Spread the love

রাখি পূর্ণিমা কবে ২০২৩| Rakhi Purnima 2023 Date And Time


Rakhi Purnima 2023 : সামনে দুর্গাপুজো…. তার আগে একাধিক পার্বন রয়েছে বাঙালির। হিন্দুশাস্ত্র মতে রাত পোহালেই রাখি পূর্ণিমা। এই উৎসব ঘিরে বাঙালির ঘরে ঘরে যেমন পূর্ণিমার আলাদা পুজো হয়, তেমনই চলে রাখি বন্ধন। ২০২৩ সালে রাখি পূর্ণিমায় তিথি ও তারিখ দেখে নেওয়া যাক। ভাই-বোনের মধ্যেকার এই উৎসব খুবই শুভ। ভাই-বোনের ভালোবাসার প্রতীক হিসাবে মানা হয়ে থাকে এই রাখি উৎসবকে। এইদিন বোন বা দিদিরা তাঁর ভাই বা দাদার হাতে রাখি বাঁধেন। এই বছর রাখি উৎসব পালন করা হবে ৩০ ও ৩১ অগাস্ট। এর পাশাপাশি রাখি পূর্ণিমা উৎসবে পূর্ণিমার যোগও তৈরি হতে চলেছে যার কারণে এই শুভ উৎসব আরও বিশেষ হবে।


IMG_20230829_113830-1693289319774 রাখি পূর্ণিমা কবে ২০২৩ || Rakhi Purnima 2023 date and time

রাখি পূর্ণিমা কবে ২০২৩ সময়সূচি


রাখি উৎসবের শুভ মুহূর্ত

শাস্ত্র মতে, রাখি উৎসব কখনই ভদ্র কালে পালন করা উচিত নয়। এটা খুবই অশুভ বলে মনে করা হয়। রাখি উৎসবের ওপর ভদ্রের ছায়া ৩০ অগাস্ট রাত ৯টা বেজে ২ মিনিট র্যন্ত থাকবে। এরপর রাখি বাঁধার জন্য উপযুক্ত সময় শুরু হবে। ৩১ অগাস্টে সকাল ৭টা বেজে ৫ মিনিটের আগে পর্যন্ত রাখি বাঁধা যাবে।

2023 সালের রাখি বন্ধন কবে

শ্রাবণ পূর্ণিমা তিথি শুরু-৩০ অগাস্ট সকাল ১০টা ৫৯ মিনিট থেকে

পূর্ণিমা তিথি শেষ-৩১ অগাস্ট সকাল ৭টা ৫ মিনিট পর্যন্ত


রাখি পূর্ণিমার পুজোর নিয়ম

রাখির দিন সকাল সকাল স্নান করে নিয়ে পরিষ্কার পোশাক পরে সূর্যদেবকে জল অর্পণ করুন। তামা বা স্টিলের কোনও পরিষ্কার থালায় সুন্দর কাপড় বিছিয়ে নিন। ওই থালায় একটি ছোট ঘটি, নারকেল, সুপারি, লাল ধাগা,, চন্দন, অক্ষত, দই ও মিঠাই রাখুন। সব জিনিস থালায় সাজানোর পর ঘিয়ের প্রদীপ জ্বালান।


IMG_20230829_113815-1693289320104 রাখি পূর্ণিমা কবে ২০২৩ || Rakhi Purnima 2023 date and time
আরোও পড়ুন,

রাখি পূর্ণিমা 2023 তারিখ ও সময়

ভাইয়ের হাতে রাখি পরানোর নিয়ম

এরপর শুভ মুহূ্র্ত দেখে ভাইকে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসান। এরপর ভাইকে চন্দন এর ফোঁটা পরিয়ে দিন। ভাইয়ের হাতে এরপর রাখি পরিয়ে দিন এবং তাঁর আরতি করুন, দীর্ঘায়ু কামনা করুন। ভাইকে মিষ্টি খাওয়ান।

রাখি বন্ধন কবে ২০২৩ বাংলা

রাখির পৌরাণিক মাহাত্ম্য

ভাইয়ের দীর্ঘায়ু ও রক্ষার জন্য যেটা ধাগা বাঁধা হয় তা রক্ষাসূত্র হিসাবে পরিচিত। কথিত আছে যে, রাজসূর্য যজ্ঞের সময় ভগবান শ্রীকৃষ্ণকে দ্রৌপদী রক্ষাসূত্র রূপে নিজের শাড়ির আঁচলের টুকরো বেঁধে দিয়েছিলেন। এরপরই বোনের দ্বারা ভাইয়ের হাতে রাখি পরানোর পরম্পরা শুরু হয়ে যায়। ভাই ও দাদাদের শুভ কামনার জন্যে…!!


আরোও পড়ুন,

রাখি বন্ধন কি এবং কেন পালন করা হয় || রাখি বন্ধন নিয়ে কিছু কথা



Tags – Rakhi Bandhan, Raksha Bandhan 2023

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *