Spread the love

রান্নার সময় কড়াইতে যেনো খাবার লেগে না যায়? সেদিকে খেয়াল রাখুন – Food Does Not Stick To The Pan During Cooking? Keep In Mind That


আমাদের রান্না করতে গিয়ে অনেক সময়ই কড়াইয়ে খাবার লেগে যায়। যে কোনো রান্নায় এই সমস্যা বেশি করে হয়। তাছাড়া, গ্রেভিযুক্ত কোনও খাবার তৈরির ক্ষেত্রেও অনেক সময় কড়াইয়ে লেগে যায়। আর এক বার তলায় লেগে গেলে রান্নার স্বাদও নষ্ট হয়ে যায়, সাথে একটা পোড়া গন্ধ চলে আসে রান্নায়, কড়াই পরিষ্কার করতেও সমস্যা হয়।


IMG_20220717_133219-1658044950181 রান্নার সময় কড়াইতে যেনো খাবার লেগে না যায়? সেদিকে খেয়াল রাখুন - Food Does Not Stick To The Pan During Cooking? Keep In Mind That

রান্নার সময় খাবার না লেগে যাওয়ার উপায়



তবে রান্নার সময়ে কয়েকটি নিয়ম মেনে চললে কড়াইয়ে খাবার লেগে যাবে না। দেখে নিন কী করবেন –


কড়াই ঠিক মতো গরম না হলে খাবার লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সে জন্য রান্না করার আগে কড়াই ভাল করে গরম করুন। আঁচে কড়াই গরম করতে বসিয়ে তাতে খানিকটা জল ছিটিয়ে দেখুন। জল সঙ্গে সঙ্গে শুকিয়ে গেলে ধোঁয়া উড়তে থাকলে বুঝবেন কড়াই ঠিকঠাক গরম হয়েছে।

কড়াই এবং তেল গরম করুন কড়াই এবং তেল আগে ভাল করে গরম করে নিতে হবে, তাহলে খাবার লেগে যাবে না। প্রথমে কড়াই ভাল করে গরম করে তাতে তেল ঢালুন। তার পর তেল ভাল করে গরম হয়ে এলে রান্না শুরু করুন।




IMG_20220717_133210-1658044950546 রান্নার সময় কড়াইতে যেনো খাবার লেগে না যায়? সেদিকে খেয়াল রাখুন - Food Does Not Stick To The Pan During Cooking? Keep In Mind That

রান্নার সময় কড়াইতে যেনো খাবার লেগে না যায় তার টিপস


অল্প আঁচে রান্না করুন আঁচ কখনই একেবারে বাড়িয়ে রাখবেন না। সর্বদা মিডিয়াম আঁচে রান্না করুন, তাহলে কড়াইয়ে খাবার লেগে যাবে না। আঁচ অতিরিক্ত বাড়িয়ে দিলে খাবার পুড়ে যাবেই, অনেকের এই অভ্যেস টি রয়েছে।



ঘন ঘন নাড়তে থাকুন রান্না বসিয়ে এদিক-এদিক চলে যাবেন না। ঘন ঘন খুন্তি দিয়ে নাড়তে থাকুন। প্রয়োজনে অল্প জল দিয়ে দিন। তাহলে কড়াইয়ের তলায় খাবার লেগে যাবে না।

Tags – Life Style

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *