Spread the love

শীতের শুরুতে তুলসি শুধু সর্দি-কাশি সারায় না, ত্বকেরও যত্ন নেয় – In The Beginning Of Winter, Tulsi Not Only Cures Cold And Cough, But Also Takes Care Of The Skin


ত্বকের যত্ন নিতে কখনো তুলসি পাতা ব্যবহার করছেন,, ত্বকের যত্ন নেওয়ার জন্য তুলসি পাতা ব্যবহার করতেই পারেন। দারুণ কাজে আসবে। তুলসী গাছের যেমন ধর্মীয় গুনাগুন আছে ঠিক তেমনি চিকিৎসা শাস্ত্র তুলসীর গুণাগুণ অসাধারণ। তুলসী গাছ সর্দি-কাশিকে কমাতে সাহায্য করে। এছাড়া শীতের শুরুর আগে তুলসী দিয়ে যদি রূপচর্চা করতে পারেন। তাহলে আপনার ত্বক হবে পরিষ্কার, তাই আর দেরি না করে দেখে ফেলুন তুলসী পাতা দিয়ে করা এমন কয়েকটি ফেসপ্যাক যা শীতকালের আগেই আপনার ত্বক অনেক বেশি সুন্দর, পরিষ্কার ঝকঝকে করে তুলবে।



maxresdefault-3-1667748722062 শীতের শুরুতে তুলসি শুধু সর্দি-কাশি সারায় না, ত্বকেরও যত্ন নেয় - In The Beginning Of Winter, Tulsi Not Only Cures Cold And Cough, But Also Takes Care Of The Skin

ত্বকের যত্নে তুলসি


তুলসি পাতা ব্যবহার করে ফল পান ম্যাজিকের মতোই। জেনে নিন কী কী ভাবে ব্যবহার করবেন…….

ত্বকের দাগছোপ মলিন করতে সাহায্য করে


ভারতীয় ত্বকে এই ধরনের সমস্যা হয় বেশি। সেখানে এই কালো দাগছোপের সমস্যা কম বেশি লেগেই থাকে। তুলসি কিন্তু এই ক্ষেত্রেও আপনাকে সাহায্য করতেই পারে। এই তুলসি পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিড্যান্টস আছে।


ত্বকে থাকবে না দাগছোপ তুলসি পাতা ব্যবহার করুন

তাই আপনার ত্বকের টক্সিন বের করে দিয়ে ত্বক ভালো রাখতে ও প্রাকৃতিক জেল্লা ধরে রাখার জন্য কিন্তু এই তুলসি পাতা খুবই কাজে আসবে।

ব্রণ সারাতে সাহায্য করে তুলসী – ব্রণ সারাতে সাহায্য করে তুলসী। তুলসীর পাতার রসের সঙ্গে খুব ভালো করে অ্যালোভেরা জেল এবং পুদিনা পাতার রস মিশিয়ে মিশ্রণটির ব্রণের উপরে লাগিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিতে পারেন। দেখবেন ব্রণর উপরে এরকমভাবে লাগালে বেশ কয়েকদিনের মধ্যে ব্রণ দূর হয়ে যাবে।


ব্রণের জন্য তুলসি পাতা


93994578-1667748722222 শীতের শুরুতে তুলসি শুধু সর্দি-কাশি সারায় না, ত্বকেরও যত্ন নেয় - In The Beginning Of Winter, Tulsi Not Only Cures Cold And Cough, But Also Takes Care Of The Skin

ত্বকের সমস্ত সমস্যাকে দূর করবে তুলসি পাতা



তুলসি, মধু ও মুলতানি মাটির রূপটান: তুলসি পাতাগুলো ভাল করে ধুয়ে নিন। এবার এর সঙ্গে ১ টেবিল চামচ মধু ও মুলতানি মাটি এবং পাতিলেবুর রস মিশিয়ে নিন। সবকটি উপাদান ভাল করে বেটে নিয়ে মুখে লাগান। ব্ল্যাকহেডস-এর সমস্যা কমে যাবে একবারে।।



তুলসি পাতার উপকারীতা


তুলসিও চন্দনের রূপটান: চন্দন বেটে নিয়ে তার সঙ্গে কিছুটা গোলাপ জল মেশান। এবার এতে তুলসি পাতার রস মিশিয়ে দিন। এই মিশ্রণটি মুখে লাগিয়ে রাখুন।

পিগমেন্টেশন: তুলসির অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট পিগমেন্টেশন মোকাবিলাতেও সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ উপাদানগুলি সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি এবং দূষণের বিরুদ্ধেও লড়াই করে। এই দুটিই পিগমেন্টেশনের প্রধান কারণ।

ত্বক পরিষ্কার করতে সাহায্য করে তুলসী– ত্বক পরিষ্কার, ঝকঝকে করতে সাহায্য করে তুলসী। তুলসী পাতার রসের সঙ্গে পরিমাণ মতো টক দই, পাতিলেবুর রস খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটি লাগিয়ে ফেলুন।



সৌন্দর্য চর্চায় তুলসী পাতার ব্যবহার!

তুলসী দিয়ে তৈরি করুন টোনার – তুলসী পাতার রস দিয়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন অসাধারণ টোনার। প্রথমে এক কাপ জল নিন, তার মধ্যে ১ টেবিল চামচ গ্রিন টি নিয়ে নিন, তার মধ্যে দুই থেকে তিন টেবিল চামচ শসার রস ও তুলসী পাতার রস দিয়ে দিন। বেশ অনেকক্ষণ ধরে ফোটানোর পর তারপরে ছেঁকে নিন, তৈরি হয়ে যাবে অসাধারণ স্কিন টোনার।

তুলসী দিয়ে তৈরি করুন নাইট ক্রিম – তুলসী পাতার রসের মধ্যে খুব ভালো করে অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। তারপরে এই মিশ্রণটিকে ফ্রিজে রেখে দিন। প্রতি রাতে শুতে যাওয়ার সময় মুখে ভালো করে লাগিয়ে শুয়ে পড়ুন। সকালবেলা উঠে দেখবেন অসাধারণ নাইট ক্রিম আপনি বাড়িতেই বানিয়ে ফেলেছেন, আয়নার সামনে নিজের মুখ দেখে নিজেই চিনতে পারবেন না।


রূচর্চায় তুলসি পাতা

তুলসী দিয়ে তৈরি হবে ফেসওয়াশ – আপনাকে সামান্য পরিমাণে রিঠা পাউডারের সঙ্গে জলে গুলে তার সঙ্গে নিয়ে নিন তুলসী পাতা গুঁড়ো। এটি একটি পাত্রের মধ্যে করে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন। স্নানের আগে একটা চামচে করে নিয়ে মুখে ভালো করে দিয়ে পরিষ্কার করে নিতে পারেন।।


ত্বকের যত্নে তুলসি পাতা

শুষ্ক ত্বকে– আপনার প্রয়োজন তুলসি পাতার পেস্ট বা তুলসি পাতার গুঁড়ো। তার সঙ্গে টক দই মিশিয়ে নিন। একটি পেস্ট তৈরি হবে। সেটা আপনার মুখে লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে তারপর মুখ ধুয়ে নিন।

তৈলাক্ত ত্বকে– আপনার প্রয়োজন তুলসি পাতার পেস্ট বা তুলসি পাতার গুঁড়ো। তার সঙ্গে গোলাপ জল মিশিয়ে নিন। একটি পেস্ট তৈরি হবে। সেটা আপনার মুখে লাগিয়ে নিন। ১০ মিনিট রেখে তারপর মুখ ধুয়ে নিন।


মিশ্র ত্বক: এক চা চামচ কাঁচা হলুদ, দুই চা চামচ তুলসি পাতা, দুই চামচ দই একসঙ্গে পেস্ট করে মিশ্রণটি ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখতে হবে। এরপর ধুয়ে ফেলতে হবে ঠান্ডা জলে।।।। দেখবেন মুখ চকচক করছে।।




Tags – Skin Care Skin Tips Beauty Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *