Spread the love

লঙ্কা কাটা বা বাটার পর হাত জ্বালা করছে, এর থেকে মুক্তি পাওয়ার সহজ ঘরোয়া উপায় – Easy Home Remedy To Get Rid Of Burning Hands After Cutting Or Chilli

IMG_20220627_232506-1656352558018 লঙ্কা কাটা বা বাটার পর হাত জ্বালা করছে, এর থেকে মুক্তি পাওয়ার সহজ ঘরোয়া উপায় - Easy Home Remedy To Get Rid Of Burning Hands After Cutting Or Chilli

লঙ্কা বেটে হাত জ্বালা

সংসার সামলাতে সংসারের রান্নাবান্না করতে আমাদের লঙ্কা কাটতেই হয় আর সবচেয়ে বড় কথা বাঙালিরা অর্থাৎ ভারতীয়রা গুঁড়ো মশলা প্যাকেট থেকে হাতে বেটে রান্না করতে বেশি পছন্দ করেন, এতে খেতেও সুস্বাদু বেশি হয় কিন্তু ওই একটাই ঝামেলা লঙ্কা কাটার পর হাত অনেকক্ষণ পর্যন্ত জ্বালাপোড়া করে এটা সহ্য করার ক্ষমতা বাইরে ,লঙ্কা কাটা বা বাটার পর হাত জ্বালা জপড়া করতে থাকে অনেকক্ষণ । আর সেই হাত যদি শরীরের অন্য কোনও স্থান বিশেষত চোখ স্পর্শ করে তাহলে সেখানেও জ্বালা করতে শুরু করে। আমরা ভারতীয়রা রান্নায় ঝাল খুবই পছন্দ আমাদের। আর সেই কারণে রান্নার কাজে অত্যান্ত প্রয়োজনীয় লঙ্কা। কাঁচা হোক বা শুকনো – যেকোনও লঙ্কা রান্নার স্বাদ আর গন্ধ দ্বিগুণ বাড়িয়ে দিতে পারে।
IMG_20220627_232517-1656352557700 লঙ্কা কাটা বা বাটার পর হাত জ্বালা করছে, এর থেকে মুক্তি পাওয়ার সহজ ঘরোয়া উপায় - Easy Home Remedy To Get Rid Of Burning Hands After Cutting Or Chilli

লঙ্কা বেটে হাত জ্বালা থেকে মুক্তির উপায়

এই অবস্থা থেকে প্রতিকারের সহজ উপায় রয়েছে। যা ঘরোয়া টোটকা হিসেবে ব্যবহার করা যায়।
লঙ্কার জ্বালাপোড়া থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় হল-
১. লঙ্কা কাটা বা বাটার পর যদি হাত জ্বালা করে তাহলে দুধ বা দই দিয়ে হাত ধুয়ে নিতে পারেন। সহজেই স্বস্তি পারেন।

হাতে মরিচ লাগলে করনীয়

২. তবে অবশ্যই ঠান্ড দুধ ব্যবহার করবেন। দই সাধারণত ফ্রিজেই থাকে। তাই ঠান্ডা থাকে। কিছুক্ষণ হাতে মালিশ করে তারপর পরিষ্কার ঠান্ড জল দিয়ে হাত ধুয়ে ফেলুন।
৩. লঙ্কা কাটা বা বাটার পর হাতে ঠাণ্ডা তেল ব্যবহার করুন। বাজারে কিছু কুল অয়েল পাওয়া যায়। এতে সহজে স্বস্তি পেতে পারেন।
৪. লঙ্কা কাটার পর বা বাটার পর হাত যদি জ্বালা করে তাহলে মধুর ব্যবহার করুন। মধু দুই হাতে ভালো করে লাগিয়ে তারপর ধুয়ে ফেলুন। এতে দ্রুত মুক্তি পাওয়া যায়।
৫. বাড়িতে ফ্রিজ থাকলে আইস কিউব লঙ্কার জালা থেকে মুক্তি দিতে পারে। এক টুকরো বরফ নিয়ে দুই হাতে ভাল করে মালি করুন। তাহলে দ্রুত অস্বস্তি কেটে যাবে।
৬. ভিনেগার, লেবুর রস আর জল মিশিয়ে বরফ করে সেই বরফ হাতে ঘষলে ফল পাওয়া যায়।
৭. তবে এসব কিছু হাতের কাছে না থাকলে বরফ ব্যবহার করা যেতে পারে।
৮.পেট্রোলিয়াম জেলি এবং অলিভ অয়েল হাতে মাখলেও জ্বলুনি কমে যাবে।
৯.বেকিং পাউডার জলে গুলে মিশ্রণটি হাতে লাগালে উপকার পাওয়া যায়।

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *