

ফাস্ট ত্বক পরিষ্কার করুণ


মুখের জমে থাকা ময়লা ও ক্লান্তি কাটানোর জন্যে প্রথমে আপনি মুখ পরিষ্কার করুণ…!! ভাল করে মুখ পরিষ্কার না করলে সারা দিনের তেল, ধুলো-ময়লা মুখে জমে থাকবে। তার উপর মুখে যা-ই মাখুন না কেন, ত্বকের জেল্লা ফুটবে না।


বিবি ক্রিম

এই গরমে ফাউন্ডেশন ব্যবহার না করে মুখে মাখতে পারেন বিবি ক্রিম। ফাউন্ডেশনের মতো ভারী না হলেও মুখের খুঁত ঢাকার কাজ ভালই করতে পারে এই ক্রিম।


অষ্টমীর সাজ


চোখের মেকআপ

এক মিনিটের মধ্যে ভুরু এঁকে, চোখে কাজল পরে নিন। চাইলে মাস্কারাও লাগাতে পারেন চোখের পাতায়।


IMG_20230928_113120-1695881906688 মাত্র ৫ মিনিটেই পূজোর মেকাপ সম্পূর্ণ করুন - 5 Minute Makeup Tips In Bengali

পূজোর সাজ

আইল্যাশ কার্ল করা

অনেকেই মেকআপ করার ক্ষেত্রে এই বিষয়টি গুরুত্বই দেন না। কিন্তু আইল্যাশ কার্ল করার ফলে আইল্যাশগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর বেশি করে মাশকারাও লাগাতে হয় না। তাই মাশকারা লাগানোর আগে আইল্যাশ কার্ল করে নিতে ভুলবেন না।


5 minute makeup tips for beginners


ঠোঁট এবং গাল রাঙাতে

আলাাদা করে গালে টিন্ট বা ব্লাশ মাখার প্রয়োজন নেই। লিপস্টিক পরার পর তাই দিয়েই গালের দু’পাশে আঙুল দিয়ে ভাল করে স্মাজ় করে নিন।


সেটিং স্প্রে বা ফিক্সার

সবশেষে গালের একেবারে উপরের দিকে সামান্য একটু হাইলারটার দিয়ে ফিক্সার স্প্রে করে নিন। ফিক্সার মেখে আধ মিনিট ফ্যানের তলায় থাকুন। ব্যস, আপনি রেডি। দেখবেন সবাই আপনার দিকেই তাকিয়ে আছে।।


আরোও পড়ুন,

Durga Puja Saree Look – এবার পূজোতে এই ট্রেডিং শাড়ি বাজার কাপাবে! দেখে নিন



Tags – Meckup Tips, Beauty Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *