Spread the love

রোদে বেরোলে মুখে ‘সান স্পট’ দেখা দিচ্ছে? এর সমাধান জেনে নিন – Sun Spots Appearing On The Face ,Find Out The Solution


আমাদের ত্বকে মেলানোসাইট বলে এক ধরনের রঞ্জক কোষ রয়েছে।। সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে কখনও কখনও এই কোষগুলি দ্রুত হারে বিভাজিত হয়।। আর তখন থেকে শুরু হয় মুখের কালো দাগ।অনেকই মুখের কালো দাগ (Dark Spots) নিয়ে চিন্তায় থাকেন। হাইপারপিগমেন্টেশন (Hyperpigmentation) বা কালো ব্রণের দাগ, অত্যধিক সূর্যের এক্সপোজার বা হরমোনের পরিবর্তনের কারণে হতে পারে। কিছু ঘরোয়া প্রতিকার আছে যার ফলে মুখের কালো দাগ অর্থাৎ ডার্ক স্পট দূর করা সম্ভব।



Sunspots-On-Skin-1671516099058 রোদে বেরোলে মুখে ‘সান স্পট’ দেখা দিচ্ছে? এর সমাধান জেনে নিন - Sun Spots Appearing On The Face ,Find Out The Solution

সান স্পট’ দেখা দিচ্ছে? কী ভাবে কমাবেন ত্বকের এই ছোট ছোট দাগ?


সাধারণ ভাবে রোদের তাপে ত্বক পুড়ে যাওয়া বলতে আমরা যা বুঝি, সান স্পট ।।আমাদের ত্বকে মেলানোসাইট বলে এক ধরনের রঞ্জক কোষ থাকে। সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে কখনও কখনও এই কোষগুলি দ্রুত হারে বিভাজিত হতে থাকে। তবে সে ক্ষেত্রে এই সানস্পট কমাতে কিছু ঘরোয়া টোটকা কাজে লাগতে পারে……. যেমন –

অ্যালো ভেরা


অ্যালো ভেরায় থাকে অ্যালোসিন এবং অ্যালোইন নামের দু’টি উপাদান। অ্যালো ভেরা গাছ থাকলে তার শাঁস বার করে ওই দাগ জায়গায় লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন পরিষ্কার জল দিয়ে। প্রতি দিন নিয়ম করে এই পদ্ধতি কাজে লাগালে দ্রুত কমে আসবে সান স্পট।


রোদে সানবার্ন নিয়ে চিন্তা করছেন? জেনে নিন কীভাবে সানবার্ন প্রতিরোধ করবেন


লেবু


একটি কাপের আধা কাপ লেবুর রস নিয়ে তাতে একটি পাতি লেবুর রস মিশিয়ে নিন। এর পর একটি তুলো, তাতে ভিজিয়ে মুখের ক্ষতিগ্রস্ত জায়গায় মিশ্রণটি মেখে নিন। ৩০ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। ভাল করে মুখ মুছে ময়েশ্চারাইজার মাখুন। তবে যাঁদের ত্বক বেশি স্পর্শকাতর, তাঁরা একটু সাবধানে লেবু মাখবেন।


রোদ থেকে ত্বক বাঁচানোর উপায়


হলুদ গুঁড়ো


ত্বকের কালো দাগ হালকা করতে হলুদের গুঁড়ো দারুণ কাজ করে। দ্রুত ফলাফল পেতে আপনি একটি ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। ১ চা চামচ হলুদের গুঁড়োর সঙ্গে ১-২ চা চামচ দুধ এবং ১ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। এই তিনটি উপাদান মিলিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন।


মুখে ২০ মিনিটের জন্য এই ফেসপ্যাক রেখে, হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন এবং ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না।


আপেল সিডার ভিনেগার


আপেল সাইডার ভিনেগারে অ্যাসিটিক অ্যাসিড রয়েছে যা স্কিন পিগমেন্টেশন হালকা করতে এবং ত্বকের সামগ্রিক চেহারা উন্নত করতে সাহায্য করে। ২ চামচ আপেল সিডার ভিনেগার এর সাথে অল্প জল মেশাতে হবে। আপনার গাঢ় দাগে প্রয়োগ করুন এবং ৫ থেকে ৭ মিনিট রেখে দিন। এরপরে, হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন এবং ময়েশ্চারাইজার লাগান।

শীতের রোদে ত্বকের যত্ন

কালো দাগের জন্য পেঁপে


পেঁপেতে প্যাপেইন নামক এনজাইম রয়েছে যা ত্বকের টোনকে ভারসাম্যপূর্ণ করে এবং ত্বককে এক্সফোলিয়েট করে। পেঁপে থেকে বীজ খোসা ছাড়িয়ে নিন। পেঁপের পাল্প ব্যবহার করুন। সকালে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে ২০-৩০ মিনিটের জন্য ডার্ক স্পটের স্থানে প্রয়োগ করুন। এরপর জল দিয়ে ধুয়ে ময়েশ্চারাইজার লাগান।


Tags – Skin Care Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *