Spread the love

মুখের দাগ-ছোপ দূর করুণ এক নিমেষে – Remove Facial Blemishes In An Instant


মুখের দাগ নিয়ে খুব দুশ্চিন্তায় রয়েছেন? কিন্তু দাগ কী ভাবে তা দূর হবে সেটা বুঝতে পারছেন না?? নানা বাজার চলতি ক্রিম, লোশন ব্যবহার করেও ফল মিলছে না? তাহলে আসুন জেনে নেওয়া যাক কিছু ঘরোয়া পদ্ধতি, যা কাজে লাগিয়ে অনায়াসে মুছে ফেলতে পারবেন মুখের দাগ-ছোপ।


মুখে, বিশেষ করে দুই গালে, কপালে, গলায়, পিঠে একটা বয়সের পর দাগ-ছোপ পড়ে যায়।। তবে যাঁরা নিয়মিত ত্বকের যত্ন নেন, রোদের হাত থেকে সুরক্ষা নেওয়ার ব্যবস্থা করেন, তাঁরা দীর্ঘদিন এই ধরনের স্পটের হাত থেকে নিজেদের বাঁচাতে সক্ষম হন।


IMG_20221220_142316-1671526408147 মুখের দাগ-ছোপ দূর করুণ এক নিমেষে - Remove Facial Blemishes In An Instant

মুখের দাগ দূর করার উপায়


নিয়মিত ক্লেনজ়িং, টোনিং, ময়েশ্চরাইজ়িংয়ের রুটিন মেনে চলুন। রাতে শুতে যাওয়ার আগে ত্বকের আর্দ্রতা বজায় থাকছে কিনা দেখুন।। নারকেল তেল, অলিভ অয়েল, সুইট আমন্ড অয়েলও ময়েশ্চরাইজ়ার হিসেবে খুব কাজের। আপনার ত্বকের জন্য কোনটা সবচেয়ে ভালো, সেটা কেবল বুঝে নিতে হবে।


কোন কোন কারণে ত্বকে কালো ছোপ পড়ার আশঙ্কা বাড়ে………..


রোদ: ত্বকের ক্ষতি সবচেয়ে সূর্যের চড়া আলো করে।। রোদে বেরনোর আগে অতি অবশ্যই মুখসহ শরীরের সব খোলা অংশে সানস্ক্রিন লাগান।।


মুখের কালো দাগ তোলার উপায়


হরমোনের ভারসাম্যহীনতা: হরমোনের অতিরিক্ত বেশি বা কম ক্ষরণের জন্য আপনার ত্বকে গাঢ়রঙের দাগ-ছোপ পড়তে পারে।


মুখের দাগ-ছোপ দূর করতে যা করবেন –


রোদে পোড়া ত্বকে অ্যালো ভেরা, শসার রস আর দইয়ের মিশ্রণ লাগান, দারুণ কাজে দেবে!

লেবুর রস আর জলের মিশ্রণ: লেবুর রস আর মধুর মিশ্রণ দিয়ে সহজেই দাগ ছোপ দূর করা সম্ভব।।। লেবু প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে। এর সাইট্রিক অ্যাসিড আর ভিটামিন সি ক্রমশ গাঢ় কালো ছোপ হালকা করে দেয়। আপনার ফেস মাস্কেও লেবুর রস ব্যবহার করতে পারেন।


ত্বকের দাগ-ছোপ নিমেষে দূর করবে এই বিশেষ ঘরোয়া প্যাক


ভিটামিন ই তেল: যদি আপনার ভিটামিন ই তেলে কোনও অ্যালার্জি থাকে, তা হলে দিবেন না,, ভিটামিন ই ক্যাপসুল কিনে এনে তা থেকে তেল বের করে নিয়েও সরাসরি দাগের উপর লাগানো সম্ভব।


আলুর রস: আলু খুব ভালো করে ধুয়ে ছেঁচে রস বের করে নিন। তার পর সরাসরি সেই রস লাগিয়ে নিন দাগ-ছোপে। মিনিট দশেক অপেক্ষার পর ধুয়ে ফেলতে পারেন। ফেস প্যাক বানানো যায় আলুর রস, মধু আর লেবুর রস দিয়েও।


মুখের দাগ ছোপ দূর করার টিপস্


অ্যালো ভেরা জেল: অ্যালো ফেরা জেলও দাগ-ছোপ তাড়াতে খুব কার্যকর। সরাসরি অ্যালো ভেরা পাতা থেকে জেল বের করে নিয়ে ত্বকে লাগাতে পারেন। অ্যালো ভেরা জেল, চিনি আর লেবুর রসের মিশ্রণ তৈরি করে লাগিয়ে নিন ত্বকে।


আমন্ডের তেল: রাতে শুতে যাওয়ার আগে ময়েশ্চরাইজ়ারের বদলে কয়েক ফোঁটা সুইট আমন্ড অয়েল ব্যবহার করে দেখুন, চোখে পড়ার মতো ভালো ফল পাবেন!


মুখে কালো দাগ দূর করুন ঘরোয়া পদ্ধতিতে

• চন্দন গুঁড়োর সঙ্গে একটু গোলাপজল মিশিয়ে মুখে লাগান। এরপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।


• শুধু মধুও প্রতিদিন দাগের উপরে লাগাতে পারেন। এতে করে দাগ কমে আসবে।


• তৈলাক্ত ও সাধারণ ত্বকে দাগছোপ থাকলে শশার রস, আলুর রস দিয়ে দশ মিনিট রেখে ধুয়ে ফেলুন। প্রতিদিন এই রস ব্যবহার করতে পারেন।

Tags – Skin Care Skin Tips Beauty Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *