Spread the love

শীতে আপনার ত্বককে পারফেক্ট রাখতে কি করতে হবে দেখে নিন – Check Out What To Do To Keep Your Skin Perfect In Winter


শীতের আবহাওয়া ত্বকের জন্য একদম ভালো নয়। এই ঋতুতে, ত্বক খুব খসখসে এবং প্রাণহীন দেখায় এবং যাদের ত্বকের ধরন শুষ্ক তাদের জন্য এটি আরও ঝামেলার হয়ে ওঠে। এই পরিস্থিতিতে, আমরা আপনাকে এমন কিছু টিপস সম্পর্কে জানাব, যা প্রয়োগ করে আপনি ত্বকের সৌন্দর্য বজায় রাখতে পারবেন –


ক্লেনজিং-টোনিং-ময়শ্চারাইজিংয়ের রুটিন ছাড়াও এর পাশাপাশি ত্বকের যত্নে পড়ে নিন আর কয়টি টিপস্,, এতে আপনার ত্বক থাকবে সুস্থ আর হাসিখুশি!



IMG_20221204_195655-1670164031935 শীতে আপনার ত্বককে পারফেক্ট রাখতে কি করতে হবে দেখে নিন - Check Out What To Do To Keep Your Skin Perfect In Winter

শীতে ত্বককে উজ্জ্বল রাখার উপায়


খুব গরম জল দিয়ে স্নান করবেন না। এতে মুখ আরও জৌলুসহীন হয়ে যায়।


স্নানের পর মুখে তোয়ালে দিয়ে ঘষে ঘষে মুছবেন না। এটি আপনার মুখে ময়শ্চারাইজারের পরিমাণও কমিয়ে দেয়। সবসময় হালকা হাতে আপনার মুখ আলতো করে মুছুন। এতে ত্বক শুষ্ক হবে না।

বেছে নিন অ্যালকোহলহীন ফেসওয়াশ

ফেসওয়াশে অ্যালকোহল থাকলে তা মুখের ত্বক শুষ্ক করে দেয়, যা শীতের দিনে একদম চলবে না। তাই আপনার দরকার ভালোমানের অ্যালকোহলহীন ফেসওয়াশ।


শীতে ত্বকের যত্ন


হাইড্রেটিং টোনার ব্যবহার করুন


যদি মনে করেন শীতের দিনে টোনার ব্যবহার করার দরকার নেই, তা হলে ভুল ভাবছেন! রোমছিদ্র পরিষ্কার করে সংকুচিত করতে ত্বকের টোনার দরকার, এবং সারা বছরই দরকার।

সঠিক ময়শ্চারাইজার


ময়শ্চারাইজার বাদ দিয়ে শীতে ত্বক সুস্থ থাকতে পারে না। আমার পছন্দ পন্ড’স ময়শ্চারাইজিং কোল্ড ক্রিম/ Pond’s Moisturising Cold Cream । গ্লিসারিনে সমৃদ্ধ এই ক্রিমটি শুষ্ক ত্বকে গভীর থেকে পুষ্টি জোগায় আর আর্দ্র রাখে, ফলে ত্বক থাকে নরম আর উজ্জ্বল।


শীতে ত্বককে ভালো রাখার উপায়


বাদ দেবেন না সানস্ক্রিন


বাইরে যাওয়ার আগে সারা মুখে ভালো করে ল্যাকমে সান এক্সপার্ট টিন্টেড সানস্ক্রিন 50+++ এসপিএফ/Lakmé Sun Expert Tinted Sunscreen 50+++ SPF মেখে নিন। শসা, লেমনগ্রাস, জিঙ্ক অক্সাইড আর অ্যালানটয়েনে সমৃদ্ধ এই সানস্ক্রিনটি ত্বককে সানবার্ন, কালো দাগছোপ আর অকালে বয়সের ছাপ পড়া থেকে রক্ষা করে।


প্রয়োজনীয় টিপসঃ


ত্বকের আদ্রতা ধরে রাখতে প্রচুর পরিমাণে জল পান করুন।


শীতকালে নরম সুতির আরামদায়ক পোশাক পরার চেষ্টা করুন।


প্রচুর পরিমাণে শাকসবজি খান।


শীতে শুষ্ক ত্বকের জন্য কী করবেন


অ্যালোভেরা জেল মধুর সঙ্গে মিশিয়ে একটি প্যাক তৈরি করুন।


ত্বকের পাশাপাশি ঠোঁট ও শুষ্ক হয়ে যায়। অনেক সময় ঠোঁট থেকে রক্ত বেরিয়ে আসে। এই সকল ক্ষেত্রে ঠোঁটে গ্লিসারিন অথবা ভেসলিন লাগান।


অবশ্যই ভাল মশ্চারাইজার যুক্ত ক্রিম ব্যবহার করতে হবে তবে যাদের মুখে খুব ব্রণ হয় তারা ক্রিমের সাথে একটু জল মিশিয়ে নেবেন।


Tags – Winter Skin Care Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *