Spread the love

রোদে পোড়া দাগ দূর করার ক্রিম – Sunburn Removal Cream


এই গরমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের ত্বক। সূর্যের ক্ষতিকর রশ্মির প্রভাব এড়াতে সানস্ক্রিন ক্রিম ব্যবহার করেও তেমন উপকার পাওয়া যায় না। তাই ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে বাড়িতে প্রয়োজন বাড়তি যত্নের,,, সাধারণত রোদে পোড়া ভাব অথবা দাগ দূর করতে আমরা যে সানস্ক্রিন ক্রিম ব্যবহার করি তা ব্যবহারের কিছু সময় পরেই আমাদের ত্বকে ঘামের পরিমাণ বাড়িয়ে তোলে। অতিরিক্ত গরমে মুখ এসময় বেশ কালচে মনে হয়। ত্বকে সৃষ্টি হয় ট্যান বা পোড়াভাব।


IMG_20230412_220344-1681317235957 রোদে পোড়া দাগ দূর করার ক্রিম - Sunburn Removal Cream

রোদে পোড়া দাগ দূর করার উপায়

Sunburn Removal Cream For Face

রোদে ত্বক কেন পুড়ে যায়?

নিশ্চয়ই জানেন যে সূর্যের আলোয় আলট্রা ভায়োলেট রে বা অতি বেগুনী রশ্মি থাকে, যা আপনার ত্বকের সংস্পর্শে এলে ত্বককে পুড়িয়ে লাল করে দেয়। রোদে পোড়া দাগ যদি দূর না করেন তাহলে কিন্তু তা ক্যান্সারের রূপও নিতে পারে।


১/ ব্যস্তময় জীবনে খুব সহজেই যদি ত্বকের রোদে পোড়া ভাব দূর করতে চান তাহলে ভরসা রাখতে পারেন ঘরোয়া কিছু উপায়ে,, যেমন পেঁপে ও মধু একসাথে সঙ্গে মুখে লাগালে রোদে পোড়াভাব দূর করা সম্ভব।। এই ফেসপ্যাক ধোওয়ার জন্য সাবান কিংবা ফেসওয়াশ ব্যবহার করা যাবে না।


হাতে পায়ের রোদে পোড়া দাগ দূর করার উপায়


Best Sunburn Removal Cream For Face


২/ রোদে পোড়াভাব দূর করতে বেসন ও হলুদকেও কাজে লাগাতে পারেন। এই ফেসপ্যাকটি তৈরি করতে ১ টেবিল চামচ বেসনের সঙ্গে ১ চিমটি হলুদ, ১ টেবিল চামচ দুধ মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। ত্বকে এই ফেসপ্যাক লাগিয়ে ম্যাসাজ করুন। ৩০ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।


৩/ এছাড়াও রোদে পোড়া ভাব সহজেই ত্বক থেকে দূর করতে ভালো কাজ করে শসার রস, গোলাপজল, লেবুর রস, আলুর রস, অ্যালোভেরা, তরল দুধ,পুদিনা পাতার রস, চায়ের পানি ও টমেটোর রস।

৪/ অ্যালোভেরা

ত্বকের যত্নে যে কোনো সমস্যার সহজ সমাধান আপনি কিন্তু পাবেন অ্যালোভেরার কাছে। অ্যালোভেরার অ্যান্টি- ইনফ্লেমেটরি গুণ থাকায় তা ত্বকের পোড়া দাগ সহজেই দূর করে ও ত্বকের প্রদাহকে কমায়।


Sunburn Removal Cream For Face In India


৫/ রোদে পোড়া দাগ দূর করতে চাইলে তুলায় সামান্য ঠান্ডা দুধ লাগিয়ে পুরো মুখ মুছে নিন। কিছুক্ষণ পর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

৬/ কয়েক টুকরা শসা ব্লেন্ড করে মুখে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে গরমের সময় ত্বক ঠান্ডা থাকবে এবং ত্বকের পোড়া ভাব দূর হবে।


এই গরমে মুখে দাগ ছোপ পড়ে যায়,, আর আজকাল বাজারে নানা রকমের ফেসক্রিম পাওয়া যাচ্ছে দাগ ছোপ দূর করার জন্য। এর মধ্যে কিছু খুবই উপকারী এবং কার্যকরী ক্রিম এর কথা বলবো –

১/ গার্নিয়ার হোয়াইট কমপ্লিট

এটি আপনার ত্বকের দাগ ছোপ কে হালকা করে, এছাড়া এটি সানট্যান থেকেও ত্বককে রক্ষা করে।

প্রতিদিন সকালে মুখ ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে এই ক্রিম আপনার ত্বকে অ্যাপ্লাই করুন।এর ফলে ২-৩ সপ্তাহের মধ্যেই আপনার ত্বকে কালো ছোপ, ডার্ক সার্কেল, সানট্যান হালকা হবে এবং আপনার ত্বক ২ গুন বেশি উজ্জ্বল হয়ে উঠবে।


IMG_20230412_220325-1681317236315 রোদে পোড়া দাগ দূর করার ক্রিম - Sunburn Removal Cream


২/ পন্ডস হোয়াইট বিউটি অ্যান্টি স্পট ফেয়ারনেস ক্রিম

Pond’s White Beauty


Pond’s White Beauty টি আমি ব্যাবহার করি,, আমার কাছে বেশ ভালোই লেগেছে।

এই ক্রিম আমাদের ত্বকের গভীরে গিয়ে কাজ করে। তার ফলে এর ব্যবহারে খুব সহজেই আমাদের মুখের যে কোনো ধরনের দাগ, ছোপ খুব সহজেই দূর করে| এর সাথে সাথে এটি আমাদের ত্বক কে ভেতর থেকে নমনীয় ও উজ্জ্বল করে তোলে। এতে SPF ১৫PA++ থাকার জন্য এটি সানট্যান থেকেও আমাদের ত্বকের রক্ষা করে|


IMG_20230412_220318-1681317236546 রোদে পোড়া দাগ দূর করার ক্রিম - Sunburn Removal Cream
আরও পড়ুন,

ছেলেদের মুখের রোদে পোড়া দাগ দূর করার উপায়


৩/ হিমালয়া ক্লিয়ার কম্প্লেক্সন ক্রিম

Himalaya Clear Complexion cream


এটি আপনার ত্বকের জন্য বেশ কার্যকর।।

এর উপাদান গুলি আমাদের ত্বকের যেকোনো রকম সমস্যা যেমন কালো ছোপ বা সানট্যান দূর করে, এছাড়া ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতাকে বাড়িয়ে তোলে।

এটি ডে ক্রিম। মুখে মাখার আগে এটি অবশ্যই ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেওয়া জরুরি।



Tags – Skin Care, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *