Categories: Skin Care

মুখের কালো ছোপ দূর করার উপায় – Ways To Remove Black Spots On The Face

Spread the love

মুখের কালো ছোপ দূর করার উপায়: Ways To Remove Black Spots On The Face


 ভ্যাপসা গরমে ত্বকের যা অবস্থা হয়,, সেটি দেখার মতো নয়।। গরমে যতই সানস্ক্রিন মেখে বাড়ির বাইরে বেরনো হোক না কেন মুখ ঘেমে একদম তেলতেলে হয়ে যায়।। একটা কালো দাগ-ছোপ হয়ে যায় মুখে নিয়মিত বাইরে বেরোন যাঁরা, তাঁদের মুখে সরাসরি এসে পড়ে সূর্যের ক্ষতিকারক তীব্র রশ্মি। দীর্ঘ দিন ধরে এই রশ্মি ত্বকে এসে পড়ার ফলে মুখে দাগছোপ, হয়ে যায়।। এগুলি দূর করতে অনেকে বেশির ভাগ বাজার চলতি ক্রিম বা প্রসাধনীতে রাসায়নিক থাকে। তাই আজ কিছু ঘরোয়া উপায় বলবো যাতে আপনার মুখের দাগছোপ চলে যায় –


লেবু দিয়ে মুখের কালো দাগ দূর করার উপায়

প্রাকৃতিক উপাদানগুলি আপনাকে হাইপারপিগমেন্টেশন প্রতিরোধ করতে এবং ত্বকের পুনর্নবীকরণকে উদ্দীপিত করতে সহায়তা করতে পারে। রোদের তীব্রতা এক এক জনের গায়ের রং এমনিতেই এক এক রকম হয়। যাঁদের ত্বকে তুলনামূলক ভাবে কম মেলানিন রয়েছে, তাঁদের ত্বকে সহজেই রোদে পোড়ার দাগ পড়ে যায়।


মেয়েদের মুখের কালো দাগ দূর করার ক্রিম


এছাড়াও জলের ঘাটতি


শরীরে জলের অভাব ঘটলে ত্বক আর্দ্রতা হারায়। শুষ্ক, ক্ষতিগ্রস্ত ত্বকে কালো ছোপ বা দাগ হওয়ার আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। 


ডার্ক স্পট দূর করার উপায়


 শারীরিক জটিলতা

দীর্ঘ দিন ধরে ডায়াবিটিসে ভুগলে ত্বকে ‘মেলানিন’ উৎপাদনের হার অনেকটাই বেড়ে যায়। ফলে ত্বকে কালচে ছোপ পড়ে। 


কী কী ব্যবহার করে ত্বকের কালচে ছোপ দূর করা যায় দেখুন –


বেসন প্যাক 

দু চামচ বেসনের সঙ্গে একটা গোটা লেবুর রস আর কাঁচাদুধ মিশিয়ে দিন এক চামচ। এই পেস্টটি ত্বকের চারিদিকে মাখুন,, কয়েক মিনিট রেখে ধুয়ে ফেলুন।।

টম্যাটো বাটা

সূর্যের ক্ষতিকারক ইউভি রশ্মি থেকে ত্বকের যে ক্ষতি হয়, তা দূর করতে টম্যাটোর অবদান অনেক।। প্রতিদিন স্নানের আগে ১৫ থেকে ২০ মিনিট টম্যাটোর রস মুখে মেখে রাখুন দাগ একেবারে উধাও হয়ে যাবে।


পুরুষের মুখের কালো দাগ দূর করার উপায়


হলুদের প্যাক

১ চামচ দই, ১ চামচ বেসন এবং আধ চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে মুখে মেখে রাখুন।  ১৫ মিনিট পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।


মুখের কালো ছোপ কিভাবে দূর করা যায়

দই ও লেবু কতটা উপকারি

দই ও লেবুর সাহায্যে মুখের দাগ তুলে নেওয়া যেতে পারে। দই মুখে মেখে ২০ থেকে ৩০ মিনিট রেখে তারপর সাবান দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে মুখের উজ্জ্বলতা বাড়বে। কমবে দাগ। 


কালো দাগের জন্য পেঁপে (Papaya for Dark Spots)

পেঁপেতে প্যাপেইন নামক এনজাইম রয়েছে যা ত্বকের টোনকে ভারসাম্যপূর্ণ করে এবং ত্বককে এক্সফোলিয়েট করে। পেঁপের পাল্প ব্যবহার করুন। সকালে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে ২০-৩০ মিনিটের জন্য ডার্ক স্পটের স্থানে প্রয়োগ করুন। এরপর জল দিয়ে ধুয়ে ময়েশ্চারাইজার লাগান।


আরোও পড়ুন,

ঘামাচি পাউডার কোনটা ভালো – Which Powder Is Best For Body In Summer



Tags – Remove Black Spots, Skin Care

Bristy

Leave a Comment

Recent Posts

Hair Washing: চুল ধোয়ার সঠিক উপায়

মেয়েদের কাছে চুল হলো অমুল্য রত্ন ,, কিনতু আজকাল দূষণের কারনে, শারীরিক প্রবলেমের জন্য সকলের…

3 hours ago

Gram Flour Benefits For Skin: ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বাড়াবে বেসনের ফেসপ্যাক

এই ভ্যাপসা গরমে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে ফিকে পড়ে যায়…. কিনতু সামনেই তো পুজো এখন থেকেই…

5 hours ago

Vitamin E Benefits Skin: পুজোর আগে ত্বক ও চুলের যত্ন নিন ভিটামিন ই সাহায্যে

ভিটামিন ই ত্বক ও চুলের যত্নে দারুণ কাজে আসে। শরীরের নানা উপকার করে। হাড়ের যত্ন…

5 hours ago

How To Keep Stomach Healthy: গরমে পেট সুস্থ্য ও পরিষ্কার উপায়

Stomach Care : শরীর সুস্থ্য রাখতে চাইলে পেট অবশ্যই পরিষ্কার রাখা খুব প্রয়োজন…. এটি শরীর…

12 hours ago

Skin Rashes Treatment: গরমে ফুসকুড়ি দূর করার উপায়

আজকাল বাচ্চা থেকে বয়স্ক সকলেরই ফুসকুড়ির সমস্যা হয়ে থাকে…. গরম থেকে হওয়া ফুসকুড়ি- ব্যথা ও…

1 day ago

Summer Skin Care: রোদে বেরোলেই ত্বক তেলতেলে করছে? রইল সমাধান

এই গরমে রোদে কাজের জন্যে বেরোতেই হয়…. আর এর জন্য মুখ তৈলাক্ত হয়ে যায় ভীষণ…

1 day ago