Spread the love

শীতকালে ছেলেদের ত্বকের যত্ন নাওয়ার টিপস্ – Winter Skin Care Tips For Boys

সময়ের সাথে সাথে বদলে গেছে অনেক কিছু। শুধু কি মেয়েরাই ত্বকের যত্ন নিবে ? এটা তো হয়না,, তাই পাল্টাতে হবে ছেলেদেরও,, নিজেকে একটু সুন্দরভাবে উপস্থাপন করাতে সবাই চাই,, নিজের ত্বকের যত্ন নিয়ে আপনি ও থাকুন সবসময় প্রাণবন্ত। তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও ত্বকের প্রতি একটু যত্নবান হতেই হবে। এতে আপনার ত্বকই আপনার আত্মবিশ্বাস ধরে রাখবে।


পুরুষের ত্বকের যত্ন নেয়ার উপায়- ত্বক ভালো রাখার টিপস নিয়ে আজকে আমি হাজির হয়েছি,,


image-201102-1652304283bdjournal-1667917024473 শীতকালে ছেলেদের ত্বকের যত্ন নাওয়ার টিপস্ - Winter Skin Care Tips For Boys

শীতে ছেলেদের ত্বকের যত্ন


ত্বকের যত্ন কি শুধু মেয়েদেরই প্রয়োজন? অনেকেই বলেন, ”রূপচর্চা আর সাজগোজ- সে তো মেয়েদের বিষয়।” কিন্তু এই ধারণাটা কখনোই ঠিক নয়। এই যুগে ছেলেরাও নিজেদের নিয়ে বিশেষ যত্নবান হয়েছে,, যেহেতু ছেলেদের কাজের প্রয়োজনে বাইরে বেশি যেতে হয় রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, ধুলোবালির কারনে ত্বক হয়ে যায় রুক্ষ ও কালো।। এজন্য ত্বকের যত্ন নিলে করলে চেহারার উজ্জ্বলতা আবার ফিরে পাওয়া সম্ভব। ছেলেদের ত্বক মেয়েদের তুলনায় অনেক বেশি পুরু। তাই মেয়েদের ত্বকচর্চা থেকে পুরুষদের রূপচর্চার ধরনটাই আলাদা। আর শীতকাল মানেই তো এক্সট্রা ত্বকের যত্ন,, এখোন প্রশ্ন হলো ছেলেরা শীতে কিভাবে ত্বকের যত্ন নিবেন এবং কি করতে হবে সেটাই আজকে আলোচনা করবো তাহলে বেশি কথা না বলে চলুন দেখে নাওয়া যাক –

ত্বকের যত্ন নিতে সানস্ক্রিন ব্যবহার করুন


ছেলেরা ভাবে তাদের সানস্ক্রীন ব্যবহার করার দরকার নেই,, কিন্তু শীত বা গ্রীষ্ম যে কোন ঋতুতেই বাইরে বেরোলে সূর্যের ক্ষতিকর রশ্মি ছেলেদের ত্বকের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। সূর্যের তাপে ত্বকে ছোপ ছোপ দাগ ও সানবার্ন হয়। ছেলেদের উচিত ময়েশ্চারাইজ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করা। সানস্ক্রিন মুখের ত্বককে সূর্যের ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্মির থেকে বাঁচিয়ে রাখে। সানস্ক্রিন ত্বককে উজ্জল দেখতে ও তরুণ রাখতে সহায়তা করে।


শীতে ছেলেদের শুষ্ক ত্বকের যত্নে যা করবেন


নিয়মিত সঠিক পদ্ধতিতে শেভ করুন


স্নানের সময় শেভ করা উচিত। সেইসময় ত্বক ও দাড়ি নরম থাকে, ফলে শেভ করা সহজ হয়। শেভিং ক্রিম লাগানোর আগে জল দিয়ে ত্বক ভালোভাবে ভিজিয়ে নেবেন। শেভ করার জন্য ভেজা ও উষ্ণ ত্বকে হালকা শেভিং জেল বা ত্বক মসৃণ রাখে এমন জেল ব্যবহার করতে পারেন। এতে দাড়ি নরম থাকবে। ত্বকের যত্ন নিতে যাদের র‌্যাশ হতে থাকেই, তাদের আফটার শেভ লোশন এড়িয়ে চলা ভালো।

শেভিংয়ের পরে অ্যান্টিসেপটিক ক্রিম লাগানোটা জরুরি। আর ত্বকে ব্রণ থাকলে প্রতিদিন শেভ না করে একদিন পরপর শেভ করাই ভালো। শেভ করার পাঁচ মিনিট আগে ভালো ময়েশ্চারাইজার লাগাতে হবে। শীতকালে শেভ করার পরে মুখে মশ্চারাইজার ক্রিম মাখবেন। তাহলে সারাদিন ত্বক কোমল থাকবে।



শীতকালে ছেলেরা ত্বকের পরিচর্যা করুন এইভাবে, ত্বক হবে কোমল ও মসৃণ

ত্বকের যত্ন নিতে ক্লিনজার


ত্বকের যত্ন নিতে ক্লিনজার ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। ত্বকের যত্ন নিতে এমন ক্লিনজার ব্যবহার করুন যা আপনার ত্বকের গভীরে গিয়ে মৃত কোষগুলোকে বের করে দেবে। অফিসে বা বাইরে থেকে ফিরে ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করুন। প্রতিদিন সকালে এবং রাতে একবার করে ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে ফেললেই ময়লা দূর হয়ে যায় অনেককাংশে।

শীতে পুরুষের ত্বকের যত্ন


ক্লিনজার বেছে নিতে হবে নিজের ত্বক অনুযায়ী। সেনসিটিভ, স্বাভাবিক, শুষ্ক, তৈলাক্ত বা কম্বিনেশন ত্বকের ধরন অনুযায়ী বেছে নেবেন ব্রণ বা অ্যাকনের সমস্যা থাকলে ‘অয়েল ফ্রি’ ক্লিনজার ও ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন। ত্বকের যত্ন নিতে সেনসিটিভ ত্বক হলে কোমল, সুগন্ধহীন প্রসাধনী ব্যবহার করবেন।

সাধারণত ছেলেদের চোখের নিচের অংশটা একটু কালচে রঙের হয়। কারণ এই অংশের আর্দ্রতা সারা মুখের তুলনায় কম হয়। এই কালো অংশতেই বয়স বাড়লে দেখা দেয় বলিরেখা। তাই ত্বকের যত্ন নিতে চোখের তলায় হাইড্রেটিং ক্রিম লাগান নিয়মিত। রাতে ঘুমাতে যাওয়ার আগে এই দুইবার প্রতিদিন নিয়মিত লাগান।


ছেলেদের তৈলাক্ত ত্বকের যত্ন

স্ক্র্যাবিং ও ফেসওয়াশ

ত্বকের যত্ন নিতে স্ক্র্যাবিং রুটিনের একটি অপরিহার্য অংশ। এজন্য ফেসওয়াশ বা স্ক্র্যাবার দিয়ে প্রতিদিন আপনার ত্বক পরিষ্কার করুন। এটি ত্বকের ছিদ্র খুলতে সাহায্য করে এবং ত্বকের ময়লা দূর করে। এটি ব্ল্যাকহেডস আর হোয়াইটহেডস দূর করতেও সাহায্য করে। সপ্তাহে অন্তত দুদিন স্ক্র্যাব করানো উচিত। এতে ব্রণের সমস্যারও সমাধান হবে।



face-1667917024302 শীতকালে ছেলেদের ত্বকের যত্ন নাওয়ার টিপস্ - Winter Skin Care Tips For Boys



জল পান

শীত আর গরম সবসময়ই ত্বকের জন্য পর্যাপ্ত জল পানের কোনো বিকল্প নেই। অনেকে শীতে কম জল পান করে থাকেন। তা একদমই করা যাবে না। বরং এখন আরও বেশি পরিমাণে জল পান করতে হবে।

লোশনের ব্যবহার

বাজারে ছেলেদের জন্য নানা ব্র্যান্ডের লোশন পাওয়া যায়। তবে ত্বকের জন্য যেটি মানানসই সেটিই ব্যবহার করতে হবে। লোশন ব্যবহারের আগে ত্বক ভালোমতো ধুয়ে নিতে হবে। আর রাতে শোয়ার আগে গায়ে অবশ্যই লোশন ব্যবহার করুন।


শাক সবজি

শীতকালে বেশি করে শাকসবজি খাওয়ার অভ্যাস করুন। এতে ত্বকের সতেজতা বজায় থাকবে।

দিনের মধ্যে কয়েকবার মুখ ধোওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে চেহারায় অতিরিক্ত ময়লা জমতে পারবে না।


মুখ ধোয়ার পর ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করতে হবে। এতে ত্বকের কোমলতা ঠিক থাকবে।

ত্বকের যত্ন নিতে সম্ভব হলে ঘণ্টায় একবার মুখে জলের ঝাপটা দিন। ব্ল্যাকহেডস উঠাতে স্ক্র্যাব ব্যবহার করতে পারেন। এছাড়া খাবারদাবারে সচেতন হলে ব্রণ কম হয়। তাই ভাজাপোড়া বেশি খাবেন না। অ্যালকোহল ও সিগারেটের অভ্যাস থাকলে পরিত্যাগ করা উচিৎ।।।।



Tags – Skin Tips Skin Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *