Categories: Skin Care

রূপচর্চায় ব্যবহার করুন বেসন, রাতারাতি ফিরবে ত্বকের জেল্লা – Use Besan In Cosmetics, The Skin Will Eturn Overnight

Spread the love

রূপচর্চায় ব্যবহার করুন বেসন, রাতারাতি ফিরবে ত্বকের জেল্লা – Use Besan In Cosmetics, The Skin Will Eturn Overnight


রূপচর্যায় বেসন আজ বহু বছর ধরে ব্যবহার হয়ে আসছে। সত্যি বলতে শুধুই আমরা নয়, এমনকী তারকারাও এই ফেসপ্যাক ব্যবহার করে থাকেন। যুগ যুগ ধরে রূপচর্চার অনুষঙ্গ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে বেসন। ত্বকের যত্নে দারুন কার্যকরী এ উপাদানটি। ত্বকের ময়লা দূর করার পাশাপাশি ব্রণ, সানট্যানসহ যাবতীয় সমস্যা সমাধানে ব্যবহার করতে পারেন বেসন।বেসনের ফেসপ্যাক কীভাবে বানাবেন, কীভাবে ত্বকের যত্ন নিতে ব্যবহার করবেন, জেনে নিন।


রূপচর্চায় এভাবে ব্যবহার করুন বেসন, খরচও হবে না আর রাতারাতি ফিরবে ত্বকের জেল্লা


বেসন খুব ভালো ক্লিনজিংয়ের কাজ করে। ত্বক ভালো রাখতে সাহায্য করে। মুখের ঔজ্জ্বল্য হয় চোখে পড়ার মতো। তাই মুখের ক্লিনজার হিসেবেও যেমন ব্যবহার করা হয়। আবার ফেসপ্যাকেও বেসনের জুড়ি নেই। 

যাঁদের ত্বকের ধরন তৈলাক্ত প্রকৃতির, তাঁরা সহজেই এই বেসনের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। ত্বকের অতিরিক্ত তেল নিঃসরণ বন্ধ করে।


ত্বকের শুষ্কতা দূর করার জন্যও দারুণ কাজে দেয় এই বেসনের ফেসপ্যাক। মেচেতার দাগ সরাতে দারুন কাজে দেয়। ত্বকের লাবণ্য ফিরিয়ে এনে এক প্রাণবন্ত লুক দেয়।

বেসন,হলুদ এবং দইয়ের তৈরি ফেসপ্যাক

১ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ হলুদ এবং ২ টেবিল চামচ টক দই প্রয়োজন।একটি পাত্রে সব উপাদান ভালো করে মিশিয়ে নিন। একটি ঘন প্যাক তৈরি হবে। সেই মিশ্রণ মুখে, গলায় ও ঘাড়ে ভালো করে লাগিয়ে নিন।


হাতে পায়ে বা ঘাড়ে কোথাও বেশি ট্যান পড়লে সেখানেও লাগিয়ে নিতে পারেন এই ঘরোয়া ফেসপ্যাক। ১০ মিনিট মতো মুখে লাগিয়ে রেখে অপেক্ষা করুন।


সান ট্যান সরিয়ে মুখের প্রাকৃতিক জেল্লা ফিরিয়ে আনতে খুব ভালো কাজে দেয়। ত্বকের আর্দ্রতা বজায় রাখে দইয়ের ল্যাকটিক অ্যাসিড।


উজ্জ্বল ত্বক থেকে অবাঞ্ছিত রোম অপসারণ, দারুন কাজ করবে বেসনের এই  প্যাক!


বেসন ও কেশরের ফেসপ্যাক

 ৩ টেবিল চামচ বেসন নিন। পর্যাপ্ত পরিমাণে গোলাপ জল এবং অ্যালোভেরা জেল নিন। আর সঙ্গে কেশর নিন ৩-৪টে। একটি পাত্রে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন।  মুখে, গায়ে বা হাতে লাগাতে পারেন। ৩০ মিনিট রেখে দিন।


তারপর ভিজে রুমাল দিয়ে মুছে নিন ও মুখ ধুয়ে নিন। সপ্তাহে দুবার এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। যে কোনও ত্বকের জন্যই এই ধরনের ফেসপ্যাক খুবই ভালো। 


ব্রণ দূর করতেও আপনি বেসন ব্যবহার করতে পারেন। এজন্য একটি বাটিতে ১ চা চামচ বেসন, ১ চা চামচ মধু, ১ চা চামচ লেবুর রস এবং সামান্য হলুদ মিশিয়ে নিন। এ প্যাকটি আপনার মুখে লাগিয়ে ১৫ মিনিটের জন্য রেখে দিন। 


ত্বকের অবাঞ্ছিত লোম দূর করতেও ব্যবহার করতে পারেন এ উপাদানটি। 




সানস্ক্রিন ছাড়া রোদে বের হলেই ত্বকের খোলা স্থানে সানট্যান পড়ে থাকে। এর থেকে ত্বককে রক্ষা করতে ব্যবহার করতে পারেন বেসন। এজন্য ২ টেবিল চামচ বেসনের সঙ্গে ১ চা চামচ লেবুর রস এবং ১ চা চামচ দই ভালো করে মিশিয়ে নিন।


এক চিমটি হলুদ এবং লবণও মিশিয়ে দিতে পারেন। প্যাকটি ত্বকে শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।



শুষ্ক ত্বকের সমস্যা সমাধানেও বেসন কার্যকরী ভূমিকা রাখে। এজন্য ১ চামচ চা বেসন, ১ চা চামচ জলপাইয়ের তেল, ২ফোঁটা লেবুর রস এবং ২ চা চামচ মধু একসঙ্গে মিশিয়ে নিন। এ মিশ্রণ পুরো মুখে ব্যবহার করে ৫ মিনিট স্ক্রাব করে ধুয়ে ফেলুন।


মনে রাখবেন –

প্রতিদিন কখনো মুখে ফেসপ্যাক ব্যবহার করবেন না। তৈলাক্ত ত্বকে বেসনের এসব প্যাক সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করতে পারেন। অন্যদিকে শুষ্ক ত্বকের ক্ষেত্রে সপ্তাহে একদিন প্যাক ব্যবহারেই উপকার মিলবে। তবে বেসন প্রতিদিন মুখ পরিষ্কারের জন্য ফেসওয়াশ হিসেবে ব্যবহার করতে পারেন।



Tags – Skin Care Skin Tips Summer Skin Care

Bristy

Leave a Comment

Recent Posts

Durga Puja Saree: দুর্গা পূজার ৫ ট্রেন্ডিং শাড়ি

Bengali Durga Puja saree look: দেখতে দেখতে বছর গড়িয়ে চলে এলো দুর্গাপুজো….. সেপ্টেম্বরের মাঝ থেকেই…

7 mins ago

Hair Washing: চুল ধোয়ার সঠিক উপায়

মেয়েদের কাছে চুল হলো অমুল্য রত্ন ,, কিনতু আজকাল দূষণের কারনে, শারীরিক প্রবলেমের জন্য সকলের…

21 hours ago

Gram Flour Benefits For Skin: ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বাড়াবে বেসনের ফেসপ্যাক

এই ভ্যাপসা গরমে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে ফিকে পড়ে যায়…. কিনতু সামনেই তো পুজো এখন থেকেই…

22 hours ago

Vitamin E Benefits Skin: পুজোর আগে ত্বক ও চুলের যত্ন নিন ভিটামিন ই সাহায্যে

ভিটামিন ই ত্বক ও চুলের যত্নে দারুণ কাজে আসে। শরীরের নানা উপকার করে। হাড়ের যত্ন…

23 hours ago

How To Keep Stomach Healthy: গরমে পেট সুস্থ্য ও পরিষ্কার উপায়

Stomach Care : শরীর সুস্থ্য রাখতে চাইলে পেট অবশ্যই পরিষ্কার রাখা খুব প্রয়োজন…. এটি শরীর…

1 day ago

Skin Rashes Treatment: গরমে ফুসকুড়ি দূর করার উপায়

আজকাল বাচ্চা থেকে বয়স্ক সকলেরই ফুসকুড়ির সমস্যা হয়ে থাকে…. গরম থেকে হওয়া ফুসকুড়ি- ব্যথা ও…

2 days ago