Spread the love

রূপচর্চায় দুধ ও কাঁচা হলুদের ব্যবহার| Turmeric and milk for face benefits


কাজের চাপে সপ্তাহের সবদিন রূপচর্চা করার মত সময় কারোর হাতে থাকে না। সবদিন পর্যাপ্ত ঘুমেরও সুযোগ থাকে না। তাই কিছু সাধারণ উপায়ে ত্বকের যত্ন নিন,,রান্নায় বহুল ব্যবহৃত মশলা হলো হলুদ। শুধু রান্নার স্বাদ বৃদ্ধির জন্য নয়, ত্বকের যত্নেও হলুদের জুড়ি নেই। প্রাচীনকাল থেকেই হলুদ রূপচর্চায় ব্যবহৃত হচ্ছে। আজকে জানাবো রুপচর্চায় হলুদের ঘরোয়া প্যাক –


IMG_20230731_205822-1690817310397 রূপচর্চায় দুধ ও কাঁচা হলুদের ব্যবহার : Turmeric and milk for face benefits

শুধু কাঁচা হলুদ মুখে দেওয়ার নিয়ম

ছোটবেলা থেকেই হলুদের সঙ্গে পরিচিত আমরা সবাই। রান্নায় ব্যবহারের ক্ষেত্রে হোক কিংবা শীতকালে কাঁচা হলুদ গুড়ের সাথে মিশিয়ে খাওয়ার কথাই হোক। কাজের প্রয়োজনে অনেককেই রোজ বাড়ির বাইরে বেরোতে হয়। এবার যতই সানস্ক্রিন মেখে বেরনো হোক না কেন ধুলো, বালি, দূষণে ত্বকের দফারফা হয়ে যায়।

ত্বক শুষ্ক হয়ে যায়। অনেকের আবার বেশি তেলতেলে হয়ে যায়। সেই সঙ্গে মুখে কালো দাগ-ছোপ এসব লেগেই থাকে। ত্বক শুষ্ক হয়ে যায়। অনেকের আবার বেশি তেলতেলে হয়ে যায়। সেই সঙ্গে মুখে কালো দাগ-ছোপ এসব লেগেই থাকে। এগুলো সব সমস্যা দূর করতে হলুদকে কাজে লাগান…..


কাঁচা হলুদ দিয়ে কিভাবে ফর্সা হওয়া যায়


প্রতিদিন ব্যবহার না করে সপ্তাহে এক দিন বা দুই দিন হলুদ ব্যবহার করতে পারেন। রোজ স্ক্রাব করলে ত্বকের ভেতর আঁচড় কেটে যায়। এর ফলে তাড়াতাড়ি বলিরেখা সৃষ্টি হবে ত্বকে। হলুদ ব্যবহার করে,বাইরে বেরবেন না।


ত্বকে কাচা হলুদের ব্যবহার


প্রথমে বেসন আর কাঁচা দুধ একসঙ্গে ভাল করে মিশিয়ে একটা ক্লিনজার বানিয়ে নিতে হবে। এবার তা মুখে পাঁচ মিনিট রেখে তোয়ালে দিয়ে মুখ মুছে নিন।


হলুদ ও মধু: ত্বকের ভেতরের আর্দ্রতা রক্ষা করে উজ্জ্বল ত্বক ফুটিয়ে তুলতে হলুদ ও মধুর মিশ্রণ সাহায্য করে।


মধুতে আছে প্রাকৃতিক ভাবে ত্বক আর্দ্র রাখার ক্ষমতা যা ত্বক উজ্জ্বল করে। মধু ও হলুদের তৈরি প্যাক ত্বক স্বাভাবিকভাবে চকচকে ও সুন্দর করে তোলে।


রূপচর্চায় দুধের ব্যবহার


হলুদ ও নারিকেল তেল: হলুদ ও নারিকেল তেলে আছে অ্যান্টিফাঙ্গাল উপাদান। তাছাড়া নারিকেলের তেল খুব ভালো ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।


কাচা হলুদের ফেসপ্যাক


খাঁটি নারিকেল তেলের সঙ্গে হলুদের গুঁড়া মিশিয়ে ত্বকে লালচেভাব, সংক্রমণ ও শুষ্কতা কমাতে ব্যবহার করা যায়। ত্বক পরিষ্কার করে মুছতে পাতলা ভেজা কাপড় ব্যবহার করলে ত্বককে বেশ প্রাণবন্ত মনে হবে।


Turmeric honey and milk face mask benefits


আলু কুরে দু চামচ রস বের করে নিতে হবে। এর মধ্যে কাঁচা দুধ ভাল করে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এবার তা মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে মুখ জল দিয়ে ভাল করে ধুয়ে নিন।


হলুদ আর গোলাপ জল মিশিয়ে নিন। এরপর তা মুখে ১০ মিনিট লাগিয়ে রাখুন। এতে যাবতীয় কালো দাগ ছোপ উঠে যাবে। মুখও পরিষ্কার থাকবে।


আরোও পড়ুন,

বর্ষাকালে ত্বক ভালো রাখার উপায় – Monsoon skin care Tips home remedies


Tags – Skin Care, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *