Spread the love

লেমনগ্রাস অ্যাসেনশিয়াল অয়েলের উপকারীতা: Benefits Of Lemongrass Essential Oil

IMG_20230427_201030-1682606467842 লেমনগ্রাস অ্যাসেনশিয়াল অয়েলের উপকারীতা - Benefits Of Lemongrass Essential Oil

Benefits of Lemongrass Essential Oil


ত্বক ও চুলের যত্নের লেমনগ্রাস অ্যাসেনশিয়াল অয়েল কতোটা উপকারী আমরা নিজেরাও হয়তো জানি না,,, আপনি কি অ্যাসেনশিয়াল অয়েল ব্যবহার করেছেন কখনও? এখন ভাবছেন অ্যাসেনশিয়াল অয়েল এটা ত্বকের ও চুলের কী কাজে লাগবে? তাহলে শুনুন বয়সের ছাপ রোধ, ত্বকের নমনীয়তা ধরে রাখা, চুলের প্রবলেমসহ ত্বকের ও চুলের অনেকগুলো সমস্যা সমাধান করে থাকে অ্যাসেনশিয়াল অয়েল।

Lemongrass Oil For Skin

কী এই লেমনগ্রাস অ্যাসেনশিয়াল অয়েল?

লেমনগ্রাস ঘাস জাতীয় ,,যা সাধারণত রান্নায় এবং হারবাল ওষুধে ব্যবহার করা হয়ে থাকে। লেমনগ্রাস অ্যাসেনশিয়াল অয়েল সাইট্রিস ফ্লেভারের একটি পাওয়ারফুল অ্যাসেনশিয়াল অয়েল। সাধারণত সুগন্ধি এবং সাবান তৈরিতে এই অ্যাসেনশিয়াল অয়েলটি ব্যবহার করা হয়।

ল্যাভেন্ডারের উপকারিতা জেনে নিন

১. ত্বকের তেলতেলেভাব দূর করতে

লেমনগ্রাস ত্বকের তেলতেলেভাব দূর করে ত্বকের অয়েল কন্ট্রোল করে থাকে।

২. দূর করবে ত্বকের ব্রণ

লেমনগ্রাস অ্যাসেনশিয়াল অয়েল ত্বকের ব্যাকটেরিয়ার সাথে লড়াই করে ত্বক রাখে ব্রণমুক্ত।

৩. স্ট্রেচ মার্কস কমিয়ে আনবে

হাত পায়ের ভাঁজে কিংবা পেটের নিচের অংশ অনেকের স্ট্রেচ মার্কস বা সেলুলাইট দেখা দেয়। নিয়মিত লেমনগ্রাস অ্যাসেনশিয়াল অয়েল ম্যাসাজ করে ত্বক থেকে এই দাগ দূর হবে।।

IMG_20230427_201017-1682606468192 লেমনগ্রাস অ্যাসেনশিয়াল অয়েলের উপকারীতা - Benefits Of Lemongrass Essential Oil
Read More,


৪. চুল মজবুত করবে

লেমনগ্রাস অ্যাসেনশিয়াল অয়েল-এ অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান মাথার তালুর ফাঙ্গাস দূর করতে সাহায্য করে। এটি চুলের ফলিকলসকে মজবুত করে।

৫. অ্যানিমিয়া দূর করে: রক্তে লোহিত কণিকা বা হিমোগ্লোবিন কমে যাওয়ার কারণে দেখা দেয় অ্যানিমিয়া।

৬.উজ্জ্বল ত্বক ও চুলের জন্য: ‘লেমন গ্রাস’ ব্যাক্টেরিয়া ও ফাঙ্গাসরোধী উপাদান সমৃদ্ধ এবং এটা ত্বক পরিষ্কার করতেও খুব ভালো কাজ করে।

৭. এটা ত্বকের বাড়তি তেল শুষে নিয়ে ত্বককে পরিষ্কার করে। ব্রণ, একনি ও একজিমার মতো ত্বকের সমস্যা থেকে রক্ষা পেতে সহায়তা করে।


Tags – Skin Care, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *