Spread the love

মেয়েদের ত্বকচর্চার জন্য সিরামের ব্যবহার – Use Of Serum For Women’s Skin Care

যে কোনও বয়সের মেয়েদের জন্যই সিরাম একটি জরুরি ত্বকচর্চার উপাদান।।। ত্বকের ঠিকঠাক যত্ন নিতে অবশ্যই সিরাম ব্যবহার করা প্রয়োজন।।।


আপনার বয়স যাই হোক না কেন, আপনার রোজকার ত্বক পরিচর্যায় যদি সিরাম না থেকে থাকে, তা হলে দারুণ ভুল করছেন।


IMG_20221129_194818-1669731510151 মেয়েদের ত্বকচর্চার জন্য সিরামের ব্যবহার - Use Of Serum For Women's Skin Care

কোন ত্বকের জন্য কোন সিরাম



সিরাম সত্যিই ত্বকের যত্নে জরুরি –

তবে আমি বলবো হ্যাঁ সত্যি সিরাম সত্যিই ত্বকের যত্নে জরুরি।।।সিরামের সবচেয়ে বড় উপকারিতাটা হল, সিরাম সত্যি সত্যিই ত্বকের গভীরে গিয়ে কাজ করে। সাধারণত ক্লেনজার আর ময়শ্চারাইজারে 5 থেকে 10% সক্রিয় উপাদান থাকে, সে জায়গায় সিরামে থাকে প্রায় 70% পর্যন্ত। ত্বকের রং সমান করা, সূক্ষ্ম রেখা কমানো, ত্বক উজ্জ্বল করা বা টানটান করা, কালো দাগছপ কমানো, এক কথায় আপনার চাহিদা যাই হোক না কেন, সিরামেই লুকিয়ে রয়েছে আপনার সব সমস্যার সমাধান।।


সিরাম ব্যবহারের নিয়ম


সিরামের পেপটাইড, স্টেম সেল, ভিটামিন ও অন্যান্য উপকারী মিনারেলের মতো অ্যাকটিভ উপাদানগুলো ত্বকের উপরিভাগের স্তর অতিক্রম করে গভীরে পৌঁছে যায়, ফলে ত্বক একদম ভিতর থেকে পুষ্টি পেয়ে সতেজ হয়ে ওঠে। সিরাম একদম হালকা আর জলের মতো হওয়ার সুবাদে এটি ত্বকে খুব তাড়াতাড়ি শুষে যায় এবং কোনওরকম ব্রণ বেরোয় না!


IMG_20221129_194802-1669731509852 মেয়েদের ত্বকচর্চার জন্য সিরামের ব্যবহার - Use Of Serum For Women's Skin Care

ওয়েলি স্কিনের জন্য সিরাম



তেলতেলে মুখ যাদের


সিরামের ঘনত্ব অনেক পাতলা আর ত্বকে সাধারণ ময়শ্চারাইজের চেয়ে অনেক তাড়াতাড়ি শুষে যায়, কোনও তেলতেলে ভাবও থাকে না।


বেস্ট ফেস সিরাম


নরমাল স্কিন

এই ধরণের ত্বকে স্বাভাবিক অবস্থা বজায় থাকে সবসময়ই। বেশি অয়েলিও না আবার বেশি শুষ্কও না। নরম আর মসৃণ থাকে সারাবছর জুড়ে। তবে যত্নের অভাবে ত্বক হয়ে উঠতে পারে শুষ্ক ও রুক্ষ।

যেসব সিরাম সব ধরনের স্কিন টাইপসের জন্য প্রযোজ্য, সেসব সিরাম নির্দ্বিধায় ব্যবহার করা যাবে নরমাল স্কিনে। তবে রেটিনল আর ভিটামিন সি সম্পন্ন সিরাম ব্যবহার করাটাই বেশি ভালো।


ত্বকের যত্নে ফেস সিরাম

ড্রাই স্কিন

রুক্ষ, খসখসে এবং অমসৃণ ত্বক মানেই ড্রাই স্কিন। আর্দ্রতার অভাবে ড্রাই স্কিন বিবর্ণ ও নিষ্প্রাণ দেখায়। আর শুষ্ক থাকার দরুণ স্কিনে চুলকানি ও জ্বালাপোড়া শুরু হয়। তাদের অবশ্যই সিরাম ব্যবহার করা উচিৎ।।


Tags – Skin Care Skin Tips Beauty Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *