Spread the love

শীতকালে ত্বক দূষণমুক্ত রাখার সহজ উপায়/টিপস -Winter Skin Care Tips

AVvXsEjsLVYSRaL44dubuXMnrCQTQ6HRYStoIF8EgwvqnLHwGNxDPKZ0VmoOXpiCebaSXhGHEtt3pKYo8ItyXbS22EId1UU4AhBuR1ufvSVaozT7oYZXyuC9-y9wZYfttTcmaGz5ja0IgpjvMgzKEMKgy1OQ4IABafViE6_6QqZ6MwjMCDtjoUrrYPStQ8iQ=w400-h393 শীতকালে ত্বক দূষণমুক্ত রাখার সহজ উপায়/টিপস -Winter Skin Care Tips

শীতকালে ত্বক দূষণমুক্ত করতে যা করবেন

শীতকাল আমাদের সবারই ভাল লাগলেও, সমস্যা হয়ে দাঁড়ায় ত্বকের জন্যে। শীতকালের প্রচন্ড পরিমানে ধুলোবালির জন্যে আমাদের ত্বকে কালচে ভাব চলে আসে। দেখা দেয় ত্বকের নানান সমস্যা। ত্বক এ ময়লা জমা হওয়ার ফলে চেহারায় হারায় সতেজতা এবং ব্রণ ইত্যাদি দেখা দিতে শুরু করে। এই সময় ত্বকের ঔজ্জ্বল্য ফিরিয়ে আনতে অনেকেই বাজারের ভিভিন্ন ক্রীম ব্যাবহার করে থাকি। এতে এ সব জিনিসের মধ্যে থাকা বিভিন্ন রাসায়নিক চামড়ার কোনও না কোনও ক্ষতি করে। তাই আজকে আমি আপনাদের জানাব ঘরোয়া উপায় এ কি করে ত্বককে সুন্দর ও দূষণমুক্ত করবেন।
১/মধু: মধুতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট,এবং ময়েশ্চারাইজিং বৈশিষ্ট্যে পরিপূর্ণ। এটি মুখের ময়লা পরিষ্কার করতে সাহায্যে করে। মধু ত্বকের আর্দ্রতা দীর্ঘ সময়ের জন্য ধরে রাখে। অল্প লেবুর রস দিয়ে কয়েক দিন অন্তর মধু মুখে লাগলে ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে দ্রুত।

শীতকালে ত্বকের যত্ন কিভাবে নেব

২/ আলু: আলুতে রয়েছে ভিটামিন সি এবং প্রচুর পরিমাণে আয়রন। মুখের দাগ-ছোপ কমাতে ,উজ্জ্বলতা ফিরিয়ে আনে এই আলু। ১৫ মিনিট আলুর রস মুখে মেখে রাখলে ত্বক হয়ে উঠবে সুন্দর ও কোমল।
৩/ দুধ: ত্বকের জন্যে দুধ অত্যন্ত উপকারী। এর মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের মৃত কোষ সরিয়ে ফেলতে পারে। তুলো দুধে ভিজিয়ে নিয়মিত ১০ থেকে ২০ মিনিট মুখে লাগিয়ে রাখলে ত্বকে থাকা ময়লা পরিষ্কার হবে।
৪/নারকেল তেল: মুখের তরতাজা ভাব ফিরিয়ে আনতে নারকেল তেলের কোনো হয়না। আপনার যদি ব্রণ-প্রবণ ত্বক থাকে, তা হলে অবশ্যই নারকেল তেল ব্যবহার করুন।

শীতকালে ত্বকের পরিচর্যা

৫/টমেটো: টমেটো ত্বকের জন্য খুবই উপকারী।টমেটো ত্বককে উজ্জ্বল করে তোলে। এর মধ্যে থাকা ভিটামিন এবং অন্যান্য পুষ্টিকর উপাদান আপনার মুখে সারা দিনের ক্লান্তির ছাপ মুছে দিতে পারে। এর সাথে ত্বকের মধ্যে থাকা দাগ ছোপ কমায়।
৬/ অ্যালোভেরা: আমরা সবাই জানি অ্যালোভেরা জেল ত্বকের জন্য কতটা উপকারী। মুখের ময়লা পরিষ্কার করার জন্য এবং ত্বকের উজ্জ্বলতা ফেরাবার জন্য অবশ্যই সপ্তাহে দুই থেকে চার দিন ব্যবহার করুন অ্যালোভেরা জেল। স্নান করার আগে কুড়ি থেকে পঁচিশ মিনিট অ্যালোভেরা জেল মুখে মাখিয়ে রাখুন তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
শীতের দিনে ত্বককে সুন্দর চকচকে ঝলমলে রাখার জন্য এই ঘরোয়া টিপস গুলো ফলো করুন।।
Also read,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *