Spread the love

রাখি বন্ধন নিয়ে কবিতা|(Raksha Bandhan Bengali Kobita 2023)


আপনি হয়তো “রাখি বন্ধন নিয়ে কবিতা” পড়তে চাইছেন ,,তাহলে আর কোনো চিন্তা করবেন না এই পোস্টে আপনার সঙ্গে শেয়ার করবো,, “শুভ রাখি পূর্ণিমার কবিতা” যা আপনার এবং বোনের ভালোবাসার বন্ধন কে আরও গভীর এবং অটুট রাখতে সাহায্য করবে। এবং ভালোই লাগবে…


(শুভ রাখি বন্ধন শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস | শুভ রাখি পূর্ণিমা কবিতা)


IMG_20230828_235155-1693247044945 রাখি বন্ধন নিয়ে কবিতা || Raksha Bandhan Bengali Kobita 2023

রাখি বন্ধন কবিতা 2023

রাখীবন্ধন উৎসব হলো ভাই ও বোনের মধ্যে একটি প্রীতিবন্ধনের উৎসব। এই দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখী বেঁধে দেয়।


রাখীর বন্ধন নয় তো,নতুন ফ্যাশনের ভাষা,

রাখীর বন্ধন হলো, সাম্প্রদায়িক সম্প্রীতির নতুন আশা।


রাখীর বন্ধন নয় শুধু, উপহারের বিনিময়,

রাখীর বন্ধন কাছে টানে,সম্পর্কের দূরত্বের হৃদয়।


Kazi Nazrul Islam – Rakhi Bandhan Kobita


রাখীর বন্ধন হলো ,মিলনের অকৃত্রিম সেতু,

রাখীর বন্ধন হলো,ভাই বোনের সবসময় পাশে থাকবে ,কোনো কারন হেতু।

রাখী বন্ধন কবিতা

ভাই বোনের অটুট বন্ধন

জড়িয়ে আছে রাখির সাথে,

বোনের ভালোবাসা প্রস্ফুটিত হয়

দাদার রাখি পরার হাতে,

সারা বছর খুনসুটি

আর্ দুষ্টিমিতে ভরা,

তবুও চাই যে দাদার

বোনের হাতে রাখি পরা,

দাদার দীর্ঘায়ু কামনায়

ব্রত রাখে বোন,

এই ভাবে ঘরে ঘরে

উজাপিত হয় রাখি বন্ধন,

তিনটি পুঁথির রাংতা চেরা

রঙিন সুতোয় গাঁথা,


Subho Rakhi Bandhan Kobita In Bengali [2023]


IMG_20230828_235101-1693247045728 রাখি বন্ধন নিয়ে কবিতা || Raksha Bandhan Bengali Kobita 2023

রাখি দিবসের শুভেচ্ছা

আরোও পড়ুন,

তার যাদুতে পড়লো বাঁধা

সাম্প্রদায়িকতা,

মিলন গলায় রাখির টানে

হিন্দু – মুসলমান,

রঙিন সুতোর বাঁধনেতে

মিলল প্রতিজন,

তুমি আমার ভাই

আমি তোমার বোন

এমন করে সারা জীবন

থাকে জানো আমাদের বন্ধন।।


আরোও পড়ুন,

Rakhi Purnima 2023 Bengali Date : রাখি পূর্ণিমা 2023 তারিখ ও সময়



Tags – Rakhi Bandhan, Bangla Kobita, Raksha Bandhan 2023

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *