মানি প্ল্যান্টে সম্পর্কে কিছু তথ্য যা মানলে ঘুরবে ভাগ্যের চাকা, হতে পারেন কোটিপতি – Some Information About Money Plant That Will Turn The Wheel Of Fortune, Can Be A Millionaire
বাড়িতে গাছপালার রোপন করলে একদিকে যেমন বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পায় তেমন অন্যদিকে বাড়িতে অক্সিজেনের মাত্রা অনেকটাই বেড়ে যায়। বাড়ির ব্যালকনিতে গাছ লাগানো যায় তাহলে মনের শান্তি বৃদ্ধি পায় এবং বাড়িতে একটি ইতিবাচকতা তৈরি হয়ে যায়। তবে বাস্তুশাস্ত্র এমন কিছু গাছ আছে যেগুলি শুধুমাত্র বাড়ির ভেতরে লাগানো যায় আবার এমন কিছু গাছ আছে যেগুলি শুধুমাত্র বাড়ির বাইরে লাগানো যায়। সঠিক জায়গায় সঠিক দিকে যদি বৃক্ষরোপণ করা যায় তাহলে সেটি উপকারী প্রমাণিত হতে পারে।
এই নিয়ম মেনে বাড়িতে লাগান Money Plant, হবেই অর্থের বৃষ্টি
মানিপ্লান্ট আপনি যদি সঠিক জায়গায় রোপন করতে পারেন তাহলে আপনার জীবনে হতে পারে প্রচুর অর্থ। চলুন জেনে নেওয়া যাক কোন কোন দিকে আপনি মানিপ্লান্ট লাগাতে পারবেন।
মানিপ্ল্যান্ট লাগানোর নিয়ম:–
মানি প্ল্যান্ট সব সময় সঠিক দিকে লাগানো প্রয়োজন।
এটি সর্বদা দক্ষিণ-পূর্ব দিকে যদি আপনি লাগাতে পারেন তাহলেই শুভ ফল পাবেন আপনি।
বাস্তুশাস্ত্র অনুযায়ী মাটিতে সরাসরি এই গাছ রোপন করবেন না। এই গাছের পাতা মাটির দিকে যেন বেড়ে না যায় সেই দিকেই নজর রাখতে হবে।
গাছটি পরিষ্কার জায়গায় রাখলে তবেই সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে আপনার বাড়িতে।
কথায় আছে এই গাছ যত দ্রুত এগোতে থাকে, ব্যক্তির আয় ততো দ্রুত বৃদ্ধি পায়।
বাস্তু মেনে বাড়িতে রাখুন মানি প্লান্ট, কী ভাবে যত্ন নেবেন জেনে নিন
ইদানিং মানি প্ল্যান্টের চাহিদা খুবই বেশি। কেউ সুন্দর বোতলে, কেউ টবে আবার কেউ মাটিতেই লাগাচ্ছেন,, এই গাছ বাড়িতে রাখতে পারলে তার উপকারিতা অনেক। বাস্তুমতে এই গাছ বাড়িতে রাখলে নাকি মন ভালো হয়। যাবতীয় নেতিবাচকতা মন থেকে দূর হয়ে যায়। সেই সঙ্গে বাড়িতে গাছ রাখলেই কিন্তু ঘরের শোভা বাড়ে।
আজকাল লকডাউনে অনেকেই বাড়িতে ইন্ডোর প্ল্যান্ট করছেন।বিয়ে, জন্মদিন, রাখিতে উপহারও দিচ্ছেন গাছ। সুন্দর কাঁচের জারে বা বোতলে এই গাছ সাজিয়ে রাখলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। মানি প্ল্যান্টেরও অনেক ধরণ রয়েছে। এক একরকম গাছের যত্নও ভিন্ন হয়। সেই সঙ্গে যদি ঠিক জায়গায় এই গাছ রাখতে পারেন তাহলে অনেক রকম উপকার পাবেন। যেমন।
আর্থিক উন্নতি- কথায় বলে এই গাছ বাড়িতে রাখলে নাকি টাকা আসে। যদিও এর সঠিক কোনও প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে গাছ রাখলেই কিন্তু হবে না। নিয়মিত তার যত্নও নিতে হবে।
কোনও ভাবেই যাতে শুকিয়ে না যায়- মানি প্ল্যান্ট যাতে কোনও ভাবে শুকিয়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। কারণ এই গাছ শুকিয়ে যাওয়া কিন্তু অশুভ ইঙ্গিত। আর মানি প্ল্যান্ট জলের মধ্যে রাখতে পারলে সব থেকে ভালো।
মানি প্ল্যান্টের জন্য কিন্তু জল আর সূর্যের আলো দুটোই প্রয়োজন। ঘরোয়া তাপমাত্রাতেই কিন্তু মৈনি প্ল্যান্ট ভালো থাকে।কিছু পাথর আর জল দিয়ে সাজিয়ে গাছ রাখুন।
নরম মাটিতে মানি প্ল্যান্ট ভালো হয়। যদি মাটির মধ্যে এই গাছ লাগান তাহলে সপ্তাহে দু দিন জল দিলেই হবে। সেই সঙ্গে গরম সূর্যের আলোয় রাখুন এই গাছকে। চেষ্টা করবেন ছোট টবে লাগাতে। এতে কিন্তু গাছ ভালো বাড়ে। খুব বেশি রোদে এই গাছ রাখবেন না, নিয়মিত জল দেবেন, দরকারে পাতা ছাঁটবেন, আর সেই সঙ্গে কিন্তু অতিরিক্ত সার একেবারেই দেবেন না।
Tags – how to take care of money plant lifestyle home and family