Spread the love

মুখের অবাঞ্ছিত লোম দূর করার উপায় – How To Remove Hair From Face Permanently Naturally At Home

পরিষ্কার এবং উজ্জ্বল ত্বকের জন্য নানা উপায় অবলম্বন করি আমরা মেয়েরা।। কিন্তু আপনার মুখের অবাঞ্ছিত লোম ও চুল আপনার সৌন্দর্যকে ঢেকে দিতে পারে। মুখের অবাঞ্ছিত লোম থাকলে ভালো লাগে না দেখতে।। অনেক মহিলার মুখে বিশেষ করে ঠোঁটের ওপরে লোম দেখা যায়, যা মুখের সৌন্দর্য নষ্ট করে। অনেকে বিভিন্ন হেয়ার রিমুভাল ক্রিম, বিউটি ট্রিটমেন্ট, ফেসিয়াল করে এই লোম দূর করার জন্য।


IMG_20230723_123725-1690096058506 মুখের অবাঞ্ছিত লোম দূর করার উপায় - How to remove hair from face permanently naturally at home

মেয়েদের মুখের অবাঞ্ছিত লোম দূর করার উপায়


পার্লার থেকে লোম দূর করে আসার কয়েক সপ্তাহের মধ্যে আবার লোম বেরিয়ে যায়। আবার অনেক প্রোডাক্টের পার্শপ্রতিক্রিয়াও রয়েছে। তাই অনেকে ভয় পান বাজারে প্রচলতি প্রোডাক্ট ব্যবহার করতে। তাদের জন্য রইল ঘরোয়া কিছু উপায়,


How to stop hair growth on face permanently

মুখের রোম তুলতে কী কী ব্যবহার করা যেতে পারে?


১) হলুদ বাটা

কাঁচা দুধের সঙ্গে বাটা কিংবা গুঁড়ো হলুদ ভাল করে মিশিয়ে নিন। মাইল্ড ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে, ভাল করে মুছে নিন। তার পর মুখের ওই নির্দিষ্ট অংশে হলুদের মিশ্রণ মেখে রাখুন। ১৫-২০ মিনিট পর শুকিয়ে গেলে হাতের আঙুল দিয়ে উল্টো দিকে ঘষতে থাকুন। পরে ঈষদুষ্ণ জলে মুখ ধুয়ে ফেলুন। দেখবেন লোম উঠে আসছে।।

ছেলেদের মুখের অবাঞ্ছিত লোম দূর করার উপায়

২) পেঁপে, হলুদের মাস্ক

পাকা পেঁপের সঙ্গে ১ চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখে মেখে রাখুন। ১৫ মিনিট পর শুকিয়ে গেলে হাতের আঙুল দিয়ে উল্টো দিকে ঘষতে থাকুন। পরে ঈষদুষ্ণ জলে মুখ ধুয়ে ফেলুন।


How to stop hair growth on face permanently At home


IMG_20230723_123707-1690096058827 মুখের অবাঞ্ছিত লোম দূর করার উপায় - How to remove hair from face permanently naturally at home

মুখের অবাঞ্ছিত লোম চিরতরে দূর করার উপায়


৩) ওটমিল এবং কলা

১ টেবিল চামচ ওটমিল গুঁড়োর সঙ্গে একটা পাকা কলা মিশিয়ে নিন ভালো করে। এই পেস্টটা ১৫ মিনিট লাগিয়ে রাখুন। তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। লোম দূর করার সাথে সাথে আপনার স্কিনে ঔজ্বল্য আনবে এই প্যাক।


মুখের অবাঞ্ছিত লোম দূর করার সহজ উপায়


৪) চিনি, লেবুর রস , মধু

লেবুর রসের সঙ্গে চিনি ও মধু মিশিয়ে ঘন, চটচটে একটি মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণটি রোমের উপর লাগিয়ে কিছু ক্ষণ শুকোতে দিন। এ বার রোমের উল্টো অভিমুখে ঘষতে থাকুন। পরে উষ্ণ জলে মুখ ধুয়ে ফেলুন।


আরোও পড়ুন,

প্রাকৃতিক উপায়ে স্কিন কেয়ার – How to make your skin glow naturally at home



Tags – Remove Hair, Skin Care, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *