Spread the love

মুখের কালো ছোপ দূর করার উপায়: Ways To Remove Black Spots On The Face


তীব্র গরমে (Summer) রোদের হাত থেকে ত্বককে রক্ষা করা আমাদের দায়িত্ব।। এই কড়া রোদে সান ট্যানে মুখ ভরে যাচ্ছে। বাজার চলতি ট্যান রিমুভার ব্যবহার না করে ভরসা রাখুন ঘরে বানানো ট্যান ক্লিনিং প্যাকে। এতে ক্ষতিও কম।। এর কারণ হাইপারপিগমেন্টেশন (Hyperpigmentation) বা কালো ব্রণের দাগ, অত্যধিক সূর্যের এক্সপোজার বা হরমোনের পরিবর্তনের কারণে হতে পারে। প্রাকৃতিক উপাদানগুলি আপনাকে হাইপারপিগমেন্টেশন প্রতিরোধ করতে এবং ত্বকের পুনর্নবীকরণকে উদ্দীপিত করতে সহায়তা করতে পারে।


IMG_20230426_142019-1682499028842 মুখের কালো ছোপ দূর করার উপায় - Ways To Remove Black Spots On The Face

কীভাবে সহজে মুখের কালো দাগ থেকে মুক্তি পাবেন

কোন কোন কারণে ত্বকে কালো ছোপ হয় –


রোদ: রোদে বেরনোর আগে অতি অবশ্যই ২০ মিনিট আগে মুখসহ শরীরের সব খোলা অংশে সানস্ক্রিন লাগান। সানস্ক্রিনের আস্তরণ না থাকলে আপনার ত্বক নিজেই নিজেকে সুরক্ষিত রাখার জন্য বেশি বেশি করে মেলানিন তৈরি করবে। ফলে দাগ ছোপ বাড়বে।


হরমোনের ভারসাম্যহীনতা: হরমোনের অতিরিক্ত বেশি বা কম ক্ষরণের জন্য আপনার ত্বকে গাঢ়রঙের দাগ-ছোপ পড়তে পারে।


ত্বককে রোমহীন রাখার অনন্ত প্রচেষ্টা: বহু মহিলাই রোম তোলার ক্রিম, টুইজ়ার, ওয়্যাক্স ইত্যাদি নানা পদ্ধতির সাহায্য নেওয়া হয়। কিন্তু জানেন কি এই প্রচেষ্টা চালাতে গিয়ে ত্বকের স্পর্শকাতরতা বাড়ে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে দাগ-ছোপের আশঙ্কাও।


Home Remedies for Dark spots


মুখের কালো ছোপ দূর করার ঘরোয়া উপায় –


১/ একটা পাত্রে এক থেকে দুই চামচ নারকেল তেল নিন। তাতে দু’চামচ কফি ও কয়েক ফোঁটা লেবুর রস যোগ করে ভাল করে গুলে নিন। এবার হাতে-পায়ে, মুখে যেখানে-যেখানে ট্যান পড়েছে সেই স্থানে ঘসে-ঘসে লাগান।২০ মিনিট রেখে ভালো করে ধুয়ে মশ্চারাইজার এপ্লাই করুন।।

২/ অ্যালোভেরা জেল (Aloe Vera Gel for Dark Spots)

অ্যালোভেরা জেল ক্ষত নিরাময় থেকে ময়শ্চারাইজিং সমস্ত কিছুতে দারুণ উপকারী। মুখের কালো দাগ দূর করতেও এটি খুব ভাল।


এটি ব্যবহার করার জন্য, অ্যালোভেরার রস বা প্রাকৃতিক অ্যালোভেরা জেল সরাসরি ত্বকের হাইপারপিগমেন্টেড এলাকায় প্রয়োগ করুন। এটি ব্যবহার করে ২০ মিনিট মতো মুখে রাখুন এবং এরপর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন।


অ্যালোভেরা জেল দিয়েও একটি প্যাক তৈরি করতে পারেন। একটি প্যাক তৈরি করতে – অ্যালোভেরা গাছের পাতা থেকে জেল বের করে নিন। এরপর লেবুর রস, ১ চামচ চন্দন গুঁড়ো যোগ করুন এবং ভাল ভাবে মেশান। এটি ত্বকে প্রয়োগ করুন ।


IMG_20230426_142008-1682499029179 মুখের কালো ছোপ দূর করার উপায় - Ways To Remove Black Spots On The Face

মুখের দাগ-ছোপ তাড়ানোর ঘরোয়া উপায়

৩/ একটি পাত্রে এক থেকে দু’চা-চামচ চালের গুঁড়োর সঙ্গে দুধ মিশিয়ে নিন। এবার তৈরি মিশ্রণটি গোটা মুখে লাগান। ফলাফল নিজেই দেখতে পাবেন।


আরোও পড়ুন,

পুরুষের মুখের কালো দাগ দূর করার উপায়


৪/ চন্দনে রয়েছে জাদুকরী গুণ,, এটিতে অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে যা, দাগ এবং ব্রণ কমাতে করতে সহায়তা করে। আপনাকে শুধু ১ চা চামচ চন্দন গুঁড়ো, কয়েক ফোঁটা নারকেল তেল যোগ করতে হবে। এবার প্যাকটি আপনার মুখে লাগান এবং ১৫ মিনিটের জন্য রেখে দিন। এরপর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে, ময়েশ্চারাইজার লাগান।


মুখের কালো দাগ দূর করার সহজ উপায়


৫/ লেবুর রস আর জলের মিশ্রণ: লেবুর রস আর জলের মিশ্রণটা লাগিয়ে দেখতে পারেন। কারণ লেবু প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে। এর সাইট্রিক অ্যাসিড আর ভিটামিন সি ক্রমশ গাঢ় কালো ছোপ হালকা করে দেয়। আপনার ফেস মাস্কেও লেবুর রস ব্যবহার করতে পারেন।


৬/ ট্যান তোলার অন্যতম আরেকটি উপাদান হল মুসুর ডাল। মিক্সারে মুসুর ডাল বেটে তাতে টমেটো ও মধু যোগ করুন। এবার প্যাক টি মুখে লাগিয়ে রাখুন ১০ মিনিট। শুকিয়ে গেলে পরিস্কার জল দিয়ে ধুয়ে নিন।



Tags – Skin Care, Remove Black Spots


By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *