মানি প্ল্যান্ট রাখলে লক্ষ্মীলাভ হবে , রইল সমস্ত খুঁটিনাটি টিপস্ – If You Keep A Money Plant, You Will Get Laxmi, All The Details Are Tips
বাস্তুমতে এই গাছ বাড়িতে রাখলে নাকি মন ভালো হয় , শরীর স্বাস্থ্য ভালো থাকে,যাবতীয় নেতিবাচকতা মন থেকে দূর হয়ে যায়। সেই সঙ্গে বাড়িতে গাছ রাখলেই কিন্তু ঘরের শোভা বাড়ে। প্রচুর অর্থ লাভ হয়,,আজকাল বিয়ে, জন্মদিন, রাখিতে উপহারও দিচ্ছেন গাছ। সেই সঙ্গে ইদানিং সর্বত্রই গজিয়ে উঠেছে প্রচুর নার্সারি। সুন্দর কাঁচের জারে বা বোতলে এই গাছ সাজিয়ে রাখলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে।
কর্মক্ষেত্রে পরিশ্রম করেও ফল পাচ্ছেন না! বাড়িতেই মানিপ্ল্যান্ট এইভাবে রাখলে লক্ষ্মীলাভ নিশ্চিত
মানি প্ল্যান্টেরও অনেক ধরণ রয়েছে। এক একরকম গাছের যত্নও ভিন্ন হয়। সেই সঙ্গে যদি ঠিক জায়গায় এই গাছ রাখতে পারেন তাহলে অনেক রকম উপকার পাবেন। বাড়িতে ঠিক জায়গায় মানি প্ল্যান্ট রাখলে আপনার ঘরে আগমন হতে পারে গৃহলক্ষ্মী।
জেনে নিন মানি প্ল্যান্টের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়–
মানি প্ল্যান্টের রয়েছে অনেক গুণাবলী। যেরকম এটি বাড়িতে রাখলে সমস্ত রকম ক্ষতিকারক রশ্মি শোষিত হয়। তাছাড়া খুব উচ্চ পর্যায়ের অক্সিজেন পাওয়া যায়, বাড়িতে মানি প্ল্যান্ট রাখলে স্বাস্থ্যের উন্নতি হয় এবং তার সঙ্গে ধন সম্পদও বৃদ্ধি পায়।
সঠিক স্থানে মানি প্ল্যান্ট রাখলে লক্ষ্মীলাভ নিশ্চিত, রইল সমস্ত খুঁটিনাটি
সবুজ ছাড়াও আপনি নীল রঙের কোন বোতল বা পাত্রে মানি প্ল্যান্ট রাখতে পারেন। অবশ্যই মনে রাখবেন কখনও কোনও লাল কিংবা হলুদ পাত্রে এই গাছ রাখবেন না।
বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে মানি প্ল্যান্ট রাখার সবচেয়ে ভাল জায়গা হল উত্তর দিক। বলা হয় উত্তর দিকে কুবেরের বাস। ধনদেবতার প্রিয় রং সবুজ তাই কোনও সবুজ রঙের পাত্রে বাড়ির উত্তর দিকে এই গাছ রাখলে আপনার বাড়ির জন্য সেটি শুভ।
ঘরে মানিপ্ল্যান্ট কোনদিকে রাখলে রোগ-অশান্তি দূর হয়, আসে অর্থ? কিছু টিপস
বেডরুমে মানি প্ল্যান্ট :
* শোয়ার ঘরে সঠিক দিকে ও জায়গায় মান্টি প্ল্যান্ট রাখলে স্বাস্থ্য ভাল থাকে।
* এক্ষেত্রে উত্তর, পূর্ব, দক্ষিণ- পূর্ব কিংবা দক্ষিণ দিকে রাখা ভাল।
* পশ্চিম কিংবা দক্ষিণ – পশ্চিম দিকে কখনই রাখবেন না।
* তবে খাটের থেকে ৫ ফিট দূরে রাখবেন ।
বাথরুমে মানি প্ল্যান্ট:
* বাথরুমের মানি প্ল্যান্ট শুধুমাত্র নেগেটিভ এনার্জি দূর করে তা নয়। এটি আপনার মুডও খুব ভাল করে।
* বাথরুমের কোনও উষ্ণ জায়গাতে মানি প্ল্যান্ট রাখুন ভাল ফলাফল পাওয়ার জন্যে।
আর্থিক উন্নতি- কথায় বলে এই গাছ বাড়িতে রাখলে নাকি টাকা আসে।
খেয়াল রাখবেন কোনও ভাবেই যাতে শুকিয়ে না যায়- মানি প্ল্যান্ট কারণ এই গাছ শুকিয়ে যাওয়া কিন্তু অশুভ । আর মানি প্ল্যান্ট জলের মধ্যে রাখতে পারলে সব থেকে ভালো। সেই সঙ্গে হার্ট শেপের মানিপ্ল্যান্ট রাখার চেষ্টা করুন। এতে কিন্তু পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক ভালো থাকে।
যে ভাবে যত্ন নেবেন মানি প্ল্যান্টের
মানি প্ল্যান্টের জন্য কিন্তু জল আর সূর্যের আলো দুটোই প্রয়োজন। অতিরিক্ত যত্ন এই গাছের জন্য একেবারেই ভালো হয়। আলো, বাতাস আর জলের মধ্যে এই গাছ সবথেকে ভালো থাকে। হলুদ-সবুজ হার্ট শেপের এই পাতা কিন্তু মন ভালো রাখার খুব ভালো ওষুধ। মানি প্ল্যান্টের উচ্চতা মোটামুটি ১২ ফুট পর্যন্ত হয়। যদি কাঁচের জারের মধ্যে রাখেন তাহলে আগে সেই জারের তলায় বালি দিন। এরপর কিছু পাথর আর জল দিয়ে সাজিয়ে গাছ রাখুন।
নরম মাটিতে মানি প্ল্যান্ট ভালো হয়। যদি মাটির মধ্যে এই গাছ লাগান তাহলে সপ্তাহে দু দিন জল দিলেই হবে। চেষ্টা করবেন ছোট টবে লাগাতে। এতে কিন্তু গাছ ভালো বাড়ে। খুব বেশি রোদে এই গাছ রাখবেন না, নিয়মিত জল দেবেন, দরকারে পাতা ছাঁটবেন।
Tags – Vastu Shastra Money plant Placing Tips