Spread the love

মুখের তৈলাক্ত ভাব দূর করার উপায় – How To Remove Oil From Face Permanently


আপনারা কি জানেন ত্বকে থাকা সেবাসিয়াস গ্রন্থি থেকে অতিরিক্ত সিবাম উৎপাদনের জন্য ত্বক তৈলাক্ত হয় । সিবাম হলো চর্বি দিয়ে তৈরি একটি তৈলাক্ত পদার্থ যার কাজ ত্বককে রক্ষা এবং ময়েশ্চারাইজ করা এবং আপনার চুলকে চকচকে এবং স্বাস্থ্যকর রাখা। তবে অত্যাধিক সিবাম ত্বকের ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রে আটকে জমে যেতে পারে এবং এতে ব্রণ হতে পারে।


IMG_20230807_205859-1691422150273 মুখের তৈলাক্ত ভাব দূর করার উপায় - How To Remove Oil From Face Permanently

তৈলাক্ত ত্বকের ব্রণ দূর করার উপায়

গরমে এই সময়ে আপনার তৈলাক্ত ত্বকের প্রয়োজন বিশেষ যত্ন। দিনে দুবার মুখ পরিষ্কার করতেই হবে। কী করবেন? ঘুম থেকে উঠেই একবার মুখ পরিষ্কার করুন। প্রথমেই ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। কারণ সারারাত আপনার মুখে অতিরিক্ত তেল নিঃসরণ হয়েছে। রাতে শুতে যাওয়ার আগেও মুখ ফেসওয়াশ দিয়ে ধুয়ে নেবেন।

পুরুষের মুখের তৈলাক্ত ভাব দূর করার উপায়

মুখ অতিরিক্ত তৈলাক্ত হওয়ার কারণ কী?

যারা অতিরিক্ত বা বারবার মুখ ধোয় তাদের মুখের প্রয়োজনীয় তেল চলে যায় ফলে তেল গ্রন্থিগুলো ত্বককে বাঁচাতে আরো বেশী তেল তৈরি করে। এছাড়া ভিটামিন বি ২ এবং ভিটামিন বি ৫ ও ভিটামিন এ-এর অভাব হলেও ত্বক তৈলাক্ত হয়। পর্যাপ্ত আর্দ্রতা ছাড়া আপনার ত্বক জলশূন্য হতে পারে। যদি ডিহাইড্রেশন অব্যাহত থাকে, আপনার ত্বকে আর্দ্রতার অভাব পূরণ করতে আপনার শরীর অতিরিক্ত তেল তৈরি করতে পারে , যার ফলে কপাল চর্বিযুক্ত, আটকে থাকা ছিদ্র এবং প্রচুর অবাঞ্ছিত চকচকে হতে পারে।


অয়েলি স্কিন দূর করার উপায়


সারাদিনে আপনি যতবার পারবেন ঠান্ডা জলের ঝাপটা দিয়ে মুখ ধুয়ে নেবেন। তারপর মুখ মুছে নিন। অয়েল কন্ট্রোল ফেসওয়াশ ব্যবহার করতে পারেন।

সারা বছর আপনার মুখে টোনার ব্যবহার করা প্রয়োজন। টোনার আপনার ত্বকের পিএইচ ভারসাম্য ঠিক রাখে। আপনার ত্বকের সংক্রমণ কম করে। তাই সব সময় মুখ পরিষ্কার করার পরেই টোনার লাগিয়ে নিন। টোনার আপনার ত্বকের পিএইচ ভারসাম্য ঠিক রাখে। আপনার ত্বকের সংক্রমণ কম করে। তাই সব সময় মুখ পরিষ্কার করার পরেই টোনার লাগিয়ে নিন।


নাকের তৈলাক্ততা দূর করার উপায়


আপনার ত্বকের ধরন অনুযায়ী রিফ্রেশিং টোনার বেছে নিতে পারেন। গোলাপ জল ব্যবহার করতে পারেন টোনার হিসেবে। আর নাহলে গ্রিন টি টোনার, শসার টোনারও ভালো হতে পারে।

স্কিন অয়েলি হয় কেন


আপনি হয়তো ভাবছেন, তৈলাক্ত ত্বকেও কি আলাদা করে ময়শ্চারাইজার লাগানো প্রয়োজন আছে?

ময়শ্চারাইজার আপনার ত্বকে আর্দ্রতা ধরে রাখে। এর সঙ্গে তেল নিঃসরণের সম্পর্ক নেই। শুধুমাত্র জেল বেসড ময়শ্চারাইজার ব্যবহারের চেষ্টা করুন। আপনি অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন।


How to remove oily skin naturally


অনেকেই মনে করেন তৈলাক্ত ত্বকে হয় সানস্ক্রিন ব্যবহার কোনও প্রয়োজন নেই। মেঘলা দিনেও কি সানস্ক্রিন ব্যবহারের প্রয়োজন রয়েছে? বেরনোর অন্তত ১০ মিনিট আগে সানস্ক্রিন মেখে নেওয়ার।

এতে আপনার ত্বক ভালো থাকে। তবে জেল বেসড সানস্ক্রিন ব্যবহার করার চেষ্টা করুন। তৈলাক্ত ত্বকে এই ধরনের সানস্ক্রিনই বেশ ভালো কাজ করে।


How to stop oily face during the day


ঘৃতকুমারী বাঁ অ্যালোভেরা:


অ্যালো ভেরা ত্বকের শুষ্কতা প্রতিরোধ করে। রাতে ঘুমানোর আগে আপনার মুখে পাতলাভাবে ঘৃতকুমারী প্রয়োগ করুন এবং সকাল পর্যন্ত রেখে দিন। দেখবেন ত্বক কতো সুন্দর হয়ে যায়।।

Home remedies for oily skin and pimples

টমেটো:

ত্বকে অতিরিক্ত তেল এবং ত্বকের ছিদ্রগুলোতে ময়লা জমে বন্ধ হয়ে গেলে সেগুলো পরিষ্কার করতে টমেটো সাহায্য করে। টমেটো দিয়ে একটি এক্সফলিয়েটিং মাস্ক তৈরি করতে ১টি টমেটোর রসের সঙ্গে ১ চা চামচ চিনি মিশান। এরপর ম্যাসেজ করুন এবং ৫ মিনিটের জন্য রেখে দিন। মাস্কটি শুকিয়ে গেলে খুব ভালোভাবে মুখ ধুয়ে নিন।


আরোও পড়ুন,

Facial at home for glowing skin – ঘরে বসে ফেসিয়াল করার পদ্ধতি



Tags – Skin Care, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *