Spread the love

শিখে নিন টাইম ম্যানেজমেন্ট – Learn Time Management


বাড়ি থেকে কাজের আলাদাই চাপ থাকে। সেখানে অফিসের কাজ আর বাড়ির কাজ একসঙ্গে করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে । আট নয় ঘন্টা অফিসের জন্য নির্ধারিত থাকলেও, অতিরিক্ত কাজের চাপ চলে আসে অনেক সময়েই।

অফিসের কাজ সারতে গিয়ে নিজের ব্যক্তিগত জীবন বলে আর কিছু থাকছে না। যে কাজ অফিসে সারতে সময় লাগত দু’ ঘণ্টা, বাড়িতে সেটা করতে পেরিয়ে যাচ্ছে ঘণ্টা তিন-চার। হ্যাঁ, আপনার অফিসের ইন্টারনেট যত তাড়াতাড়ি কাজ করে, বাড়ির ওয়াই-ফাই বা ব্রডব্যান্ডের সে শক্তি নেই।



IMG_20220805_211745-1659714475571 শিখে নিন টাইম ম্যানেজমেন্ট - Learn Time Management

ওয়ার্ক ফ্রম হোমে অতিরিক্ত কাজের চাপ, শিখে নিন টাইম ম্যানেজমেন্ট


বাড়ির কাজ আর অফিসের কাজ একসঙ্গে করছেন কী?

অফিসের টাইমিং মেনটেন করার চেষ্টা করুন। দশটা থেকে ছ’টার মধ্যে সব কাজ সেরে ফেলার রুটিন বানাতে হবে আপনাকেই। অনেক সময়ে বাকি সহকর্মীদের সঙ্গে যোগাযোগ বা মিটিং করতে গিয়েও অনেকটা সময় চলে যাচ্ছে। সেটাকেও কাজের অঙ্গ বলেই ধরে নিতে হবে।

সব পেশায় নিজের সুবিধেমতো সময়ে কাজ করা যায় না

ওয়ার্ক ফ্রম হোম মানে নিজের ইচ্ছেমতো সময়ে কাজ করার স্বাধীনতা। কিছু কিছু পেশার ক্ষেত্রে তা হয়তো সম্ভব। বা ভোরবেলা উঠে আপনি কোনও জরুরি প্রজেক্ট, রিপোর্ট বা প্রপোজাল তৈরি করে রাখতে পারেন। কিন্তু অফিস টাইমের বাইরে, নিজের ইচ্ছেমতো সময়ে রোজ কাজ করতে গেলে দেখবেন আখেরে আপনারই ক্ষতি হচ্ছে।

আপনার কাজের দেরির জন্য বাড়ির লোককে দায়ী করবেন না

সমস্যা হচ্ছে আপনার প্ল্যানিংয়ে, কাজে দেরির জন্য বাড়ির কেউ দায়ী নয় । তার চেয়েও জরুরি বিষয় হচ্ছে, এখন আরও বেশ কিছুদিন আমাদের এভাবেই কাজ করতে হবে। চলবে সন্তানের স্কুলও। তার জন্য মানসিক প্রস্তুতি নিন এবং নিজের কোথায় ভুল হচ্ছে তা খতিয়ে দেখুন।


বাড়িতে বসে কাজ করতে গিয়ে সময় বেশি লাগছে? শিখে নিন টাইম ম্যানেজমেন্ট

বাড়ির কাজ আর অফিসের কাজ একসঙ্গে

অফিস টাইমের মধ্যে রান্না বা ঘরের কাজ করা যাবে না, সেটা হয় আগে সেরে নিন, না হলে পরে করবেন। অফিসের টাইমিং মেনটেন করার চেষ্টা করুন।


বেশি স্ট্রেস নেবেন না


ওয়ার্ক ফ্রম হোমে আমরা ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠছি। আর নিজেকে একা ভাববেন না, যিনি ওয়ার্ক ফ্রম হোম করছেন। প্রত্যেককে এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে হচ্ছে। ওয়ার্কিং আওয়ারের মধ্যে বেশি ব্রেক নেবেন না। দরকারে প্রতিটি অ্যাসাইনমেন্টের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করুন, তার মধ্যে কাজ সারুন।

বাড়তি মানসিক চাপ নিয়ে কাজ করতে পারবেন না, পদে পদে ঠোক্কর খেতে হবে। নতুন একটা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সময় লাগে, অনেকে অফিসের মতো সেট আপে ভালো কাজ করেন।


TAGS

Lifestyle

Personal Life

Time Management

Work From Home

ওয়ার্ক ফ্রম হোম

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *