Spread the love

শীতেও হবেনা ত্বক খসখসে, ত্বক হবে সোনার মতো ঝকঝকে, দেখে নিন কিভাবে – Winter Skin Care Routine


শীতে আমাদের ত্বক খসখসে ও রুক্ষ হয়ে যায় এটা একটা স্বাভাবিক ব্যাপার,, কিন্তু আমি যদি আজকে আপনাদের বলি যে শীতেও আপনাদের ত্বক রুক্ষ ও শুষ্ক হবে না যদি আপনারা ঘরোয়া কিছু উপায় ত্বকে এপ্লাই করেন,, তাহলে নিশ্চয়ই অবাক হয়ে যাবেন হ্যাঁ আজকে আমি কিছু অবাক করা বিষয় আলোচনা করব,, আর খুব সহজে শীতকালে পেয়ে যাবেন ঝকঝকে ত্বক বহু…. প্রাচীনকাল থেকে নারকেল তেল রূপচর্চার কাজে ব্যবহৃত হয়ে আসছে। আপনিও এই তেল কাজে লাগাতে পারেন। এই তেল দিয়ে তৈরি করে ফেলতে পারেন অসাধারণ ফেসপ্যাক।


IMG_20221126_203236-1669474987359 শীতেও হবেনা ত্বক খসখসে, ত্বক হবে সোনার মতো ঝকঝকে, দেখে নিন কিভাবে - Winter Skin Care Routine

এই শীতে ত্বক হবে কোমল, বাড়বে উজ্জ্বলতা, দেখে নিন কীভাবে

ত্বক পরিচর্যা করুন নিয়ম করে

সঠিক ত্বক পরিচর্যার রুটিন মেনে চলুন। ক্লেনজ়িং-টোনিং-ময়শ্চারাইজ়িংয়ের নিয়ম তো মানতেই হবে, বাদ দেওয়া চলবে না সানস্ক্রিনও। রাতে ঘুমোতে যাওয়ার আগে নাইট ক্রিম মেখে নিতে ভুলবেন না।

শুষ্ক ত্বকের জন্য নারকেল তেল অসাধারণ একটি স্ক্রাবার – শুষ্ক ত্বকের জন্য মুলতানি মাটি ব্যবহার করতে পারেন। এটি অসাধারণ এক্সফলিয়েটর হিসেবে কাজ করে। যাদের ত্বক রুক্ষ, শুষ্ক হয়ে গেছে তারা নিয়মিত এই তেল ব্যবহার করুন।


শীতেও হবেনা ত্বক খসখসে জেনে নিন এই উপায়

শীতে ত্বকের ময়লা দূর করতে সাহায্য করে – নারকেল তেল ত্বকের উপরে হওয়া ধুলো-ময়লাকে একেবারে দূর করে দেয়, তাই প্রতিদিন না হলেও দু দিন ব্যবহার করতে হবে এই তেল।


শীতে ত্বক টানটান করতে সাহায্য করে নারকেল তেল। যাদের কম বয়সে বেশি বয়সীদের মতন দেখতে লাগে, তারা সহজেই মুলতানি মাটির সাথে নারকেল তেল ব্যবহার করতে পারেন।


সোনার মতো উজ্জ্বল ত্বক চান জেনে নিন কি করবেন


১) দুধ আর মুলতানি মাটির, নারকেল তেল ফেসপ্যাক – দুধ আর মুলতানি মাটিকে খুব ভালো করে মিশিয়ে নিন। দুধ, নারকেল তেল এর মধ্যে থাকে অসাধারণ ময়েশ্চারাইজার। যাদের ত্বকের ওপরে কালো কালো দাগ হয়ে গেছে, সেই দাগও কিন্তু নিমেষে দূর হবে। সপ্তাহে তিন দিন ব্যবহার করুন, আধ ঘণ্টা রেখে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন।

২) মুলতানি মাটি আর মধুর, তেলের ফেসপ্যাক – যারা শুষ্ক ত্বকের সমস্যায় ভুগছেন, তারা মুলতানি মাটির সঙ্গে মধু ভালো করে মিশিয়ে নিতে পারেন, আর এই মিশ্রনটিকে সপ্তাহে অন্তত তিন দিন লাগান, অন্তত এক ঘণ্টা রেখে শুকোতে দিন।

৩) কলা, বেসন, নারকেল ফেসপ্যাক – কলার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা কিন্তু ত্বককে সুন্দর রাখতে সাহায্য করে। সপ্তাহের দুদিন পরপর লাগিয়েই আপনি পরিবর্তন বুঝতে পারবেন।

৪) সব ধরনের ত্বকের জন্যেই কিন্তু পেঁপে খুব ভাল। পেঁপে ত্বকের মৃত কোষ দূর করতে এবং উন্মুক্ত রন্ধ্রগুলির সমস্যা কমাতে দারুণ কাজ করে। লেবু ত্বকের কালচে ভাব কমাতে পারে। পাকা পেঁপে বাটার সঙ্গে লেবু মিশিয়ে মুখে লাগিয়ে নিন। ত্বক করবে উজ্জ্বল।।


শীতের ত্বক খসখসে দূর করার উপায়


IMG_20221126_203255-1669474987044 শীতেও হবেনা ত্বক খসখসে, ত্বক হবে সোনার মতো ঝকঝকে, দেখে নিন কিভাবে - Winter Skin Care Routine


৫) ত্বকের জেল্লা বাড়াতে সবচেয়ে ভাল উপাদান হতে পারে বরফ। দিনে দু’বেলা করে মুখে বরফ ঘষুন। ত্বকের রুক্ষতা দূর করে জেল্লা ফিরিয়ে আনতে এই টোটকা কিন্তু ভীষণ কাজে দেয়। টম্যাটোর রস করে তা ফ্রিজে জমিয়ে বরফ বানিয়ে ফেলতে পারেন।


শীতে রুক্ষতা দূর করার উপায়


৬) ত্বক প্রাণবন্ত করে তুলতে চন্দন গুঁড়ো আর গোলাপ জলের ফেস প্যাক ব্যবহার করতে পারেন। কেবল জেল্লা বাড়াতেই নয়, ব্রণর সমস্যা দূর করতেও এই ফেস প্যাক বেশ কাজ দেয়।


৭) মুলতানি মাটি ও টম্যাটোর রস মিশিয়ে একটি ফেস প্যাক বানিয়ে ফেলতে পারেন। সপ্তাহে তিন দিন ব্যবহার করলেই ফিরে আসবে জেল্লা।।



Tags – Skin Care Skin Tips Beauty Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *