Spread the love

মুখের কালো দাগ দূর করতে চান?? আজ থেকেই ফলো করুন এই ৩ টি টিপস – Best Tips To Get Rid Of Dark Spots On Face

IMG_20220502_213701-1651507631671 মুখের কালো দাগ দূর করতে চান?? আজ থেকেই ফলো করুন এই ৩ টি টিপস - Best Tips To Get Rid Of Dark Spots On Face

মুখের ব্রণ ও কালো দাগ দূর করার সহজ উপায়

উজ্জ্বল ও দাগহীন মুখ আমরা সবাই চাই।। কিন্তু বিভিন্ন কারনে আমাদের ত্বকে দাগ চলে আসে।।আপনাকে তখনই সুন্দর বলা হবে যখন আপনার মুখ মেকআপ ছাড়াই উজ্জ্বল এবং দাগহীন দেখাবে। তবে এর জন্য আপনাকে বিশেষভাবে ত্বকের যত্ন নিতে হবে। কারণ, সূর্যের আলো, দূষণ, ভুল জীবনযাপনের কারণে মুখে কালো দাগ দেখা দিতে শুরু করে।
কিছু সহজ পদ্ধতির সাহায্যে মুখের কালো দাগ দূর করতে পারেন। আসুন জেনে নেই ত্বকের যত্নের এই সহজ টিপস সম্পর্কে।।

ত্বকের দাগ দূর করার ৫টি প্রাকৃতিক পদ্ধতি

**অ্যালোভেরা জেল:

অ্যালোভেরা ত্বকের জন্য খুবই উপকারী, এটি মুখের দাগ দূর করে এবং এর গ্লোও বাড়ায়। কফি পাউডার ও অ্যালোভেরা জেল মিশিয়ে ফেস স্ক্রাব তৈরি করতে পারেন। কালো দাগ দূর করতে আপনি সপ্তাহে ১/২ বার এই ঘরোয়া প্রতিকারটি অবলম্বন করতে পারেন।


IMG_20220502_213647-1651507640896 মুখের কালো দাগ দূর করতে চান?? আজ থেকেই ফলো করুন এই ৩ টি টিপস - Best Tips To Get Rid Of Dark Spots On Face

** দই ব্যবহার করুন:
মুখের কালো দাগ দূর করতে দই খুবই উপকারী। এই ঘরোয়া প্রতিকারটি আপনার ত্বক থেকে খুব দ্রুত দাগ দূর করে এবং দাগহীন করে তোলে। ত্বকের জন্য দইয়ের সবচেয়ে সহজ ব্যবহার হল ফেসপ্যাক তৈরি করা। আপনি দই ও মধু মিশিয়ে মুখে লাগান এবং শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন।

মুখের কালো দাগ দূর করতে লেবু


IMG_20220502_213636-1651507650295 মুখের কালো দাগ দূর করতে চান?? আজ থেকেই ফলো করুন এই ৩ টি টিপস - Best Tips To Get Rid Of Dark Spots On Face

আলুর রস দিয়ে মুখের কালো দাগ দূর


“””মনে রাখবেন””””
গরমে সানস্ক্রিন ব্যবহার করা দরকার ।।।

**আলুর রস: আলু খুব ভালো করে ধুয়ে ছেঁচে রস বের করে নিন। তার পর সরাসরি সেই রস লাগিয়ে নিন দাগ-ছোপে। মিনিট দশেক অপেক্ষার পর ধুয়ে ফেলতে পারেন। ফেস প্যাক বানানো যায় আলুর রস, মধু আর লেবুর রস দিয়ে।।।।


IMG_20220502_213624-1651507662671 মুখের কালো দাগ দূর করতে চান?? আজ থেকেই ফলো করুন এই ৩ টি টিপস - Best Tips To Get Rid Of Dark Spots On Face


সূর্য যখন ত্বকের ক্ষতি করে, তখনও মুখে কালো দাগ দেখা দিতে শুরু করে। তাই ঘর থেকে বের হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন। সানস্ক্রিন আপনার ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে সাহায্য করে।।।। গরমে যেখানেই বেরোবেন অবশ্যই সানস্ক্রিন মেখে বেরোবেন।।


By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *