Spread the love

মুখের কালচে দাগ দূর করতে ব্যবহার করুন অ্যালোভেরা – Use Aloe Vera To Remove Dark Spots On Face


অ্যালোভেরার উপকারিতা অনেক, মুখের আর্দ্রতা ধরে রাখা থেকে শুরু করে জেল্লা ফিরিয়ে দেওয়া কালচে দাগ দূর করা, সবই পারে অ্যালোভেরা জেল।

এমন কিছু প্রাকৃতিক উপাদান আছে, যা ত্বকের জন্য খুবই ভালো। মুখের জেল্লাও যেমন ফেরায়, আবার ত্বকের নানা সমস্যাও সমাধান করে। অ্যালোভেরা হল তার মধ্যে অন্যতম।



IMG_20221215_201537-1671115610641 মুখের কালচে দাগ দূর করতে ব্যবহার করুন অ্যালোভেরা - Use Aloe Vera To Remove Dark Spots On Face

কীভাবে সহজে মুখের কালো দাগ থেকে মুক্তি পাবেন

অ্যালোভেরা গাছের পাতা থেকে জেল (Aloe Vera Gel) বের করে নিয়ে আপনি সেটি ত্বকে লাগাতেই পারেন। বেশ ভালো হবে। এছাড়াও বাড়িতে অ্যালোভেরা জেলের সঙ্গে দুই একটি উপাদান মিলিয়ে পছন্দের ফেস সিরাম বানিয়ে নিতে পারেন, বা অ্যালোভেরা জেল ক্রিমও বানিয়ে নিতে পারেন।

অ্যালোভেরা জেল (Aloe Vera Gel) কখন মুখে লাগালে ভালো ফল পাবেন

দিনের যে কোনও সময়েই অ্যালোভেরা জেল লাগানো যেতেই পারে। সকালে ঘুম থেকে উঠেও আপনি অ্যালোভেরা জেল মুখে লাগাতে পারেন, আবার দিনের যে কোনও সময়েই এই অ্যালোভেরা আপনার ত্বকে লাগাতে পারেন। পরিষ্কার মুখেই সব সময় অ্যালোভেরা জেল লাগানো উচিত।।।।


মুখে কালো দাগ দূর করার ক্রিম



প্রথমে মুখ ক্লিনজিং করে নিন। তারপর টোনার লাগিয়ে নিন। এবার অ্যালোভেরা জেল লাগিয়ে নিন। সামান্য জেল নিয়ে মুখে ভালো করে মাসাজ করে নিন। ময়শ্চারাইজার হিসেবেও এই অ্যালোভেরা জেল আপনি ব্যবহার করতে পারেন। ঘুম থেকে উঠে বা রাতে শুতে যাওয়ার আগে অ্যালোভেরা ব্যবহার করুন।



মুখে কালো দাগ দূর করার ঘরোয়া উপায়


কী কী ভাবে এই অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন


অ্যালোভেরা ফেস প্যাক


অ্যালোভেরা জেল ও টি-ট্রি অয়েল মিশিয়ে তৈরি করতে পারেন একটি ফেস প্যাক। এই ফেস প্যাক আপনার ত্বকের জন্য খুবই ভালো। এবং মুখের সমস্ত কালচে দাগ দূর করে দেয়।।।

মুখের কালো ছোপ দূর করার উপায়

কীভাবে বানাবেন?


আপনার প্রয়োজন এক টেবিল চামচ জল। এর সঙ্গে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল মেশাতে হবে। ২-৩ ড্রপ টি ট্রি অয়েল মিশিয়ে দিন শেষে। প্রতিটি উপাদান ভালো করে মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। তা ভালো করে মুখে ও গলায় লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। এরপর জল দিয়ে মুখ ধুয়ে নিন।

অ্যালোভেরা জেল নাইট ক্রিম (Aloe Vera Night Cream)

আপনি বাড়িতে বানানো অ্যালোভেরা জেল সরাসরি ত্বকে লাগাতে পারেন। নাইট ক্রিম হিসেবে বেশ উপযোগী এই অ্যালোভেরা জেল। বাজারচলতি অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। জেল টি দাওয়ার সময় গোলাপ জল মিশিয়ে নিতে পারেন।।।


IMG_20221215_201555-1671115610976 মুখের কালচে দাগ দূর করতে ব্যবহার করুন অ্যালোভেরা - Use Aloe Vera To Remove Dark Spots On Face

ত্বকের কালচে দাগ দূর করার উপায়

অ্যালোভেরা জেল সহজেই ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না। ত্বক থাকে চিরতরুণ।


অ্যালোভেরা জেলে রয়েছে অ্যান্টি মাইক্রোবায়াল উপাদান। যা ত্বকের ব্রণর সমস্যা নিয়ন্ত্রণ করে। এছাড়াও অ্যালোভেরা জেলে ভিটামিন এ, সি এবং ই আছে। এগুলো অ্যান্টি অক্সিড্যান্ট হিসেবে কাজ করে। ফলিক অ্যাসিড, ভিটামিন বি ১২ এবং কোলাইনের মতো ত্বকের নানা সমস্যা সমাধানে সাহায্য করে।

এটি ব্যবহার করার জন্য, অ্যালোভেরার রস বা প্রাকৃতিক অ্যালোভেরা জেল সরাসরি ত্বকের হাইপারপিগমেন্টেড জায়গায় প্রয়োগ করুন। এটি সকাল এবং সন্ধ্যায় ৩০ মিনিট মতো মুখে রাখুন এবং এরপর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন।


অ্যালোভেরা জেল দিয়েও একটি প্যাক তৈরি করতে পারেন। একটি প্যাক তৈরি করতে – অ্যালোভেরা গাছের পাতা থেকে জেল বের করে নিন। এরপরে, তাজা কুড়িয়ে নেওয়া শসা, লেবুর রস, ১ চামচ চন্দন গুঁড়ো যোগ করুন এবং ভাল ভাবে মেশান। এটি ত্বকে প্রয়োগ করুন এবং সম্পূর্ণরূপে শুকিয়ে নিন। এরপর বরফ-ঠান্ডা জল দিয়ে ধুয়ে শুকিয়ে নিন।



মুখের দাগ-ছোপ তাড়ানোর ঘরোয়া উপায়

অ্যালোভেরা জেল ও গোলাপ জল: অ্যালোভেরা জেল ভিটামিন সি সমৃদ্ধ। এটি ত্বককে কিছুটা হলেও ব্লিচ করে। এ ক্ষেত্রে ব্রণ কিংবা পিম্পল সেরে যাওয়ার পর যে কালো দাগ রয়ে গেছে সেখানে সামান্য অ্যালোভেরা জেল লাগান।।।।।


Tags – Skin Care Skin Tips Beauty Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *