Spread the love

রং খেলার পর ত্বকের যত্ন নিবেন কীভাবে – How To Take Care Of The Skin After Playing With Colors


হোলিতে রং খেলার পরে ত্বক অত্যন্ত শুষ্ক হয়ে পড়ে। ব্রণ দেখা দেয় ত্বকে।। এক্ষেত্রে ত্বকের বিশেষ যত্ন নিতে হবে। নইলে ত্বকে মারাত্মক সমস্যা দেখা দিতে পারে। শুষ্ক ত্বক মেরামত করতে শুধু বাজারে কেনা ময়শ্চারাইজার ব্যবহার করলেই চলবে না। কিছু ঘরোয়া উপাদানও ব্যবহার করতে হবে। আসুন জেনে নেওয়া যাক হোলির পরে ত্বকের যত্নে স্কিন কেয়ার রুটিনে কী হবে –



IMG_20230309_201406-1678373071605 রং খেলার পর ত্বকের যত্ন নিবেন কীভাবে - How To Take Care Of The Skin After Playing With Colors

স্বাভাবিক ত্বকের রং ফিরে পেতে কতদিন সময় লাগে

নিত্যদিনের ক্লেনজ়িং টোনিং ময়শ্চারাইজ়িংয়ের যে রুটিন, তার বাইরেও কিন্তু প্রচুর উপায় রয়েছে ত্বকের যত্ন নেওয়ার। তার মধ্যে বেশ কিছু ত্বকের পক্ষে সত্যিই ভাল।

অ্যালোভেরা জেল– অ্যালোভেরা ত্বকের যেকোনো সমস্যায় কাজ করে। ত্বকের শুষ্কতা ও জ্বালাভাব মেটাতে অ্যালোভেরার কোনও তুলনা হয় না। তাই হোলি খেলার পরে ভাল করে রং তুলে মুখে অ্যালোভেরা জেল লাগাতে হবে।


ত্বকের যত্নে আপনার স্কিন কেয়ার রুটিনে আর একটি গুরুত্বপূর্ণ সংযোজন হলো সিরাম। ত্বকে প্রয়োজনীয় আর্দ্রতা ও পুষ্টি সরবরাহ করে সিরাম ত্বকের লাবণ্য, উজ্জ্বলতা এবং তারুণ্য ধরে রাখে।


রং তো খেললেন, এখন ত্বকের যত্ন? দেখুন সহজ কিছু স্কিন কেয়ার টিপস

ময়েশ্চারাইজার প্রতিদিনের স্কিন কেয়ারের একটি গুরুত্বপূর্ণ অংশ। ত্বকের আর্দ্রতা ও সৌন্দর্য নিশ্চিতে স্কিন কেয়ার রুটিনে ময়েশ্চারাইজার না রাখলেই নয়।


মধু– মধু ত্বককে ভিতর থেকে আদ্র করে। তাই শুষ্ক ত্বকে মধু ভাল করে মেখে নিয়ে ধুয়ে ফেলতে হবে।

আলুর রস– আলুর রস প্রাকৃতিক ব্লিচ। তাই আলুর রস মুখে মাখলে হোলির কড়া রংও সহজেই দূর হয়ে যায় তাই মুখে আলুর রস লাগাতে পারে।

অলিভ অয়েল-ত্বকের যত্ন নিতে অলিভ অয়েলেরও কোনও তুলনা হয় না। রঙে ব্যবহৃত ক্ষতিকর কেমিক্যাল থেকে মুক্তি দিতে সাহায্য করে অলিভ অয়েল। তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে ভাল করে অলিভ অয়েল মেখে নিয়ে ঘুমাতে হবে।


রং খেলার পরে ত্বকের ক্ষতি এড়াবেন কী করে? জেনে রাখুন কিছু সহজ ঘরোয়া টোটকা


IMG_20230309_201343-1678373071877 রং খেলার পর ত্বকের যত্ন নিবেন কীভাবে - How To Take Care Of The Skin After Playing With Colors
আরও পড়ুন,

রঙ খেলার পর কীভাবে ত্বকের যত্ন নেবেন

সানস্ক্রিন লাগাতেই হবে, কারণ শীতকালে হয়তো অনেকেই সানস্ক্রিন লাগাতে ভুলে যান, কিন্তু আস্তে আস্তে গরম পড়ছে সূর্যের তাপও ক্রমাগত বাড়ছে, সানস্ক্রিন লোশন লাগাতে একেবারেই ভুলে যাবেন না যেন।


রঙ খেলার পর যেভাবে যত্ন নেবেন ত্বকের

গোলাপজল দিয়ে রূপটান

তৈলাক্ত ত্বকে আর্দ্রতা জোগাতে একটা এয়ারটাইট বোতলে ১০০ মিলি গোলাপ জলের সঙ্গে এক চামচ শুদ্ধ গ্লিসারিন মিশিয়ে ফ্রিজে রেখে দিন। যখনই ত্বকে শুষ্কতা জনিত টান অনুভব করবেন, এই মিশ্রণ তুলোয় করে লাগাবেন।


গরম জলে স্নান

যেহেতু এখন শীতের তীব্রতা একেবারেই নেই, তাই গরমজলে স্নান করা ধীরে ধীরে কমিয়ে আনুন। বেশি গরম জল ত্বকের আর্দ্রতাটুকুও শুষে নেবে।




Tags – Skin Care Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *