Spread the love

শীতেও চাই উজ্জ্বল ত্বক? রইলো কিছু টিপস্ – Want Bright Skin In Winter? Here Are Some Tips


শীতকাল মানেই ত্বকের শুষ্কতা, খসখসে ভাব ,, এই সময় ত্বকের পরিচর্যায় দ্বিগুণ বাড়িয়ে দিতে হবে।। শীতকালে ত্বকের মলিনতা দূর করে উজ্জ্বলভা ফুটিয়ে তোলার উপায় আজকে জানাবো –


শীতের দাপটে স্বাভাবিক প্রাকৃতিক জৌলুস হারিয়ে ফেলে ত্বক। এই সময়ে প্রয়োজন বিশেষ যত্নের ত্বকচর্চা। শীতে ত্বকের যত্ন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই সময় ত্বক হয়ে পড়ে বেশি স্পর্শকাতর, খসখসে ও প্রাণহীন।


65122-honey-4-9-16-1667469963840 শীতেও চাই উজ্জ্বল ত্বক? রইলো কিছু টিপস্ - Want Bright Skin In Winter? Here Are Some Tips

এই সহজ উপায়ে শীতেও পান উজ্জ্বল ত্বক

শীতকালে ত্বককে ময়শ্চারাইজড রাখা অত্যন্ত জরুরি। এর ফলে ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা বজায় থাকে। নারকেল তেল, ক্যাস্টর তেল, অলিভ তেল, দইয়ের ঘোল ও শশা প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করলে সুফল মেলে।


ফাউন্ডেশন ব্যবহারে ত্বক শুষ্ক হয়ে যায়। তাই ফাউন্ডেশনের পরিবর্তে এইসব ক্রিম ব্যবহার করলে ত্বক নিখুঁত ও মসৃণ দেখানোর পাশাপাশি আর্দ্র থাকে। কোন অনুষ্ঠানে যাওয়ার সময় ফাউন্ডেশন আর নিয়মিত বাইরে ব্যবহারের জন্য রঙিন ময়েশ্চারাইজার বেছে নিতে পারেন।।তাই ত্বক প্রথমে ভালোভাবে ময়েশ্চারাইজ করে নিয়ে তারপর ত্বকে তেলভিত্তিক ফাউন্ডেশন করা উচিত। এতে ত্বক দেখতে সতেজ লাগবে ও আদ্রতা বজায় থাকবে।


শীতে চাই ঝকঝকে ও কোমল ত্বক! রইলো কিছু টিপস্

লিপ বাম: এই মৌসুমে ঠোঁটের ভালো বন্ধু হল লিপ বাম। ঠোঁটে লিপ্সটিক ব্যবহারের আগে লিপ বাম ব্যবহার করতে হবে যাতে ঠোঁটের আর্দ্রতা বজায় থাকে। তাছাড়া রঙিন লিপ বাম ব্যবহার করলে লিপস্টিকের বাদ দিতে পারেন। এতে ঠোঁট ও ভালো থাকবে।।

সাধারণত শীতকালে আমরা প্রত্যেকেই কম পরিমাণে জল পান করি। শরীরে জলের ঘাটতির কারণেও ত্বক শুকনো ও রুক্ষ হয়ে পড়ে। শীতে যাতে শরীরে যথেষ্ট জলের অভাব না হয়। জলের পরিমাণ বাড়ানোর জন্য অল্প গরম জল পান অভ্যাস করলে সুফল দেয়।


শীতে উজ্জ্বল ত্বক পেতে মেনে চলুন সহজ এবং ঘরোরা এই টিপসগুলি


ঈষদুষ্ণ জলে মুখ ধোবেন- ত্বকের জন্য গরম জল ক্ষতিকর। গরম জল দিয়ে মুখ ধুলে, ত্বক রুক্ষ হয় এবং চামড়া ছাড়তে শুরু করে। সংবেদনশীল ত্বক হলে ভুলেও গরম জল দিয়ে মুখ ধোবেন না। ঠান্ডা জল দিয়ে মুখ দিতে না-পারলে ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধোবেন।


রাতে ত্বকের যত্ন নিন- স্বাস্থ্যকর ত্বকের কামনা করে থাকলে রাতে এর যত্ন নিতে ভুলবেন না। ঘুমাতে যাওয়ার আগে ত্বককে ডিপ ময়শ্চারাইজ করুন। এর ফলে পরের দিন সকালে উজ্জ্বল ত্বক পাবেন।


1646140707_new-project-2022-03-01t184806-987 শীতেও চাই উজ্জ্বল ত্বক? রইলো কিছু টিপস্ - Want Bright Skin In Winter? Here Are Some Tips

শীত পড়ছে, ত্বকের যত্ন নেবেন কীভাবে? রইল কিছু টিপস

সানস্ক্রিন ছাড়া বাড়ির বাইরে পা দেবেন না। সানস্ক্রিনের সঙ্গে আরও একটি উপাদান রয়েছে যা ত্বকের জন্য অপরিহার্য। তা হল ভিটামিন সি সিরাম।


স্বাস্থ্যকর জীবনধারা ও নিয়মিত ব্যায়াম শরীরের ভিতর থেকে উজ্জ্বল ও প্রাণবন্ত করে রাখে। তার প্রতিফলন ফুটে ওঠে ত্বকের উপর। হাইড্রেটেড থাকার ও নিয়মিত ব্যায়াম ও সঠিক ডায়েট মেনে চললেই পাবেন মনের মত ত্বক।


শীতকালে ত্বককে উজ্জ্বল রাখতে ময়শ্চারাইজড ব্যবহার করা খুব প্রয়োজন। তাই ময়শ্চারাইজড করতে নারকেল তেল, মধু, দইয়ের ঘোল ও শশা প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করলে সুফল মেলে।।।


Tags – Skin Tips Skin Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *