Spread the love

শীতে হাতের কাছে রাখুন বেস্ট ময়শ্চারাইজিং সরঞ্জাম – Keep The Best Moisturizing Tools Handy In Winter


বছরের শীতের দিনগুলোয় ত্বকের দরকার বিশেষ যত্ন। শীতের রুক্ষ শুকনো টান এড়াতে ত্বকে যতটা সম্ভব আর্দ্রতা আর ময়শ্চারের জোগান দেওয়াই আমাদের কাজ।।।শীতের দিনে ত্বকের আর্দ্রতা কমে যায়, ফলে ত্বকে টান ধরে, এমনকী, প্রদাহ বা র‍্যাশও দেখা দিতে পারে। শুধু ঘন ক্রিম মেখে এ সমস্যা সামাল দেওয়া সম্ভব নয়, শীতের শুষ্কতাকে দূরে রাখতে একটা ত্বক পরিচর্যার রুটিন মেনে চলা দরকার। দেখে নিন এই শীতে ত্বক ভালো রাখতে আপনার কি করা উচিত –



c8955566fdfb25f6702fd65fe79185541665860162335485_original-1669904478297 শীতে হাতের কাছে রাখুন বেস্ট ময়শ্চারাইজিং সরঞ্জাম - Keep The Best Moisturizing Tools Handy In Winter

ত্বকের শুষ্কতাকে বিদায় জানান এই উপায়ে

হাইড্রেটিং ক্লেনজার


মুখ পরিষ্কার করার সময় ত্বক থেকে স্বাভাবিক তেলের আস্তরণ নষ্ট হয়ে যায়। মুখ যাতে অতিরিক্ত শুকনো হয়ে না যায়, তার জন্য একটা কোমল ক্লেনজার দরকার। ক্লেনজারে গ্লিসারিন, ভিটামিন ই, ভিটামিন বি আর ভিটামিন সি আছে কিনা। এ সব থাকলে মুখ ধোয়ার পরেও ত্বকে শুকনো টান অনুভব করবেন না।

ভিটামিন সি+ভিটামিন ই


উজ্জ্বল, মসৃন ত্বক পেতে ভিটামিন সি অন্যতম জনপ্রিয় উপাদান ,, ভিটামিন সি-র পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডান্ট এবং অ্যান্টি-এজিং গুণ রয়েছে। ত্বকের পক্ষে এটি খুবই উপকারী। এটি ত্বক উজ্জ্বল করে, আর্দ্রতা জোগায়, কোলাজেন উৎপাদন বাড়ায়, কালো দাগছোপ কমায়।।


শীতের দিনে ত্বকের শুষ্কতা দূর করার উপায়

ত্বকে সিরাম লাগানোর পর তাই মেখে নিন পন্ড’স সুপার লাইট জেল অয়েল ফ্রি ময়শ্চারাইজার উইথ হ্যালুরনিক অ্যাসিড + ভিটামিন ই/ Pond’s Super Light Gel Oil Free Moisturiser With Hyaluronic Acid + Vitamin E। এই ময়শ্চারাইজারটিতে ভিটামিন ই রয়েছে যা ত্বকে নিমেষে শুষে গিয়ে কাজ শুরু করে দেয়। এই ময়শ্চারাইজারটি ত্বক শীতল রাখে, ফলে লাগালেই ত্বকে আরাম অনুভূত হয়।


Moisturizing Foundation


শীতে অবশ্যই Moisturizing Foundation লাগাবেন।। নয়তো ত্বক আরো রুক্ষ শুষ্ক লাগবে,, তখন আপনার মেকাপ ভিতর থেকে ফেটে যাবে।। দেখতে বিচ্ছিরি লাগবে।।।

Luminous Moisturizing Foundation – এই ফাউন্ডেশন টি ব্যবহার করতে পারেন।।।।


আমাদের আলোকিত ময়েশ্চারাইজিং ফাউন্ডেশন সূক্ষ্মভাবে মসৃণ করে, প্রাকৃতিক কভারেজের সাথে আপনার বর্ণকে উন্নত করে। এটি নরম সিল্কি এবং ক্রিমি টেক্সচার একটি উজ্জ্বল ফিনিস প্রদানের জন্য প্রয়োগ করা সহজ।


যে সব স্কিনকেয়ার প্রডাক্টে গ্লিসারিন আছে, তা এএইচএ বিএইচএ পিলের পর আপনার ত্বককে সর্বোচ্চ পুষ্টি জোগাবে, কারণ গ্লিসারিনকে সেরা ময়শ্চারাইজারগুলির মধ্যে অন্যতম বলা হয়। এ ব্যাপারে আমাদের পছন্দ হল ল্যাকমে অ্যাবসলিউট পারফেক্ট র‍্যাডিয়েন্স স্কিন ব্রাইটেনিং ডে ক্রিম/ Lakmé Absolute Perfect Radiance Skin Brightening Day Cream।


বেস্ট ময়শ্চারাইজিং সরঞ্জাম

নারিশিং সিরাম


ত্বকের যত্নে সিরামের কোনও তুলনা হয় না। সিরামে যে সব উপাদান থাকে তার প্রতিটিই ত্বকের জন্য অত্যন্ত পুষ্টিকর এবং ক্রিম বা লোশনের চেয়ে সিরাম অনেক ভালোভাবে ত্বকের গভীরে ঢুকতে পারে। শীতের শুষ্ক ত্বকের জন্য অয়েল-বেসড সিরাম ভালো ।।



Female-hands-holding-a-jar-of-facial-cream-and-taking-a-little-bit-with-her-finger-for-application-7017b3144a1a68141b0428e03bdb1bfa-1669904478519 শীতে হাতের কাছে রাখুন বেস্ট ময়শ্চারাইজিং সরঞ্জাম - Keep The Best Moisturizing Tools Handy In Winter

শীতে দিনে ত্বকের যত্ন নিন এই উপাদানগুলি দিয়ে

কোমল ময়শ্চারাইজার


শীতের রুক্ষতাকে প্রতিরোধ করতে ময়শ্চারাইজারই ত্বকের সবচেয়ে বড় হাতিয়ার। শুকনো টান ধরা ত্বক কোমল রাখতে এমোলিয়েন্ট জাতীয় ক্রিম মাখুন।


মাল্টিপারপাস লিপ বাম


মাল্টিপারপাস বোঝাতে আমরা এমন লিপ বামের কথা বলছি যা ঠোঁট কোমল রাখার পাশাপাশি রোদের ক্ষতির হাত থেকেও ঠোঁট সুরক্ষিত রাখে।।।




Tags – Skin Care Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *