Spread the love

মুখের দাগ দূর করতে আপেল কে কাজে লাগান – Use Apples To Remove Facial Scars


IMG_20220407_133331-1649318628857 মুখের দাগ দূর করতে আপেল কে কাজে লাগান - Use Apples To Remove Facial Scars

পাঁচ দিনেই দূর হবে মুখের দাগ আপেল দিয়ে

আপেল এমন একটি ফল , এটি শুধু স্বাস্থ্যের জন্যই নয়, ত্বকের জন্যও উপকারী।আপেল এ রয়েছে ভিটামিন সি, ভিটামিন । ক্ষতিগ্রস্থ কোষ আপেল মেরামত করে এবং ত্বকে উজ্জ্বলতা আসে।


এবার জেনে নিন আপেল এর সাহায্যে মুখের দাগ কিভাবে দূর করা যায়,,


১/ ত্বককে টানটান রাখতে সাহায্য করে: আপেলের ফেসপ্যাক লাগালে ত্বক টানটান হতে শুরু করবে এবং ত্বকের ছিদ্র পরিষ্কার হতে শুরু করবে। এতে মুখের আর্দ্রতাও বজায় থাকবে।



২/ অ্যাপল মাস্ক, শুষ্ক ত্বকের জন্য এই ভাবে ব্যবহার করুন– আপেল ভালো করে চটকে নিন। এবার ১ চা চামচ দই ও আধা চা চামচ লেবুর রস মিশিয়ে মুখে লাগান। সপ্তাহে দুই থেকে তিনবার এটি করলে মুখের উজ্জ্বলতা ফিরে আসবে।

মুখের দাগ দূর করবে অ্যাপল, জানুন ব্যাবহারের পদ্ধতি

IMG_20220407_133309-1649318649661 মুখের দাগ দূর করতে আপেল কে কাজে লাগান - Use Apples To Remove Facial Scars


৩) ব্রণ দূর করতে ব্যবহার করুন:

আপেলের সাহায্যে আপনি ব্রণ থেকে মুক্তি পেতে পারেন। আপনার মুখে ব্রণ থাকলে আপেলের পেস্টে মধু মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট পর পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। আপেল প্রাকৃতিক ক্লিনজার হিসেবে ব্যবহার করতে পারেন।


৪/ সাধারণ ত্বকে আপেল ব্যবহার করুন-

এমনকি স্বাভাবিক ত্বকের মানুষরাও আপেল ব্যবহার করতে পারেন। এর জন্য আপেলের পেস্টে ১ চা চামচ ডিমের সাদা অংশ, ২ চা চামচ দই এবং আধা চা চামচ গ্লিসারিন মিশিয়ে মুখে লাগান। ২৫ মিনিট পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি করলে মুখে উজ্জ্বলতা ফিরে আসবে।


৫/ তৈলাক্ত ত্বকের যত্নে:

একটি পাত্রে ১ টেবিল চামচ আপেলের পেস্ট, ১ টেবিল চামচ লেবুর রস ও প্রয়োজন মতো দই মেশান। ভালো করে পেস্ট তৈরি করে মুখ ও গলার ত্বকে লাগান । ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে আপনার ত্বকের অতিরিক্ত তেল দূর হবে।


IMG_20220407_133320-1649318638588 মুখের দাগ দূর করতে আপেল কে কাজে লাগান - Use Apples To Remove Facial Scars


৬/ স্ক্রাব হিসেবে:

১ টেবিল চামচ ওটমিল গুঁড়ার সঙ্গে ১ চা চামচ মধু ও ১ চা চামচ আপেলের রস মেশান। পরিমাণ মতো গোলাপজল দিয়ে পেস্ট একটি তৈরি করুন। পরিষ্কার ত্বকে লাগিয়ে অপেক্ষা করুন কয়েক মিনিট। শুকিয়ে গেলে পানি ছিটিয়ে স্ক্রাব করে ধুয়ে ফেলুন। দূর হবে ত্বকের মৃত চামড়া।


Tags – Skin Tips Skin Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *