Spread the love

রোদে পোড়া ত্বক ফর্সা করার উপায় – How To Lighten Sunburn Skin Naturally


আজকাল সকলের একি সমস্যা প্রায় এই রোদে সানস্ক্রিন মাখলেই মুখ কালো হয়ে যায়। তৈলাক্ত মুখ আরও চটচটে হয়ে যায়। তাই তা মাখতে চান না অনেকেই। কিন্তু রোদে পোড়া দাগ তো এড়িয়ে যাওয়া যায় না। তা হলে উপায়? মেঘের আড়াল থেকে ইউভি রশ্মি তার কাজ অব্যাহত রাখে। যার ফলে ত্বকে দাগ, কালচে ছোপের সমস্যা বেড়ে যায়। তপ্ত রোদে হাতের উপর কালো ছোপ দেখা যায়। তবে বিশেষজ্ঞরা বলছেন, নামী-দামি প্রসাধনী ব্যবহার না করে ত্বক থেকে রোদে পোড়া দাগ তুলতে নারকেল তেল ব্যবহার করাই যায়।


IMG_20230729_220615-1690648587914 রোদে পোড়া ত্বক ফর্সা করার উপায় - How To Lighten Sunburn Skin Naturally

রোদ থেকে ত্বককে বাঁচানোর উপায়

নারকেল তেল এবং লেবুর রস

২ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে অর্ধেকটা পাতি লেবুর রস ভাল করে মিশিয়ে নিন। আঙুলের সাহায্যে রোদে পোড়া জায়গায় মিনিট ১৫ মেখে রাখুন এই মিশ্রণ। কিছু ক্ষণ পরে জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’-তিন বার ব্যবহার করলেই ফল নজরে আসবে।

মুখের রোদে পোড়া দাগ দূর করার উপায়

নারকেল তেল এবং হলুদ

১ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে এক চিমটে হলুদের গুঁড়ো মিশিয়ে নিন। মুখে মাখুন,,তার পর উষ্ণ জলে ধুয়ে ফেলুন। ভাল ফল পেতে সপ্তাহে তিন বার ব্যবহার করুন।


ছেলেদের রোদে পোড়া ত্বকের যত্ন


শসা- ট্যানড হাত ও আঙ্গুলে শসার টুকরো নিয়ে ঘষুন। নিয়মিত ব্যবহার করলে ত্বকের রঙ স্বাভাবিক হয়ে আসে। ঠান্ডা ও অ্যান্টিপিগমেন্টেশন বৈশিষ্ট্যও রয়েছে।


রোদে পোড়া দাগ দূর করার ঘরোয়া উপায়


টমেটো- ট্যানড ত্বকের জন্য ম্যাজিকের মত কাজ করে টমেটো। এটি শুধু ট্যান কমাতেই সাহায্য করে না বরং ত্বকের জন্য প্রশান্তিদায়ক এজেন্ট হিসেবে কাজ করে। এতে লাইকোপিন উপাদান রয়েছে যা রক্তনালীগুলিকে স্থিতিশীল করতে সাহায্য করে।

How To Lighten Sunburn Skin Naturally At home

দই ও মধুর প্যাক- দই-মধু ও এক চিমটি হলুদ দিয়ে একটি প্যাক তৈরি করুন। প্যাকটি ভালভাবে প্রয়োগ করুন ও শুকানোর পর ধুয়ে ফেলুন। মধু একটি প্রাকতির অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ট্যান এজেন্ট, অন্যদিকে দই ত্বককে নরম করতে সাহায্য করে।


ময়শ্চারাইজার আপনার ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। শীত হোক বা গ্রীষ্ম, কখনও ময়শ্চারাইজার লাগাতে ভুলবেন না। ত্বক তৈলাক্ত হলে ময়শ্চারাইজার লাগাতে হবে না, এমন চিন্তা করাও ভুল। তৈলাক্ত ত্বকে জেল ময়শ্চারাইজার লাগাতে পারেন। অ্যালোভেরা জেলও(Skincare Tips) লাগাতে পারেন।


আরোও পড়ুন,

ত্বক সুন্দর রাখার উপায়: Healthy Skin Tips For Face



Tags – Skin Care, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *