Spread the love

মেকআপের পর মুখ কালো হয়ে গেছে? সমাধান দেখে নিন – Face Black After Makeup? Check Out The Solution

প্রায়ই শোনা যায় মেকআপের পরে মুখটা কালো হয়ে গেছে, যেখানে মুখ আকর্ষণীয় দেখানোর কথা। সেখানে মুখ কালো হয়ে ভুতের মত লাগছে,,,

আপনারা জানেন কি?

স্কিন টাইপ এবং শেডের সাথে মিল রেখে ফাউন্ডেশন ব্যবহার করলেও কিছু সময় পরে তা কালো হয়ে যায়। কারণ ফাউন্ডেশনের অয়েল ত্বকের ন্যাচারাল অয়েলের সাথে মিশে ত্বকের পিএইচ ব্যালেন্সের সাথে বিক্রিয়া করে। ফলে ফাউন্ডেশনের শেড বদলে মুখ কালো হয়ে যায়।



1642691265-1662736968310 মেকআপের পর মুখ কালো হয়ে গেছে? সমাধান দেখে নিন - Face Black After Makeup? Check Out The Solution

মেকআপের পর মুখ কালো হয়ে যায়? এর থেকে মুক্তি পাওয়ার কৌশল!



আজকের আর্টিকেল থেকে জানবেন মেকআপের পরে মুখ কালো হয়ে যাওয়া থেকে বাঁচার কৌশলগুলো সম্পর্কে –

টোনার ও ময়েশ্চারাইজার ব্যবহার


ত্বক পরিষ্কার করে এক্সফোলিয়েট করুন। এরপর ব্যবহার করুন টোনার। এতে ত্বক মসৃণ ও উজ্জ্বল দেখাবে। এরপর ব্যবহার করুন ময়েশ্চারাইজার। ত্বকে পর্যাপ্ত আর্দ্রতা ধরে রাখতে এটি করতে হবে।


মেকআপ কালো হয়ে যায় কোনো? জেনে নিন সমাধান

মেকআপের সময়ে আমরা সবার প্রথমে ফাউন্ডেশন ব্যবহার করি। কিন্তু এতে ফাউন্ডেশনের রাসায়নিকের সাথে স্কিনের ন্যাচারাল অয়েলের বিক্রিয়া ঘটে বলে মেকআপের পরে মুখ কালচে দেখায়। এ ক্ষেত্রে ফাউন্ডেশনের আগে মুখে প্রাইমার ব্যবহার করা অত্যাবশ্যক।


ত্বকে প্রাইমার অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। এটি অতিরিক্ত সিবাম ক্ষরণ নিয়ন্ত্রণ করে, ত্বকের আর্দ্রতা বজায় রাখে, উজ্জ্বলতা বাড়ায়, এবং স্কিন টোন সমানভাবে বজায় রাখে।


মেকআপের কিছুক্ষণ পর মুখে কালচে ভাব, কী করবেন জেনে নিন

ফাউন্ডেশন ব্যবহার করতে হবে সঠিকভাবেঃ

ফাউন্ডেশন ছাড়া মেকআপে গ্ল্যামারাস লুকটা আসবে না। আবার স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন ব্যবহার না করলে মেকআপটা ভালোও দেখাবে না। তাই সঠিক ফাউন্ডেশন বাছাই করুন সুন্দর লুকের জন্য।


foundation-shade-1662736968091 মেকআপের পর মুখ কালো হয়ে গেছে? সমাধান দেখে নিন - Face Black After Makeup? Check Out The Solution

মেকআপের পর কালচে হলে যা করবেন



সঠিক ফাউন্ডেশন বাছাই করছেন কিনা তা বুঝতে দোকানে থাকতেই টেস্ট করে নিন (যদি সম্ভব হয়)। সামান্য ফাউন্ডেশন লাগিয়ে কয়েক ঘন্টা অপেক্ষা করুন। যদি ঠিকমতো ত্বকে বসে যায় তবেই কিনুন।

ফাউন্ডেশন অবশ্যই ক্রিম মাখানোর মতো করে ত্বকে অ্যাপ্লাই করবেন না। ফোঁটা ফোঁটা করে ফাউন্ডেশন লাগিয়ে আঙ্গুলের ডগা বা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিন। নিচ থেকে উপরের দিকে ব্লেন্ড করলে বেশি ভালো হয়। তাড়াহুড়ো একদম করবেন না,।আপনার ত্বকের ধরন বুঝে বাছতে হবে ফাউন্ডেশন। এটি প্রাইমারের সঙ্গেও মানানসই হতে হবে। ওয়াটার বেসড প্রাইমার হলে ফাউন্ডেশনও ওয়াটার বেসড হতে হবে। এর উল্টোটা হলে কিন্তু মেকআপ ভালোভাবে সেট হবে না। ফাউন্ডেশন ব্যবহার করতে হবে হালকা প্রলেপে। এটি আপনার ত্বকে মসৃণ টেক্সচার দেবে মেকআপকে দীর্ঘস্থায়ী করবে


কনসিলার বেশি গাঢ় করবেন নাঃ

কনসিলারের কাজ মূলত চোখের চারপাশের ও মুখের দাগগুলো নিখুঁতভাবে ঢাকা। কনসিলার লাগানোর কয়েক ঘন্টা যেতে না যেতেই যদি দাগ স্পষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কোন লাভ নেই।


ওয়াটারপ্রুফ আইলাইনার ও মাসকারা


মাসকারা ও আইলাইনার ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হতে হবে। এই দুটি ভালো মানের না হলে তা আপনার সাজকে নষ্ট করে দেবে। যদি ওয়াটারপ্রুফ আইলাইনার ও মাসকারা ব্যবহার করেন তবে তা দীর্ঘ সময় টিকে থাকবে।


ভালো কমপ্যাক্ট পাউডার


কমপ্যাক্ট পাউডার ভালো হলে তা মেকআপকে দীর্ঘস্থায়ী করে। এতে ত্বক দেখতে সুন্দর লাগে।


কিছু লুজ পাউডারের পিগমেন্টশন এত বেশী থাকে যে সেটা দিনের বেলা আপনার তৈলাক্ত ত্বকের ফাউন্ডেশন প্রকৃত কালার বদলে ফেলতে পারে। বিকল্প হিসেবে ট্রান্সলুসেন্ট পাউডার ব্যবহার করুন।


মেকআপের পর মুখ কালো দেখায় কোনো


শুষ্ক লিপস্টিক পরিহার করুনঃ

অতিরিক্ত শুষ্ক বা ম্যাট লিপস্টিক ব্যবহারে ঠোঁট কয়েক ঘন্টার ভিতরেই শুষ্ক, নিষ্প্রাণ, ও ফাটা দেখাবে। লিপবাম বা লিপগ্লস ব্যবহারেও সমাধান মিলবে না। ঠোঁট ফাটার সমস্যা থাকা থাকলে ম্যাট লিপস্টিক এড়িয়ে যাওয়াই উত্তম।


সবশেষে ব্যবহার করুন সেটিং পাউডার ও সেটিং স্প্রেঃ


মেকআপের সর্বশেষ ধাপ হচ্ছে সেটিং পাউডার ও সেটিং স্প্রে ব্যবহার করা। যাদের স্কিন তৈলাক্ত বা কম্বাইন্ড, মেকআপ করলে কালচে দেখায়, তাদের জন্য এই দুইটি জিনিস ব্যবহার করা অত্যাবশ্যক।


মেকআপ করার পরে সঠিকভাবে সেটিং পাউডার না লাগালে মুখ পাউডারি দেখাবে। সেটিং স্প্রে ব্যবহারে সেই ডাস্টি ভাবটা কেটে যাবে। এছাড়াও সেটিং স্প্রে স্কিনে গ্লোয়িং ইফেক্ট আনবে ও ন্যাচারাল দেখাবে। পাশাপাশি দিনভর মেকআপকে স্মাজ-ফ্রি রাখতেও সেটিং স্প্রে-র জুড়ি নেই।


বেসিক স্কিনকেয়ার রুটিন মেনে চলুনঃ

মেকআপ-পরবর্তী কালচে ভাব দূর করার জন্য সঠিকভাবে মেকআপ করা যেমন জরুরি, ঠিক ততোটাই জরুরি স্কিনকে গভীর থেকে পরিষ্কার রাখা।


নিয়ম মেনে প্রতি সপ্তাহে ক্লিনজিং, টোনিং, ও স্ক্রাবিং করুন। ত্বকের মৃত কোষ, রোদে পোড়া দাগ, মেছতার দাগ, ব্রণের সমস্যা কমে আসতে বাধ্য। ত্বকের ধরণ বুঝে সিরাম ও ময়েশ্চারাইজার ব্যবহার করুন। বাইরে বের হবার সময়ে সানস্ক্রিন ও ছাতা ব্যবহার করুন।


স্কিনের পিএইচ ব্যালেন্স ঠিক রাখুনঃ

মেকআপ কালো হয়ে যাওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে স্কিনের পিএইচ ব্যালেন্স ঠিক না থাকা। তাই এই সমস্যা সমাধানের জন্য ভালোমানের টোনার ব্যবহার করতে হবে। বলিরেখা দূর করতে ও ত্বকের বাড়তি পরিচ্ছন্নতা নিশ্চিত করতে টোনারের কোন বিকল্প নেই।


ব্লটিং টিস্যু ব্যবহার করুন-


ত্বকের বাড়তি তেল মুছে ফেলতে বেশী বেশী পাউডার ব্যবহারের বদলে ব্লটিং টিস্যু ব্যবহার করতে পারেন।




Tags – Beauty Tips Skin Tips Life Style


By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *