Spread the love

শীতেও ঠোঁটকে রাখুন কোমল আকর্ষণীয় – Keep Lips Soft And Attractive Even In Winter


মুখের সৌন্দর্যের এক অন্যতম পার্ট হলো ঠোঁট। ঠোঁটকে আকর্ষণীয় দেখাতে মেয়েরা কতকিছু না করে থাকে।। ঠোঁট মানুষের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। তাই এর যত্ন একটু বেশিই নেয়া হয়। সাধারণত মানুষ কাউকে দেখলে প্রথমেই চোখ পড়ে তার মুখ ও ঠোঁটের ওপর।।


IMG_20221228_180225-1672230772378 শীতেও ঠোঁটকে রাখুন কোমল আকর্ষণীয় - Keep Lips Soft And Attractive Even In Winter

নরম কোমল আকর্ষণীয় ঠোট পেতে যা করবেন

শীত আসছে মানেই ত্বকের শুকনোভাব শুরু ।। মুখের জেল্লা ফেরানোর জন্য ময়শ্চারাইজ়ার, হাইড্রেটিং মাস্ক, শিট মাস্ক ব্যবহার করা যায়,, ঠোঁটের জন্য কি করবেন? আবহাওয়ার কারনে শুষ্কতা ঠোঁটের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে এবং সহজেই ঠোঁট ফেটে যায়।


অনেকের আবার শীতে ঠোঁট ফেটে চামড়া উঠে একেবারে রক্তারক্তি অবস্থা। এই ফাটা থেকে অনেকের আবার ঘা হয়ে যায়। তবে খুব সহজেই আপনি শীতে ঠোঁট ফাটা রোধ করতে পারবেন। এবং সুন্দর গোলাপী ঠোঁটের আভা পাবেন,, এছাড়াও বেশি কোমল ও গোলাপি রাখতে পারবেন কয়েকটি উপায়ে। দেখে নিন –


স্ত্রাবিং

ঠোঁট সুন্দর কোমল ও গোলাপি রাখতে স্ক্রাব করতে হবে।। সামান্য মধু, লেবুর রস এবং চিনি মিশিয়ে ঠোঁট স্ক্রাব করে নিন। এরপর ভালোভাবে ধুয়ে লিপবাম লাগিয়ে রাখুন। দিনে রাতে যখন ইচ্ছা করতে পারেন।


শীতে ঠোঁট আকর্ষণীয় রাখার পদ্ধতি


লিপ গ্লস ব্যবহার করতে পারেন

লিপস্টিকের বিকল্প হিসেবে খুবই দারুণ একটি মেক আপ এই লিপ গ্লস। নিয়মিত ব্যবহারের ফলে ঠোঁটকে উজ্জ্বল করে তোলে এটি। এমনকি এটি ঠোঁটে দীর্ঘক্ষণ থেকে যায়।

পেট্রোলিয়াম জেলি

মূলত শীতকালে ঠোঁটকে কোমল রাখার জন্য পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা হয়। ঠোঁটকে নরম ও মোলায়েম রাখার জন্য পেট্রোলিয়াম জেলির বিকল্প কিছু নেই।



IMG_20221228_180240-1672230771950 শীতেও ঠোঁটকে রাখুন কোমল আকর্ষণীয় - Keep Lips Soft And Attractive Even In Winter

শীতে ঠোঁট ফাটা থেকে মুক্তি পাবার উপায়

টক দইএর লিপ মাস্ক


দু’ চাচামচ টক দই আর এক চামচ লেবুর রস দুটো উপাদান মিশিয়ে পেস্ট বানান। ঠোঁটে লাগিয়ে মিনিট দশেক রাখুন। তারপর হালকা গরমজলে কোনো কাপড় ভিজিয়ে আলতো করে মুছে নিন। দইয়ের ল্যাকটিক অ্যাসিড ঠোঁটের পুরোনো মৃত কোষ তুলে ভিতরের কোমল উজ্জ্বল কোষ বের করে আনবে ফিরিয়ে আনবে গোলাপি আভা।


অ্যালো ভেরা আর চিনি

দু’ চাচামচ অ্যালো ভেরা জেলের সঙ্গে এক চাচামচ চিনি মিশিয়ে স্ক্রাবের মতো তৈরি করে নিন। ঠোঁটে লাগিয়ে মিনিট তিনেক হালকা মাসাজ করুন। অ্যালো ভেরা ঠোঁট আর্দ্র রাখার পাশাপাশি পুষ্টিও জোগাবে।।


শীতে ঠোঁটের যত্ন


অলিভ অয়েল : ঠোঁটকে ভালো রাখতে অলিভ অয়েল অত্যন্ত উপকারী একটি তেল। এটি নিয়মিত ব্যবহারের ফলে ঠোঁটের শুষ্কভাব দূর হয় ।।

প্রতিদিন টমেটো পেষ্ট করে ঠোঁটে মাখুন। আপনার ঠোঁট হবে উজ্জ্বল। ও শশার রসও ঠোঁটের কালো হওয়কে প্রতিরোধ করে। প্রতিদিন অন্তত ৫ মিনিট শসার রস ঠোঁটে ঘষুন।।।



Tags – Skin Care Skin Tips Beauty Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *