Spread the love

মেক-আপ করার আগে ত্বককে এভাবে রেডি করুণ – Prepare The Skin Like This Before Applying Make-Up


মেকআপ করার আগে ত্বকের ঠিকমতো যত্ন নেওয়া দরকার। ত্বককে রেডি করা দরকার।। ত্বক টানটান, সতেজ থাকলে তার উপর ফাউন্ডেশন, কনসিলার, ব্রোঞ্জারের মতো মেকআপ ভালোভাবে সেট করলে, মেকআপ থাকে বহুক্ষণ। কাজেই মেকআপ করার আগে ত্বকের এমন কিছু প্রাথমিক যত্ন নিন…….

যদি মেক-আপ নিখুঁত করতে চান, তাহলে অনেক আগে থেকে নিজেকে, নিজের ত্বককে প্রস্তুত করুন…..


IMG_20230224_221330-1677257090542 মেক-আপ করার আগে ত্বককে এভাবে রেডি করুণ - Prepare The Skin Like This Before Applying Make-Up

মেক-আপ করার আগে ৯ টি ধাপে ত্বক প্রস্তুত করুন

১/ ত্বককে করুন নির্মল আর পরিচ্ছন্ন

মেকআপ করার আগে খুব ভালোভাবে মুখ পরিষ্কার করা প্রয়োজন,, পন্ড’স পিওর হোয়াইট অ্যান্টি-পলিউশন ফেসওয়াশ ব্যবহার করুন, যেটি আপনার মুখের ধুলোময়লার দাগছোপ তুলে ফেলে ত্বককে করবে উজ্জ্বল আর নির্মল,, তাই এটি মুখে মাখুন,, সারা মুখে ভালো করে ঘষুন আর তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।।

২/ মরা কোষ তুলে ফেলুন

যদি হালকা মেক-আপ করার প্ল্যান থাকে,, এই ধাপটি এড়াতে পারেন,, কিন্তু যদি ভারী মেক-আপ করতে চান, তাহলে ভালো করে আগে ত্বকের মরা কোষ তুলে ফেলুন,, এর জন্য ব্যবহার করুন সেন্ট আইভস ফ্রেশ ফেস অ্যাপ্রিকট স্ক্রাব, যাতে আছে অ্যাপ্রিকটের গুণ ত্বককে স্নিগ্ধ ও সুরক্ষিত করে এবং একই সঙ্গে ত্বকের মৃত কোষগুলিকে নির্মূল করে৷


মেকআপ করার জন্য ত্বককে কীভাবে প্রস্তুত করবেন

৩/ বরফ ঘষুন

মুখ ধোওয়ার সময় মুখের রোমছিদ্রগুলো প্রসারিত হয়ে যায়, টোনারের কাজ তা সঙ্কুচিত করে আগের অবস্থায় ফিরিয়ে আনা। টোনার হিসেবে বরফ ব্যবহার করুন। পাতলা পরিষ্কার কাপড়ে বরফ মুড়ে সারা মুখে আলতো করে বুলিয়ে নিন। মুখে বরফ ঘষার বেশ কিছু বাড়তি উপকারিতাও রয়েছে। বরফ মুখে রক্ত সংবহন বাড়িয়ে তুলে একটা বাড়তি আভা এনে দেয়।।


IMG_20230224_221342-1677257090230 মেক-আপ করার আগে ত্বককে এভাবে রেডি করুণ - Prepare The Skin Like This Before Applying Make-Up

ন্যাচারাল মেকআপ করার নিয়ম

৪/ হাইড্রেটিং ক্রিম মাখুন

মেকআপ করার আগে মুখে ভালোভাবে ময়শ্চারাইজ়ার বা হাইড্রেটিং ক্রিম মাখুন,, এমন ময়শ্চারাইজ়ার বা হাইড্রেটিং ক্রিম মাখুন যাতে ভিটামিন সি রয়েছে। মেকআপ শুরু করার আগে সারা মুখে আর গলায় খুব ভালো করে ক্রিম মেখে নিন যাতে ত্বক আর্দ্র থাকে।

৫/ ত্বক টোন করুন

ত্বকে যদি কোনও অবশিষ্ট অবাঞ্ছিত ময়লা লেগে থাকে, তার জন্য টোনার ব্যবহার করা খুব জরুরি| টোনার একই সঙ্গে আপনার ত্বকের ছিদ্রগুলি বন্ধ করে দিয়ে ধুলোবালির প্রবেশ নিষিদ্ধ করে এবং আপনার ত্বকের আর্দ্রতা বজায় রাখে।।

৬/ সিরাম

সিরাম হল ত্বকের জন্য খুব কার্যকর।।ময়েশ্চরাইজ়ার ব্যবহারের আগে সিরাম ব্যবহার করলে তা ত্বকে বাড়তি ভিটামিন আর খনিজ পদার্থ সরবরাহ করে।


মেকাপ করার আগে কি দিতে হয়


IMG_20230224_221432-1677257089379 মেক-আপ করার আগে ত্বককে এভাবে রেডি করুণ - Prepare The Skin Like This Before Applying Make-Up
আরও পড়ুন,

মেকআপ করতে কি কি লাগে তার নাম

৭/ ময়েশ্চরাইজ়েশন

মেকআপের আগে যে ময়েশ্চরাইজ়ার ব্যবহার করছেন, তা যেন আপনার ত্বককে তেলতেলে না করে দেয়,, এটি যেন আপনার মেকআপের পক্ষে উপযোগী সেরা ‘বেস’ হিসেবে কাজ করে,,।।

৮/ প্রাইমার

মেকআপ শুরুর আগে চাই প্রাইমার, কারণ এটি আপনার ত্বকে তেলের ভাব নিয়ন্ত্রণে রাখে আর আপনার মেকআপ হয় যথাযথ আর দীর্ঘস্থায়ী।


IMG_20230224_221419-1677257089672 মেক-আপ করার আগে ত্বককে এভাবে রেডি করুণ - Prepare The Skin Like This Before Applying Make-Up
আরও পড়ুন,

৯/ সঙ্গে রাখুন লিপ বাম

মুখের মতো ঠোঁটও শুষ্ক হয়ে যায়, তাই মুখে যেমন ময়শ্চারাইজ়ার মাখছেন তেমনি ঠোঁট আর্দ্র রাখার জন্য লিপস্টিক লাগানোর আগে অবশ্যই লিপ বাম লাগিয়ে নিন। লিপ বাম লাগানোর পর সঙ্গে সঙ্গে লিপস্টিক লাগাবেন না, মিনিট পাঁচেক সময় দিন।




Tags – Skin Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *