Spread the love

লিপস্টিক ভেঙে গেলে জোড়া লাগানোর এই সহজ উপায় গুলি জেনে নিন – Check Out These Easy Ways To Fix Broken Lipstick

লিপস্টিক প্রতিটি মেয়ে দের কাছে এক অতভূত ভালোবাসার জিনিষ। কিন্তু লিপস্টিক ভেঙ্গে যাওয়ার মত সমস্যায় কম বেশি সবাইকেই পড়তে হয়েছে আমাদের। এ আর নতুন ঘটনা নয়। পছন্দের লিপস্টিকটা গিয়েছে ভেঙে। তখন তাকে ফেলে দেওয়া ছাড়া আর উপায় নেই। কিন্তু এই লিপস্টিক আবার জোড়া লাগিয়ে নেওয়া সম্ভব।


IMG_20220721_200613-1658414201459 লিপস্টিক ভেঙে গেলে জোড়া লাগানোর এই সহজ উপায় গুলি জেনে নিন - Check Out These Easy Ways To Fix Broken Lipstick

জেনে নিন ভেঙে বা গলে যাওয়া লিপস্টিক জোড়া লাগানোর অব্যর্থ উপায়



মেকআপ করার জন্য বা মেকআপ ব্যবহার করার জন্য নিজের জেন্ডারকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। বরং পুরুষ নারী নির্বিশেষে সবাই মেকআপ ব্যবহার করতে পারেন। এটা আপনার পছন্দের উপর নির্ভর করছে। তবে লিপস্টিক পছন্দ করেন না, এমন মেকআপপ্রেমী খুঁজে পাওয়া মুশকিল। মহিলাদের ব্যাগে আর কিছু না থাক, একটা পছন্দের লিপস্টিক ঠিকই খুঁজে পাওয়া যাবে।

লিপস্টিক ভেঙে যায় কেন?

লিপস্টিক ভেঙে যাওয়ার পিছনে অনেক কারণই আছে। আপনি একটি লিপস্টিক কীভাবে ব্যবহার করছেন, তার উপরেই অনেক কিছু নির্ভর করছে। যেমন আপনার সাধের লিপস্টিক আসলেই আপনি যত্ন করে ব্যবহার করছেন কিনা, তাও দেখা দরকার। লিপস্টিক যদি খুব গরমে রাখা হয়, তাহলে সেই লিপস্টিক গলতে থাকে।

আবার খুবই ঠান্ডাতে লিপস্টিক রাখলে তখন লিপস্টিকে সমস্যা হতে পারে। তখন ঠোঁটে ঘষে লাগালেই লিপস্টিক ভাঙতে পারে। তাই লিপস্টিকের গায়ে দেখে নিন, সেই লিপস্টিকের জন্য ঠিক কোন তাপমাত্রা প্রয়োজন। সেই তাপমাত্রায় রাখুন লিপস্টিক। তাহলেই ঠিক থাকবে


IMG_20220721_200628-1658414201327 লিপস্টিক ভেঙে গেলে জোড়া লাগানোর এই সহজ উপায় গুলি জেনে নিন - Check Out These Easy Ways To Fix Broken Lipstick

লিপস্টিক ভেঙে গেলে মন খারাপ নয়, ঠিক করার উপায় জানুন



লিপস্টিক অনেকদিন ভালো থাকে কীভাবে?


লিপস্টিক ভালো রাখার জন্য একটু নিয়ম মেনে চলা প্রয়োজন। এক্সপায়ারড হয়ে যাওয়া লিপস্টিক ব্যবহার করার আগে দশবার ভাবুন। নিজের ত্বকের সঙ্গে কোনও সমঝোতা নয়। যদি প্রচণ্ড গরম পড়ে, তাহলে সেই লিপস্টিক ফ্রিজে রাখতে পারেন। ফ্রিজে রাখলেই ভালো থাকবে।


নাহলে গলে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে লিপস্টিক। লিপস্টিক গলে গেলেই ভেঙে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে।


লিপস্টিক জোড়া লাগানোর উপায় শিখুন ধাপে ধাপে


লিপস্টিকের যে অংশ ভেঙে গিয়েছে, সেটি তুলে নিন। এবার এটি একটি টিস্যুর উপর রাখুন। সেই অবস্থায় ফ্রিজে রেখে দিন। ১০ মিনিট রাখলেই হয়তো হবে।

লিপস্টিকের ভাঙা অংশ শক্ত হয়ে যাবে। এবার নজর দিন এদিকে। যে অংশ থেকে লিপস্টিক ভেঙেছে, সেখানে একটি লাইটার ধরুন।

আগুনের তাপে ওই অংশ গলে যাবে। গলে যাওয়ার পর ফ্রিজে রাখা লিপস্টিকের টুকরো তার উপর রাখুন এবং জোড়া লাগিয়ে দিন। সামান্য তাপ দিন আবার। ওই অংশ জোড়া লেগে যাবে। লিপস্টিকটি এবার ফ্রিজে রেখে দিন। ১০ মিনিট রাখতেই হবে।


বাড়িতেই লিপস্টিক বানানোর পদ্ধতি –


প্রথমে একটি পাত্রে গ্লিসারিন দিয়ে তাতে ৩ চামচ মতো কোকো পাউডার দিতে হবে এবং ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটিতে পেট্রোলিয়াম জেলি ও ভিটামিন E অয়েল দিয়ে দিতে হবে। এবার এতে লাল ফুড কালার ২ ফোঁটা দিতে মিশিয়ে নিতে হবে। এটি ফ্রিজে রেখে দিলে লিপ ও চিক টিন্ট হিসেবে কাজ করবে বেশ কয়েকদিন।


এছাড়া একটি পাত্রে গোলাপ জল ও অ্যালোভেরা নিয়ে নিতে হবে। দিতে হবে কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল এবং আঁচে বসিয়ে ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দিতে হবে ফুড কালার। সেটাকে হালকা আঁচে ফের ঘন হতে দিতে হবে। একটি পাত্রে নামিয়ে ঠাণ্ডা হতে দিলেই তৈরি হয়ে যাবে টিন্টটি।



IMG_20220721_200553-1658414201723 লিপস্টিক ভেঙে গেলে জোড়া লাগানোর এই সহজ উপায় গুলি জেনে নিন - Check Out These Easy Ways To Fix Broken Lipstick




প্রথমে একটি বিট গ্রেট করে তার রস বের করে একটি পাত্রে রাখতে হবে। এবার একটি প্যানে ১০ চামচ সেই বিটের রস দিতে হবে এবং ঘন হওয়ার জন্য রেখে ফোটাতে হবে। এতে অ্যালোভেরা জেল দিতে হবে, আমন্ড অয়েল দিতে হবে। ভালো করে মিশিয়ে একটি পাত্রে রেখে ফ্রিজে রাখতে হবে।




Tags – Life Style Beauty Tips Easy Ways To Fix Broken Lipstick


By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *