Spread the love

মুখের ব্রণ ও কালো দাগ দূর করার সহজ উপায় – Easy Way To Get Rid Of Acne And Dark Spots On Face


মুখে ব্রণ ও কালো দাগের সমস্যায় ভুগছেন? সাধারণত ব্রণ সেরে যাওয়ার পর মুখের ত্বকে এই ধরনের কালো দাগ রেখে যায়। আর তখনি হয় সমস্যা,,কিন্তু যদি প্রাকৃতিক উপায়ে এই ধরনের কালো দাগ দূর করা যায়, তাহলে সবচেয়ে ভাল হয়। আজকে এমন কিছু টিপস্ বলবো যা মুখের ত্বককে করে তোলা যাবে দাগমুক্ত…..


IMG_20230312_213647-1678637228098 মুখের ব্রণ ও কালো দাগ দূর করার সহজ উপায় - Easy Way To Get Rid Of Acne And Dark Spots On Face

মুখে ব্রণ কমানোর উপায়

১. কাঁচা হলুদ এবং চন্দনকাঠের গুঁড়ো

কাঁচা হলুদ এবং চন্দনকাঠের গুঁড়ো ব্রণের জন্য খুবই কার্যকর দুটো উপাদান। সমপরিমাণ বাটা কাঁচা হলুদ এবংচন্দন কাঠের গুঁড়ো একত্রে নিয়ে এতে পরিমাণ মত জল মিশিয়ে পেষ্ট তৈরি করতে হবে। মিশ্রণটি এরপর ব্রণ আক্রান্ত জায়গায় লাগিয়ে রেখে কিছুক্ষণ পর শুকিয়ে গেলে মুখ ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এটি ব্রণের দাগ দূর করতে সাহায্য করে।

২. আপেল এবং মধুর মিশ্রণ

আপেল এবং মধুর মিশ্রণ হচ্ছে ব্রণের দাগ দূর করার সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া পদ্ধতি। প্রথমে আপেলের পেষ্ট তৈরি করে তাতে ৪ ফোঁটা মধু মিশাতে হবে। মিশ্রণটি মুখে লাগিয়ে কিছুক্ষন অপেক্ষা করে এরপর মুখ ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে।

মুখে ব্রণ দূর করার সহজ উপায়

৩. দিনে দুইবার অ্যালোভেরা জেল মুখে লাগান এবং ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি শুধুমাত্র ব্রণের দাগই দূর করবে না, বরং আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং টানটান হবে।


৪. একটি লাল টমেটোর কিছু অংশ নিয়ে তার রস নিন। এরপর তা শশার রসের সঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ বার এই প্যাকটি লাগান। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।


দ্রুত ব্রণ দূর করার উপায়

৫. লেবু একটি প্রাকৃতিক ব্লিচ। লেবুর রসের সঙ্গে সামান্য জল মিশিয়ে একটি তুলার বলের সাহায্যে তা মুখে ৩ থেকে ৪ মিনিট ঘষুন। যদি সেনসিটিভ স্কিন হয় তাহলে এর সঙ্গে গোলাপ জল মিশিয়ে নিন। ভিটামিন ই ক্যাপসুল ত্বকের জন্য খুবই উপকারি। এটিও মিশাতে পারেন।।


৬. ১ টেবিল চামচ লেবুর রস, ১ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ আমন্ড তেল, ২ টেবিল চামচ দুধ একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। একটানা ৭ থেকে ১০ দিন এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারেন।


৭ দিনে ব্রণ দূর করার উপায়

৭. ডিমের সাদা অংশ

রাতে শোয়ার আগে ডিমের সাদা অংশ ব্রণ আক্রান্ত জায়গায় ম্যাসেজ করে সারারাত রাখতে পারেন। এটি আপনার ত্বকের খসখসে ভাব দূর করে। সবচেয়ে ভালো হয় যদি এর সাথে লেবুর রস ও মধু যোগ করা যায়।


IMG_20230312_213609-1678637228599 মুখের ব্রণ ও কালো দাগ দূর করার সহজ উপায় - Easy Way To Get Rid Of Acne And Dark Spots On Face

ব্রণের দাগ ও গর্ত দূর করার উপায়

৮. পেঁপে ও চালের গুঁড়ো

ব্রণ হবার একটি অন্যতম কারণ হলো অপরিষ্কার ত্বক। তাই ত্বক রাখতে হবে পরিষ্কার। নিয়মিত স্ক্রাবিং ত্বককে পরিষ্কার রাখতে সাহায্য করে। পাকা পেঁপে চটকে নিন এক কাপ। এর সাথে মেশা এক টেবিল চামচ পাতিলেবুর রস মিশ্রণটি মুখে লাগান। ২০-২৫ মিনিট মাসাজ করে স্নান করে ফেলুন। পেঁপে ছাড়াও ব্যবহার করতে পারেন ঘৃতকুমারীর রস।


How to remove dark spots caused by pimple overnight


IMG_20230312_213622-1678637228313 মুখের ব্রণ ও কালো দাগ দূর করার সহজ উপায় - Easy Way To Get Rid Of Acne And Dark Spots On Face
আরও পড়ুন,

How to remove black spots from face at home

ব্রণ ও ব্রণের দাগ থেকে মুক্তি পেতে কিছু টিপস…


১) প্রতিদিন ৯-১০ গ্লাস জল পান করুন।


২) প্রতিদিন যেকোনও ধরনের মৌসুমি ফল খান। এটি আপনার ত্বককে সতেজ রাখবে। যতটা সম্ভব তেলযুক্ত বা ফাষ্ট ফুড জাতীয় খাবার পরিহার করুন।


৩) সব সময় বাইরে থেকে আসা মাত্র মুখ ফেইস ওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন। এতেকরে ত্বকে জমে থাকা ধূলোবালি পরিষ্কার হয়ে যাবে।


৪) আমাদের মধ্যে অনেকেরই নখ দিয়ে ব্রণ খোটার বাজে অভ্যাস রয়েছে।আমাদের বুঝতে হবে এটা কোন সমাধান না। উল্টো এতে ব্রণের অবস্থা আরও খারাপ হবে। এর ফলে ব্রণ লাল হয়ে যাবে।


৫) শাক সবজি প্রচুর পরিমানে খান।।। ভাজা পড়া কম খাবেন।।




Tags – Skin Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *