Spread the love

মেয়েদের মুখের ব্রণ দূর করার উপায় – Ways To Remove Facial Acne In Girls


মেয়েরা মুখের ব্রণ নিয়ে দুশ্চিন্তায় থাকেন। যে কোনো উৎসব বা অনুষ্ঠানের আগে ত্বকে ব্রণ হলে সৌন্দর্য অনেকখানি ফিঁকে হয়ে যায়! তবে এমন ক্ষেত্রে কীভাবে রাতারাতি ব্রণ দূর করা যায়, তা নিয়ে অনেকেই উপায় খোঁজেন ইন্টারনেটে। তাহলে কী করে ব্রণ দূর করা যায় রাতারাতি সেটি জেনে নিন…..


IMG_20230312_215912-1678638564542 মেয়েদের মুখের ব্রণ দূর করার উপায় - Ways To Remove Facial Acne In Girls

রাতারাতি মুখে ব্রণ দূর করার উপায়

১/ নরম কাপড়ে বরফের টুকরো পেঁচিয়ে নিন। কাপড়টি আলতো করে ব্রণের ওপর রাখুন। ২০ সেকেন্ড রেখে সরিয়ে নিন। এটি এক দিনের মধ্যে ব্রনের ফোলা ভাব কমিয়ে দেবে।।

২/ এক টেবিল চামচ লেবুর রস এবং এক চা-চামচ দারুচিনি গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি সারা রাত ব্রণে লাগিয়ে রাখুন। সকালে কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

How to remove ance naturally

৩/ টি ট্রি অয়েল দিলে দ্রুত ব্রণ কমিয়ে দেয় ত্বক থেকে। ঘুমোতে যাওয়ার আগে এক ফোঁটা টি-ট্রি অয়েল ব্রণের ওপর লাগিয়ে নিন। সকালে ঘুম থেকে জেগে সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন ব্রণ কমে গেছে।


৪/ লেবুর রস মাখিয়ে রাতারাতি ব্রণ দূর করা যায়। সে জন্য একটি তুলা নিন। তাতে লেবুর রস মাখান। রাতে ঘুমাতে যাবার আগে তুলাটি ব্রণের ওপরে কিছুক্ষণ রাখুন। সকালে সাধারণ তাপমাত্রার জল দিয়ে ধুয়ে নিন।।

394659692a460258b45a99f1424ea357ea1ec-1678638565029 মেয়েদের মুখের ব্রণ দূর করার উপায় - Ways To Remove Facial Acne In Girls

How To I get rid of female ance

৫/ নিম পাতা খাওয়া খুবই উপকারী। আসলে, এই ভেষজটি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে।ব্রণমুক্ত ত্বক পেতে এটি ব্যবহার করতে পারেন।নিমের ফেসপ্যাকও ব্যাবহার করতে পারেন।


৬/ গ্রীষ্মে পেট সংক্রান্ত ঝামেলার পেছনে রয়েছে ব্রণ বা ত্বকের অন্যান্য সমস্যা। পেটের মধ্যে তাপ বেড়ে যদি যায়। তাহলে বুঝে নিবেন মুখে পিম্পল হওয়ার পেছনে এটিও একটি প্রধান কারণ।এমন অবস্থায় বেলের সরবত আপনার পাকস্থলী ও অন্ত্রের তাপ প্রশমিত করে।


৭/ ঘৃতকুমারী রোদে পোড়া ত্বককে ঠান্ডা রাখতে সাহায্য করে। এছাড়াও এটি ত্বককে ময়েশ্চারাইজড রাখে।

aloe-vera-gel-in-bowl-scaled-1678638564842 মেয়েদের মুখের ব্রণ দূর করার উপায় - Ways To Remove Facial Acne In Girls
আরও পড়ুন,
গ্রীষ্মে অ্যালোভেরা বিভিন্নভাবে ব্যবহার করা যেতে পারে। এমন অবস্থায় ঘরে তৈরি ফেসপ্যাক ও হেয়ার প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন।।।


Tags – Skin Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *