Spread the love

মেক আপ ছাড়াই দুর্গাপুজোয় রূপের জেল্লায় সবাইকে মুগ্ধ করতে চান? রইলো টিপস আপনার জন্য – Want To Dazzle Everyone With A Look On Durga Puja Without Make-Up? Here Are Some Tips For You

কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। দুর্গাপুজো ঘিরে প্ল্যানিং কার্যত তৈরি। পঞ্চমীতে কোন প্যান্ডেল, অষ্টমীতে কিভাবে সাজবো আর নবমীতে কোথায় খাওয়া দাওয়া হবে তার ছক ইতিমধ্যেই অনেকে কেটে ফেলেছেন! পুজোর শপিং প্রায় শেষের মুখে। এবার ভাবছেন ত্বকের পরিচর্যা নিয়ে? চিন্তা নেই,,মেক আপ ছাড়াই কীভাবে রূপ লাবণ্য তুলে ধরা যায়, দেখে নিন তার সিক্রেট টিপস।



IMG_20220823_211606-1661269582540 মেক আপ ছাড়াই দুর্গাপুজোয় রূপের জেল্লায় সবাইকে মুগ্ধ করতে চান? রইলো টিপস আপনার জন্য - Want To Dazzle Everyone With A Look On Durga Puja Without Make-Up? Here Are Some Tips For You

ত্বকের জেল্লা ফেরানোর উপায়


রোজ রাতে এই কাজটি দরকার- রোজ রাতে শোবার আগে ঈষদুষ্ণ গরম জলে মুখ ধুয়ে ফেলুন। এরপর কোনও হালকা ক্রিম লাগিয়ে নিন। ভাল করে গালের নিচের অংশ থেকে উপরের দিক বরাবর তা মাসাজ করুন।


বরফ জমানো দুধ: কাঁচা দুধ ফ্রিজে রেখে জমিয়ে বরফ করে নিন। তার পরে সেই জমানো দুধ মুখে লাগান। তাতে ত্বক অনেকটাই পরিষ্কার হবে। তাছাড়া ত্বকে তেলের মাত্রা কিছুটা নিয়ন্ত্রণে থাকবে।


গ্রিন টি: এটিও দারুণ জনপ্রিয় একটি উপাদান। এক কাপ জল গরম করে, তার মধ্যে গ্রিন টি দিন। তার পরে সেটি ফুটিয়ে নিন। ঠান্ডা হয়ে গেলে তা দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটিও আপনাকে দিতে পারে কোরিয়ানদের মতো টানটান ত্বক।

মধু: এটি ভিতর থেকে ত্বকের উপকার করে। সকালে অল্প গরম জলে মধু মিশিয়ে পান করেন তাঁরা। এতে ত্বকের উপকার হয়। ত্বক উজ্জ্বল হয়।


রূপের জেল্লা ধরে রাখার উপায়


গরম জলে ভেজানো তোয়ালে: গরম জলে তোয়ালে ভিজিয়ে নিন। তার পরে সেটি চেপে জল বার করে দিন। এই ভেজা তোয়ালে মুখের উপর রাখুন। এতে মৃত কোষগুলি ত্বক থেকে খসে যাবে। ত্বকে নানা ধরনের সংক্রমণের আশঙ্কা কমবে।


চাল গুঁড়ো: চালের গুঁড়োর সঙ্গে অ্যালো ভেরা জেল মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। সেটি মুখে মাখিয়ে রাখুন। ২০ মিনিট পরে ঘরের তাপমাত্রার জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। তাতে ত্বক পরিষ্কার হবে।


চন্দনের গুঁড়ো ত্বকের রঙ ফেরাতে ম্যাজিকের মত কাজ করে। চন্দনের গুঁরো থাকলে তা ত্বকে লাগিয়ে নিন, দেখবেন কিছুক্ষণের মধ্যেই ত্বকের হারানো রঙ ফিরে পাবেন। সঙ্গে মিশিয়ে নিতে পারেন মধু।


রাতে শোওয়ার আগে নাইট ক্রিম মেখে রাখুন। এতে ত্বক অনেক বেশি তরতাজা হয়ে ওঠে, ও পরের সকালে ত্বকের ক্লান্তি মিলিয়ে যায়।


অল্প মেক আপ ও লিপস্টিক- ঠোঁটে যদি গোলাপী রঙ পেতে চান, তাহলে অবসর সময়ে ঠোঁটে মাখন বা দুধের সর লাগিয়ে রাখুন। পুজোয় গাঢ় রঙের লিপস্টিকের জায়গায় হালকা রঙের লিপস্টিক লাগালেও ঠোঁটের আকর্ষণ আলাদাই থাকবে!


আইব্রো- যদি আপনার আইব্রো কালো না হয়, তাহলেও চিন্তা নেই। পুজোর ২ মাস আগে থেকে আশপাশের এলাকায় খুঁজে নিন কেশুত পাতা। আর তা অল্প জলে বেঁটে দুই আইব্রোতে লাগিয়ে নিন। পুজোর সময়ের মধ্যে খানিকটা ঘন কালো আইব্রো পেয়ে যাবেন।


চুলের যত্ন- চুলের যত্নেও কেশুত পাতার গুরুত্ব রয়েছে। তবে ঘন কালো চুল পেতে ভৃঙ্গরাদের তেল খুবই কাজে দেয়। নিয়মিত স্ক্যাল্প পরিষ্কার রাখাও জরুরি।


সব মিলিয়ে পুজোর আগে ঘরোয়া এই টিপস মেনে চললেই আপনার রূপে পছন্দের কেউ মাতোয়ারা হতেই পারেন!বুজলেন????



Tags – Some Tips For Skin
Beauty Tips
Skin Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *