Spread the love

লেবু দিয়ে মুখের কালো দাগ দূর করার উপায়: Ways To Remove Black Spots On The Face With Lemon

IMG_20230426_142641-1682499424152 লেবু দিয়ে মুখের কালো দাগ দূর করার উপায় - Ways To Remove Black Spots On The Face With Lemon

মুখের কালো দাগ দূর করার ঘরোয়া উপায়

আমাদের মধ্যে অনেকেরই মুখে নানান ভাবে সৃষ্টি হয় কালো দাগ। আর এই দাগ গুলি মুখের সৌন্দর্য্য নষ্ট করে ,, মুখে কালো দাগ থাকলে সুন্দর মুখও খারাপ লাগে। অনেকে অনেক ক্রীম মেখে ও কাজে দেয়না,, কিনতু আজকে বলবো ব্রণ দূর করতে লেবু ব্যাবহার করুন,, খুবই সহজলভ্য এই লেবু। ব্ল্যাকহেডসই মুখকে অসুন্দর করতে যথেষ্ট। কিন্তু এর সঙ্গে হোয়াইটহেডসের সমস্যাও হতে পারে। যার কারণে মুখের ত্বক আলগা হতে শুরু করে। কিন্তু লেবু ব্যবহার করে ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডস দুটোই দূর করা যায়।

কিভাবে ব্যবহার করবেন জেনে নিন –
এক চামচ গ্লিসারিন, আধা চা চামচ লেবুর রস মিশিয়ে একটি পেস্ট তৈরি করতে হবে। তারপর এই পেস্টটি ব্ল্যাকহেডস্ ও কালো দাগ যুক্ত স্থানে লাগিয়ে রেখে দিন ১০ মিনিট। তারপর উষ্ণ গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা দিয়ে মুখের কালো দাগ দূর করার উপায়

এছাড়া হোয়াইটহেডস্ দূর করতেও লেবুর রস ব্যবহার করতে পারেন। তার জন্য একটি পাত্রে সমপরিমাণ লেবুর রস ও জল নিয়ে সেটা মিশিয়ে হোয়াইটহেডস্-এ লাগান। এরপর সেটিকে হালকা হাতে ম্যাসাজ করতে থাকুন। ২০ মিনিট পর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

ডিমের সাদা অংশ নিয়ে লেবুর রস এবং এক চামচ কমলা লেবুর রস নিয়ে হালকা গরম জল দিয়ে মিশিয়ে নিন৷ মিশ্রণটি ত্বকের কালো জায়গায় কয়েক মিনিট লাগিয়ে অপেক্ষা করুন৷ শুকিয়ে গেলে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে নিন৷

ত্বকের দাগ দূর করার প্রাকৃতিক পদ্ধতি

দুধের সঙ্গে লেবুর রস মিশিয়ে ত্বকে লাগাতে পারেন৷ এতে ত্বকের সঠিক আর্দ্রতা বজায় থাকে এবং বলিরেখা দূর হয়৷

IMG_20230426_142651-1682499423818 লেবু দিয়ে মুখের কালো দাগ দূর করার উপায় - Ways To Remove Black Spots On The Face With Lemon
আরও পড়ুন,

ডার্ক স্পট দূর করার উপায়

সর দেওয়া দুধ, লেবুর রস, টক দই নিয়ে একটি মিশ্রণ বানিয়ে ত্বকে লাগান৷ এতে রোদে পোড়া ত্বক আগের মতো হয়ে যাবে আর উজ্জ্বলতাও বাড়বে৷

শসার রস ও লেবুর রস কাজে লাগাতে পারেন –
যেভাবে ব্যবহার করবেন
একটি পাত্রে শসার রস ও লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান এবং শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার কালো দাগ দূর করতে চমৎকার কাজ করবে এই প্যাক। সপ্তাহে দুদিন ব্যাবহার করুন।।



Tags – Skin Care, Remove Black Spots

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *