শীতকালের সেরা স্কিন ময়শ্চারাইজার – Best Skin Moisturizer For Winter
Benefit of moisturizer: শীতকালে কেন অবশ্যই ত্বকে ময়শ্চারাইজার ব্যবহার করা প্রয়োজন … .
শীতকাল পড়তে না পড়তেই ত্বক শুষ্ক হয়ে যায়,,এই সময়ে আবহাওয়ার পরিবর্তনের কারণে ত্বকের আদ্রতা কমে যায়। এই সমস্যা দূর করতে শীতকালে ত্বকে অবশ্যই ময়শ্চারাইজার ব্যবহার করা দরকার। যাঁদের শুষ্ক ত্বক, তাঁরা তো অবশ্যই। এছাড়াও যেকোনও ত্বকের মানুষদের শীতকালে ত্বকে ময়শ্চারাইজার ব্যবহার করা জরুরি।ময়শ্চারাইজার ত্বকের আদ্রতা বজায় রেখে ত্বক কোমল রাখতে সাহায্য করে।
ত্বকে মরা কোষ জমে থাকলে, তা ত্বকে আরো নিষ্প্রাণ করে তোলে। নিয়মিত ময়শঅচারাইজারের ব্যবহার ত্বকের মরা কোষ দূর করতে সাহায্য করে।ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না ময়শ্চারাইজার।
ময়শ্চারাইজার বাদ দিয়ে শীতে ত্বক সুস্থ থাকতে পারে না। তবে এই মরশুমে হালকা ময়শ্চারাইজার বাদ দিয়ে বেছে নিন ভারী ঘন ময়শ্চারাইজার।
১/ আমাদের পছন্দ পন্ড’স ময়শ্চারাইজিং কোল্ড ক্রিম/ Pond’s Moisturising Cold Cream । গ্লিসারিনে সমৃদ্ধ এই ক্রিমটি শুষ্ক ত্বকে গভীর থেকে পুষ্টি জোগায় আর আর্দ্র রাখে, ফলে ত্বক থাকে নরম আর উজ্জ্বল।
Best Winter Moisturizer
২/ OLAY Total Effects 7 anti aging day cream:
আপনার ত্বক নরমাল বা ড্রাই হলে এবং আপনার বয়স ৩০ এর উপরে হলে এটা ডে ক্রিম হিসেবে আপনার জন্য বেস্ট হবে।এটা ব্যবহারে স্কিনে কোন রিঅ্যাকশন হয় না এবং সেনসিটিভ ত্বকের জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট এই ওলে ডে ক্রিম!নিয়মিত ব্যবহারে ত্বকের দাগ ছোপ এবং বলিরেখা দূর করতে পারে।।
শীতকালের উপযোগী সেরা ময়শ্চারাইজিং
৩/ ল্যাকটো ক্যালামাইন (ক্ল্যাসিক)
অত্যন্ত কম দামে নরমাল ত্বকের জন্য মানানসই একটি ডেইলি ময়েশ্চারাইজার ,,এতে থাকা ক্যালামাইন নিশ্চিত করে যে এটা ডে ক্রিম হিসেবে ব্যবহার করলে আপনার ত্বক প্রায় সারাদিন যেন তৈলাক্ত ভাব মুক্ত থাকে।।ত্বকে কোন রিঅ্যাকশন তৈরি করে না। সাধারণ ত্বকের জন্যই এটা ভালো হবে।
ত্বক পরিচর্যার জন্য সেরা ময়শ্চারাইজার
ড্রাই স্কিনে ময়েশ্চারাইজেশনের সাথে সাথে যারা সফট, স্মুথ স্কিন পেতে চান আর সুন্দর ত্বকের সাথে সুন্দর স্মেল যারা প্রিফার করেন, তাদের জন্য খুব ভালো অপশন হল Jergens Softening Musk Moisturizer।
ডিপ ময়েশ্চারাইজেশনের সাথে সাথে এটি ত্বককে রাখবে হাইড্রেটেড আর স্মুথ।এতে আছে ভিটামিন ই আর ইল্যুমিনেটিং হাইড্রালুসেনস, যা ড্রাই স্কিনকে করবে কোমল আর উজ্জ্বল।
শীতকালের বেস্ট ময়শ্চারাইজার
শুষ্ক ত্বকের যত্নে বেস্ট ময়েশ্চারাইজার
৫/ Simple Kind to Skin Replenishing Rich Moisturizer
এই শীতের হাত থেকে বাঁচানোর জন্য শুষ্ক ত্বকের জন্য সেরা ময়েশ্চারাইজার
যাদের ড্রাই অথবা সেনসিটিভ স্কিন, তাদের জন্য দরকার এমন একটি ময়েশ্চারাইজার যাতে আছে নারিশিং ইনগ্রেডিয়েন্টস। আপনার স্কিন যদি ড্রাই এবং সেনসিটিভ হয়ে থাকে, তাহলে আপনার জন্য পারফেক্ট ময়েশ্চারাইজারট হলো Simple Kind to Skin Replenishing Rich Moisturizer। এর ন্যাচারাল সেইফ ফর্মুলা সেনসিটিভ স্কিনেও স্যুট করে, তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। যাদের স্কিন অতিরিক্ত ড্রাই হওয়ার কারণে খুব সহজেই রাফ হয়ে যায়, তাদের ক্ষেত্রে স্কিন রিপেয়ারের জন্য খুব ভালো একটি অপশন এটি।
Tags – Skin Care Skin Tips Beauty Tips